নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি বিলাস

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৭



আষাঢ়ে টিনের চালে ঝুম বৃষ্টি। কখনো কখনো জোর দমকা হাওয়ায় চালে বৃষ্টির ঝাপটা। কিংবা শ্রাবণে দিন ব্যপি টিনের চালে, গাছের পাতায় টিপ টিপ বৃষ্টি। হঠাত বাতাসের ঝাপটায় গাছের পাতায় জমে থাকা বৃষ্টির বড় বড় ফোটা ঝরঝর করে টিনের চালে পড়ার শব্দ। ঠান্ডায় কাথা মুড়ি দিয়ে ঘুম কিংবা খোলা বারান্দায় চা খেতে খেতে কচি সবুজ পাতায় বৃষ্টির ফোটার শব্দের ছন্দে বৃষ্টি উপভোগ করতে করতে পুরনো স্মৃতির পাতায় ডুব দেয়া। ভেজা পচা পাতার গন্ধ বা ভেজা কাকটার কা কা ডাক। কখনো ইচ্ছে হলে টিনের চাল থেকে গড়িয়ে পড়া বৃষ্টির পানিতে একটু গা ভিজিয়ে নেয়া। আলু ভর্তা দিয়ে দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাত খেয়ে আবার কাথার নিচে ঢোকা।

মাঝে মাঝে কল্পনায় খুব মিস করি এমন কিছু। এখন আর টিনের ঘড় নেই। ইচ্ছা আছে বাড়িতে ছাদে একটা টিনের চালের ঘর বানাবো কোন একদিন, সামনে একটা খোলা বারান্দা থাকবে। আসে পাসে বেশ কিছু গাছ লাগানো হয়েছে। ততদিনে হয়ত গাছগুলি বড় হয়ে যাবে। তখন সে ঘরে বসে বৃষ্টি বিলাস করব।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি শহুরে মানুষ , আদিবাস এই ঢাকাতেই। তবুও টিনের চালে বৃষ্টির নুপুর নিত্য শ্রবণ ও দর্শনের অভিজ্ঞতা আমার আছে। এখোন মাঝে মাঝে এই সুযোগ পেয়ে গেলে অবিভূত হতই।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৩

খাঁজা বাবা বলেছেন: টিনের চালে বৃষ্টি একটা ঘোর লাগা পরিবেশ সৃষ্টি করে

২| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৩

শাওন আহমাদ বলেছেন: আহা ঘোর লাগানো দিন! আহা শৈশব, কৌশর!

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০২

খাঁজা বাবা বলেছেন: স্বপ্নের দিন =p~

৩| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৫

ইমরোজ৭৫ বলেছেন: সাথে বউ থাকলে মন্দ হতো না। স্বামী আর স্ত্রী মিলে খিচুরী খেতেন।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৭

খাঁজা বাবা বলেছেন: :P :P

৪| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১১

জুল ভার্ন বলেছেন: টিনের চালের ঘরই শুধু নয়- এই বৃষ্টির মৌসুমে বৃষ্টিই মিস করছি! সবই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:২৪

খাঁজা বাবা বলেছেন: এ বছর ঢাকায় বৃষ্টি হয়নি বললেই চলে।

৫| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩৩

জুল ভার্ন বলেছেন: শুধু ঢাকায় নয়, দেশের দক্ষিন অঞ্চলের বৃহত্তর বরিশাল পটুয়াখালী জেলায় খড়ার কারণে অনেকেই জমি চাষা করতে পারেনি।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৫৯

খাঁজা বাবা বলেছেন: এবার সারা দেশেই বৃষ্টির অভাব। তবে দক্ষিনে কিছুটা হয়েছে বলে শুনেছি। আর দক্ষিনের ভূ-প্রকৃতি এমন যে পর্যাপ্ত বৃষ্টি না হলেও চাষাবাদ করা যায় বিস্তৃত নদী, খাল ও নালার কারনে। নদীর পানি আপনা আপনিই জমিতে চলে আসে।

তবে ক্ষেত্র বিশেষে পার্থক্য দেখা যেতে পারে।

৬| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: কোনো কিছু নিয়েই বিলাসিতা করা ভালো নয়।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৬

খাঁজা বাবা বলেছেন: যা সহজলোভ্য নয় তা পাওয়াই বিলাস।
একদা এটা খুব সাধারন ছিল, কিন্তু এখন বিলাস।
মানুষের স্বপ্ন থাকতে হয়, না থাকলে জীবন গতি হারিয়ে ফেলে।
এই বিলাস, আমার অনেক স্বপ্নের মধ্যে একটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.