নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন দেশের পরাধীন সরকার

০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৪



তলে তলে আমেরিকা ভারতের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা আর যাই হোক বাংলাদেশের সাধারন মানুষের স্বার্থ রক্ষা করে না। লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এভাবে বিলীন করে দেয়া একমাত্র আওয়ামীলিগের দ্বারাই সম্ভব। স্বাধীন দেশে বিদেশের স্বার্থ রক্ষাকারী এমন পরাধীন সরকার মানুষ একদিন ও দেখতে চায় না। এমন দেউলিয়া নীতি বিবর্জিত সরকারের বিরুদ্ধে একদফা দাবী।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

বাকপ্রবাস বলেছেন: দলান্ধরা এসবে কিছুই মনে করেনা

০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৯

খাঁজা বাবা বলেছেন: বোঝার মত অবস্থায় নেই। নেশাগ্রস্থ।

২| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫২

কামাল১৮ বলেছেন: এদেশ স্বাধীন করেছিলো রাজীকাররা।এদেশের ভালো মন্ধ রাজাকাররাই ভালো বেঝে

০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৫

খাঁজা বাবা বলেছেন: আপনি বিদেশে থেকে যে দেশের ভাল মন্দ বোঝেন না, তা নিশ্চিত।

৩| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৭

ঢাবিয়ান বলেছেন: @ কামাল১৮ , ৭১ এর রাজাকার আর এই ২০২৩ এর রাজাকারদের মধ্যে কোন পার্থক্যতো দেখি না। কথাবার্তা , কাজ কারবার সবইতো একই স্টাইল।

০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৬

খাঁজা বাবা বলেছেন: তখনকার রাজাকার পাকিস্তানের দালালি করেছে, এখন করছে ভারতের।
পার্থক্য এইটুকুই।

৪| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:


@ঢাবিয়ান,

রাজাকার হলো সেসব বাংগালী, যারা মুক্তুিযুদ্ধের সময় পাকিস্তান মিলিশিয়া বাহিনীতে যোগদান করেছে, ও সেই বাহিনীর জন্য লোকজন যোগাড় করেছে।

০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৮

খাঁজা বাবা বলেছেন: এখন রাজাকারেরা একই কাজ করছে। বাহিনীর নাম আলাদা।

৫| ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আওয়ামীলীগ যখন যেতে তখন সে একা জেতে আর যখন হারে তখন সাধারণ জনগণসহ হারে। এটা ৭০ এর দশকে একজন বিদ্বান ব্যক্তির উক্তি। এখন এটা প্রযোজ্য নাও হতে পারে। কারণ আওয়ামীলীগের কাছে মানুষ এখন আর কিছু আশা করে না। ওনারা যে কোন মূল্যে ক্ষমতায় থাকবেন এটাই শেষ কথা। জনগণ নিয়ে ভাবার সময় ওনাদের নাই।

০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫২

খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলিগের এখন ৫% এর বেশি জন সমর্থন নেই। একটি জনবিচ্ছিন্ন দল, তাই কখনো দিল্লি, কখনো নিউইয়র্ক দেখে।

৬| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৩

জি এইস মেহেদী বলেছেন: ক্ষমতা দিয়ে কি করবেন আগে ঈমান বাঁচান,খাঁটি মুসলিম হন, কবর ডাকছে।

০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৩

খাঁজা বাবা বলেছেন: ঈমান বাচাতে আপনি কি কি করছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.