নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

তেলের মূল্য বৃদ্ধি

০৬ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১০



রাতারাতি তেলের দাম প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে। ব্লগে এখনো এ বিষয়ে কোন পোষ্ট নেই। সবাই নির্বিকার।
আমরা মেনে নিয়েছি। যেন এমন ই হওয়ার ছিল। বিশ্ব বাজারে যেদিন তেলের দাম কমে ব্যরেল প্রতি ৯০ ডলার হয়েছে, সেদিন আমাদের দেশের বাজারে এই মূল্য বৃদ্ধি। এর আগে বিশ্ববাজারে তেলের দাম কম থাকার সময়ে বেশি দামে বিক্রি করে সরকার লাভ করেছে। যখন দাম বেড়ে গেছে তখন আর ভর্তুকি দিতে পারছে না।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রচন্ড ধৈর্য্যশীল জাতি আমরা। লিখে কি হবে? লিখে লাভ নাই।

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫১

খাঁজা বাবা বলেছেন: হয়ত লাভ নেই, হয়ত আছে।
নির্ভর করছে আওয়াজ কত শক্তিশালী তার উপর।

২| ০৬ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৯

মৌফড়িং বলেছেন: গত কয়েক বছরে সরকার তেলে প্রচুর লাভ করেছে। এখন না বাড়িয়ে আরো কয়েকটা মাস দেখতে পারতো।

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫০

খাঁজা বাবা বলেছেন: মূলত আই এম এফ এর শর্ত পূরন করা হচ্ছে।

৩| ০৬ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৭

কোনেরোসা বলেছেন: ভর্তুকি বন্ধ করার একটা পদক্ষেপ এইটা। সামনে মনেহয় আরও কঠিন দিন আসতেছে।

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৯

খাঁজা বাবা বলেছেন: জ্বালানীর পর সার এ ভর্তুকি উঠে যাবে মনে হচ্ছে।
সরকারের অদূরদর্শী কাজে আমরা আই এম এফ এর জালে আটকে যাচ্ছে।

৪| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২১

রানার ব্লগ বলেছেন: চলেন গ্রামে ফিরে যাই । নিজের ফসল নিজে উৎপাদন করি !!!

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৭

খাঁজা বাবা বলেছেন: শুধু খাবেন? আর কোনো প্রয়োজন নেই?

৫| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২১

ককচক বলেছেন: ব্লগে গতরাতে এই টপিক নিয়ে পোস্ট এসেছে।

@রানার ব্লগ বলেছেন: চলেন গ্রামে ফিরে যাই । নিজের ফসল নিজে উৎপাদন করি !!!

গ্রামে গিয়ে ফসল উৎপাদন করবেন, খরচ হবে আগের চেয়ে ৩গুন বেশি।
কিন্তু বিক্রি করতে গেলে দেখবেন কিছুই নাই। ফলাফল ০।
ক্ষতিগ্রস্ত হতে হতে কৃষকগণ কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫১

খাঁজা বাবা বলেছেন: শুধু খেলেই হবে? অন্যান্য জিনিস কিনতে কিনতে ফতুর হয়ে যাবে।

৬| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৯

ককচক বলেছেন: সরকার কৃষিতে ভুর্তকি দিলে বা কৃষকদের অনুদান দিলে দেশ দেশের মানুষ কিছুটা উপকৃত হবে। নইলে মানুষ না খেয়ে থাকবে, হাহাকার দেখা দেবে।

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৩

খাঁজা বাবা বলেছেন: ডিজেলের ভর্তুকি প্রকারান্তরে কৃষি খাত পায়। ডিজেলের ভর্তুকি গেল।
এর পর সারের ভর্তুকি উঠে যাওয়ার সম্ভাবনা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.