নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বাংলাদেশের কোটি কোটি মানুষ কোন দিন যুক্তরাষ্ট্রে না গিয়ে ইহজনম ত্যাগ করেছে। ভবিষ্যতেও জন্মগ্রহন করা কোটি কোটি মানুষ কোন দিন যুক্তরাষ্ট্রে না গিয়েই পৃথিবী ত্যাগ করবেন। এমন ও অনেক মানূষ আছেন যারা কোনোদিন ঢাকাতেও পা রাখেনি। তাতে তাদের জীবনের কোন কিছু ছেড়া যাবে না। কিন্তু যারা এই দেশে সবচেয়ে ক্ষমতাবান, স্বচ্ছল তারা কেন মার্কিন মুল্লুকে যাওয়ার জন্য এত ব্যকুল?
ওদের আহাজারি, হাহাকার, দুতাবাসে দৌড়ঝাপ দেখে মনে হচ্ছে ওরা বাংলাদেশে চাকরি করতে এসে নিজ দেশের (মার্কিন) পাসপোর্ট হারিয়ে ফেলেছে। দেশে ফিরবে কিভাবে সেই চিন্তায় ঘুম নেই।
১০ ই জুন, ২০২৩ দুপুর ২:৫০
খাঁজা বাবা বলেছেন: তবে এত ভয় কেন?
২| ১০ ই জুন, ২০২৩ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: ধরুন, আমেরিকাতে আমার গাড়ি বাড়ি আছে।
এখন যদি তাঁরা ভিসা নিয়ে ঝামেলা করে, তাহলে তো বিরাট বিপদ।
১০ ই জুন, ২০২৩ দুপুর ২:৫০
খাঁজা বাবা বলেছেন: গাছের ও খাবে, তলার ও কুড়াবে?
বাইডেনের কোন কোন দেশে বাড়ি আছে?
৩| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:৩৩
মোগল সম্রাট বলেছেন:
আম্রিকার নিষেধাজ্ঞা নিয়া দ্যাশে যে পিলো পাসিং সরকার আর বিম্পি-জামাত করতাছে এহন কার কোলে গিয়া মিউজিক অফ হইলো?
জানতে মুঞ্চায়
১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪০
খাঁজা বাবা বলেছেন: মিউজিক চলছে, দুই একটা উইকেট পরলে বোঝা যাবে কই মিউজিক অফ হইছে।
৪| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৪:১৬
কাঁউটাল বলেছেন: ভিসা নীতি আসলে সমস্যা না। ডলার ক্রাইসিস হল আসল সমস্যা। ডলারের সমস্যা সমাধান না হলে ভিসা নীতির কারণে প্যাঁচ লাগতে পারে।
১০ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪২
খাঁজা বাবা বলেছেন: বুঝিয়ে বলুন
৫| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৩
কাঁউটাল বলেছেন: আমেরিকা হল মূলত কারেন্সি এমপায়ার। এদের ফিনান্সিয়াল ইন্সটিটিউশন গুলো যদি কোন দেশের পিছনে লাগে, সেই দেশের অবস্থা কেরোসিন হয়ে যায়। উদাহরণ: শ্রিলংকা, পাকিস্তান, তুর্কি এবং এখন বাংলাদেশ।
১১ ই জুন, ২০২৩ সকাল ১০:১২
খাঁজা বাবা বলেছেন: ভিসা নীতিতে ব্যক্তি পর্যায়ে ক্ষতিগ্রস্থ হবে, অর্থনীতি সংক্রান্ত নীতিতে পুরো দেশ ক্ষতিগ্রস্থ হবে।
কাল খবর দেখলাম গার্মেন্টস খাত নিয়ে তারা কিছু প্রেস্ক্রিপ্সান দিয়েছেন।
৬| ১১ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৬
কাঁউটাল বলেছেন: সমস্যা হল, কারেন্সি এমপায়ারের সাথে ফাইট করে টিকে থাকা অসম্ভব না হলেও বেশ কঠিন। ভিসা নীতি এখনও একটা আলগা ফাঁস, কিন্তু যত ধস্তাধস্তি চলবে, এই ফাঁস তত গলায় চেপে বসতে থাকবে।
১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:১৬
খাঁজা বাবা বলেছেন: তেমন ই মনে হচ্ছে
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২৩ দুপুর ২:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
ভিসা নিষেধাজ্ঞা নয়, ভিসা নীতি ঘোষনা।
বিএনপি-জামাত চেয়েছিল ইরানের মত বানিজ্য নিষেধাজ্ঞা।
ভিসা নীতি তে
সামান্য ব্যক্তি সেংশানে কি আসে যায়?
যারা অলরেডি রিটায়ার্ড বাতিল হয়ে গেছে। বাতিল রে বাতিল করে লাভ কি? আর ব্যক্তি স্যাংশন হইলেও সেটা ঢিলা ঢালা স্যাংশন। সবচেয়ে টপ টেরর বেনজির নিউইয়র্ক শহর ঘুরে আসলো। বাঙালি পাড়ায় মিটিং করলো , দাওয়াত খেলো। এই ঢিলা স্যাংশনে লাভটা কি শুনি।