নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বাংলাদেশে প্রায় দশ লাখ ভারতীয় কাজ করে ১০ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার আমলে বিভিন্ন প্রযেক্টে ভারতীয় লেবার পর্যন্ত আনা হয়েছে যার কোনো প্রয়োজন ছিল না। এই সরকার এখনো এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি। আশা করি খুব শিগ্রই ব্যবস্থা নিয়ে এদেশের বেকার তরুন যুবকদের কাজের ব্যবস্থা করে দেবেন।
ভারত থেকে আদানির বিদ্যুৎ আনা হত ১৬০০ মেগাওয়াট এবং জাতীয় গ্রিড থেকে আনা হত প্রায় ১২০০ মেগাওয়াট। আদানির বিদ্যুৎ সরকার পরিবর্তনের সাথে সাথে বন্ধ হয়ে গেছে। বাকিটাও বন্ধ করে দেয়া উচিত। হাসিনার সরকারের মতে আমাদের উৎপাদন সক্ষমতা ২৫০০০ মেগাওয়াট এবং চাহিদা ১৬০০০ মেগাওয়াট। সুতরাং ভারত থেকে বেশি দামে বিদ্যুৎ আনার কোন প্রয়োজন নেই।
চিকিৎসায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এক্ষত্রে আমাদের আরো কিছুদিন ভারতের উপর নির্ভর করতে হবে। আশা করি নতুন সরকার আশু পদক্ষেপ নেবেন যাতে আমাদের চিকিৎসার জন্য আর বিদেশ যেতে না হয়।
আমরা খাদ্য পন্য ও শিল্পের কাচামাল ভারত থেকে আমদানি করি। খাদ্যপন্যে আমরা প্রায় স্বংসম্পূর্ন। পরিকল্পিত ভাবে কৃষি ব্যবস্থাপনা করতে পারলে হয়ত আমাদের আর খাদ্য ও কৃষি পন্য আমদানি করতে হবে না।
এছাড়া শপিং ও পর্যটনে আমাদের প্রচুর মানুষ ভারতে গিয়ে আরো প্রায় ১০ বিলিয়ন ডলার খরচ করে। এক্ষেত্রে আমরা কিছুদিন সংযম করতে পারলে আমাদের ডলার যেমনি সেভ হবে তেমনি আমারা ভারতের সাথে ব্যলেন্স অফ পেমেন্টের ঘাটতি কিছুটা কমাতে পারব।
আমাদের অন্তত দুই বছর অপ্রয়োজনে ভারত যাওয়া থেকে বিরত হওয়া উচিত। এতে করে ভারতকে কিছুটা চাপে রাখা যাবে।
অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে নাহয় আমরা আবার ভারতে বেড়াতে যাব।
২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৬
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৪
নতুন বলেছেন: ভারত রপ্তানী করতে চাইলে সেটা ন্যয্য দামে আমরা কিনতে পারি।
কিন্তু সরকারে থাকতে সাহাজ্য করার বিনিময়ে তাদের সামনে নতজানু থাকা যাবেনা।
সরকার চাইলে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই আমদানি করা সম্ভব।
এই কাজের জন্য চাই দেশপ্রেম, সততা এবং সাহস।
২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৭
খাঁজা বাবা বলেছেন: আদানীর কাছ থেকে ১৬ টাকা ইউনিট দরে বিদ্যুৎ কেনা হয়েছে। যা আমাদের গড় দামের দ্বিগুন।
৩| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৫
জুল ভার্ন বলেছেন: বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে ওদের বিতারিত করতে হবে।
২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৬
খাঁজা বাবা বলেছেন: প্রকৃত বৈধ অবৈধ কত ভারতীয় বাংলাদেশে আছে তার কোন হিসেব নেই। সংখ্যাটা ১০ লাখ থেকে ২৫ লাখ পর্যন্ত হতে পারে।
৪| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২২
দেখা হবে রাজপথে বলেছেন: ১০ লাখ ভারতীয়র পরিসংখ্যানটা আমাদের ৩০লাখ শহিদের মত একটু বেশি হয়ে যাচ্ছে!
বাকি বিষয় নিয়ে আমার দ্বিমত নেই।
২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৬
খাঁজা বাবা বলেছেন: পত্রপত্রিকাতে এমন সংখ্যার কথাই বলা হচ্ছে।
রেল লাইন নির্মান, বিদ্যুৎ কেন্দ্র নির্মান ও পরিচালনা থেকে শুরু করে সকল ভারতীয় প্রযেক্টে শ্রমিক পর্যন্ত ভারতীয়।
চাইনিজ প্রকল্পে সুপারভাইজার পর্যন্ত চায়না থেকে নিয়ে আসা হয়।
৫| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০২
ঢাবিয়ান বলেছেন: চিকিৎসা খাতকে অগ্রাধিকার ভিত্তিতে ঢেলে সাজানো দরকার। সকল চিহ্নিত দুর্নীতিবাজদের কঠিন শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করা গেলে চিকিৎসা সেবা অনেকদুর এগিয়ে যাবে। এছাড়া আইন করে দেশের রাজনীতিবিদিদের বিদেশে উন্নত চিকিতসার জন্য যাওয়াটাও বন্ধ করতে হবে।
২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৭
খাঁজা বাবা বলেছেন: রাজনীতিবিদদের বিদেশে চিকিৎসা বন্ধ করা গেলেই দেশের চিকিৎসার মান বৃদ্ধি পাবে।
৬| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৯
অস্বাধীন মানুষ বলেছেন: যে ভাবে ভারত আলাদা হয়েছিল
https://www.somewhereinblog.net/blog/Murun/30365101
৭| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩১
অস্বাধীন মানুষ বলেছেন: যেভাবে ভারত থেকে আলাদা হয় পোনেরটা দেশ
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩০
খাঁজা বাবা বলেছেন: পড়লাম
৮| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
মেঘনা বলেছেন: দেখা হবে রাজপথে বলেছেন: ১০ লাখ ভারতীয়র পরিসংখ্যানটা আমাদের ৩০লাখ শহিদের মত একটু বেশি হয়ে যাচ্ছে।
৭১-এর মুক্তি যুদ্ধে শহীদের সংখ্যা আমি ৩ও লাখ ই জানি। আসলে কত?
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩২
খাঁজা বাবা বলেছেন: ৩ লাখের ও কোনো প্রমান নেই, ৩০ লাখের ও প্রমান নেই
৩০ লাখ মেনে নেয়াই ভাল।
৯| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
আলামিন১০৪ বলেছেন: থাইল্যান্ডের সাথে চিকিৎসা সম্পর্কিত দ্বিপাক্ষিক চুক্তি করা যেতে পারে
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩২
খাঁজা বাবা বলেছেন: আরো অনেক দেশের সাথে ই হতে পারে।
১০| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
নতুন বলেছেন: As of the fiscal year 2022-2023, the Bangladesh Investment Development Authority (BIDA) issued a total of 3,159 work permits to Indian nationals, making them the largest group of foreign workers in the country. Many Indian nationals work in managerial and technical roles, particularly in sectors like garments and automobiles, where there is a high demand for skilled professionals.
In addition to those with work permits, there are likely more Indian nationals working on short-term or temporary visas, though exact figures are challenging to determine. The presence of Indian workers in Bangladesh reflects both the skills gap in the local workforce and the demand for highly skilled professionals in key industries.
সংখ্যটা সম্ভবত ১০ লক্ষ হবেনা ।
কিন্তু ভারতীয় তাদের যোগ্যতায়ই কাজ করছে, নতুবা ব্যাবসায়ীরা দেশি প্রফেসনাল পেলে বিদেশীদের বেশি বেতন দিতো না।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৪
খাঁজা বাবা বলেছেন: আপনার লেখায় বৈধ কর্মীর হিসাব
বেশির ভাগ ই অবৈধ।
আমাদের প্রতিষ্ঠানেও বেশ কিছু ভারতিও কাজ করত
বেশির ভাগ ও টুরিষ্ট ভিসায় আগত।
১১| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারত থেকে আমদানি করা মানে ভারত আমাদের উপর নির্ভরশীল। কারণ সেই ক্ষেত্রে আমরা ভারতের কাস্টমার হয়ে গেলাম। কাস্টমারের উপরে বিক্রেতা নির্ভরশীল। কারণ পণ্যটা আমরা চাইলেই অন্য দেশ থেকে কিনতে পারি। এমন কোন পণ্য কি আছে যেটা ভারত না হলে চলবে না। বরং ভারত থেকে আমদানি বন্ধ হলে দেশের ব্যবসায়ীরা সেই জায়গা নেবে এবং দেশের জিডিপি বৃদ্ধিতে সাহায্য করবে। কিছু শিল্প পণ্য হয়তো আছে যেটা ভারত থেকে সস্তায় পাওয়া যায়। আমাদের কিছু দিন কষ্ট হবে। পরে আমরাই নিজের দেশে সেগুলি তৈরি করা শুরু করবো। ১৯৪৭ সালের পরে ভারত বহু বছর আমদানির উপরে কঠোর নিয়ন্ত্রণ রেখেছিল। ফলে ভারতে বিবিধ শিল্প কারখানা গড়ে উঠেছে। আমরা আমদানি করতে ভালোবাসি তাই চীন, ভারত থেকে প্রচুর আমদানি করে থাকি। ফলে আমাদের দেশে শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধির হার কম।
কলিকাতার খুচরা ব্যবসায়ীরা বলে যে তাদের ক্রেতার একটা বড় অংশ বাংলাদেশী। আমরা ভারতে গিয়ে শপিং কমিয়ে দিলে কার লস। কয়েকদিন মন খারাপ হবে হয়তো। কিন্তু আর্থিক লোকসান হবে ভারতীয় বিক্রেতাদের।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৬
খাঁজা বাবা বলেছেন: ভারত আমাদের উপর নির্ভরশীল, তাতে এতদিন আমরা কোন লাভ করতে পারিনি।
ভারত একচেটিয়া লাভ করেছে।
১২| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১২
করুণাধারা বলেছেন: আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো করা দরকার, যেন ভারতে চিকিৎসা করতে না যাওয়া লাগে।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৭
খাঁজা বাবা বলেছেন: ভারতের চিকিৎসা যে খুব উন্নত তা নয়। ভারতীয়দের ই ওদের চিকিৎসা নিয়ে অভিযোগ আছে।
আমাদের অবস্থা আরো খারাপ।
১৩| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৯
কামাল১৮ বলেছেন: আমদানি যারা করে,যেখানে সে সুবিধা পাবে,দামে কম পাবে সেখান থেকেই সে করবে।এখানে সরকারের খুব একটা কিছু করার নাই।মুক্ত বানিজ্যে সরকার স্বাক্ষর করেছে।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৮
খাঁজা বাবা বলেছেন: আমার পোষ্ট সরকারের উদ্দেশ্যে নয়।
জনগনের উদ্দেশ্যে।
১৪| ২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:০৭
কাঁউটাল বলেছেন: পাকিস্তানে চিকিৎসা সস্তা এবং উন্নত। ঢাকা-লাহোর ফ্লাইট চালু করা যাতে পারে।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪০
খাঁজা বাবা বলেছেন: পাকিস্তান, থাইল্যান্ড সাময়িক সমাধান হতে পারে।
আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে।
১৫| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:২৬
অগ্নিবেশ বলেছেন: এই ৩০ লক্ষ ভারতীয়কে ইসলামের ছায়াতলে নিয়ে আসুন।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪০
খাঁজা বাবা বলেছেন: আপাতত বাড়ি ফিরে যাক।
১৬| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪২
রাসেল বলেছেন: ইতিবাচক লেখা । প্রতিবেশী দেশের সাথে বন্ধত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, পা চাটা সম্পর্ক নয়, নিজের ব্যক্তিগত স্বার্থের সম্পর্ক নয় ।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪১
খাঁজা বাবা বলেছেন: নিজের ব্যক্তিগত স্বার্থের সম্পর্ক নয়।
১৭| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩৪
জটিল ভাই বলেছেন:
সহমত।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪২
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৭
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটা দুইবার এসেছে ঠিক করে দিয়েন।