নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
সিলেট ভাসছে বন্যায়। অনেক ব্যাক্তি ও প্রতিষ্ঠান সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। যা অবশ্যই প্রশংসনীয়। সরকার ও প্রায় দুই কোটি টাকা ও চাল বরাদ্দ দিয়েছে। হয়ত তা পর্যাপ্ত নয়। তাই উদ্ধার কাজ ও ত্রান সরবরাহে নিয়োজিত সেনাবাহিনী বিজ্ঞাপন দিয়ে যারা ত্রান দিতে চান তা তাদের হাতে পৌছে দিতে বলেছেন।
কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের লাখ লাখ মানুষ যেখানে বেঁচে থাকার সংগ্রাম করছে সেখানে পর্যাপ্ত বরাদ্দ নেই কেন? পদ্মা সেতু উদ্বোধনে এক দিনেই নাকি পদ্মা পাড়ে খরচ করা হছে ১০ কোটি টাকা। এছাড়া বিভিন্ন সংগঠন ও সরকারী প্রতিষ্ঠান জেলায় জেলায় আলাদা ভাবে উদ্বোধনী অনুষ্ঠান পালন করবে। এই টাকার সংস্থান হতে পারলে ত্রানের টাকার জন্য কেন আমাদের হাত পাততে হবে?
এই প্রশ্নটা কেউ কি সরকারকে করেছেন?
২০ শে জুন, ২০২২ দুপুর ১:৩৫
খাঁজা বাবা বলেছেন: আপনি কিছু দেখছেন কি?
২| ২০ শে জুন, ২০২২ দুপুর ১:৩১
নতুন বলেছেন: পদ্মা সেতু উদ্বোধনে এক দিনেই নাকি পদ্মা পাড়ে খরচ করা হছে ১০ কোটি টাকা। এছাড়া বিভিন্ন সংগঠন ও সরকারী প্রতিষ্ঠান জেলায় জেলায় আলাদা ভাবে উদ্বোধনী অনুষ্ঠান পালন করবে। এই টাকার সংস্থান হতে পারলে ত্রানের টাকার জন্য কেন আমাদের হাত পাততে হবে?
এই প্রশ্নটা কেউ কি সরকারকে করেছেন?
পদ্মা সেতুর উদ্বোধনে অবশ্যই ১০ কোটি খরচা করতেই পারে, এটা অনেক বড় অর্জন আমাদের দেশের জন্য।
কিন্তু যদি সময় মতন ত্রানের জন্য পযাপ্ত সাহাজ্য দেওয়া হয় তবে এটা নিয়ে প্রশ্ন উঠবেনা। সরকারের মাথা মোটা নেতা আর আমাদের আমলা এই জিনিস বোঝে না।
২০ শে জুন, ২০২২ দুপুর ১:৩৫
খাঁজা বাবা বলেছেন: ২৫ জনের মত মানুষ বন্যায় মারা গেছেন, আমাদের দেশের কোন সংবাদ মাধ্যম তা প্রকাশ করেনি। পুরো বিষয়টি নিয়ে একটা গোজামিল।
১০ কোটি টাকা দিয়ে উদ্বোধন করে কাকে দেখানো লাগবে? বন্যা ছাড়াও আরো অনেক জরুরি কাজে আমরা অর্থ বরাদ্দ দিতে পারি না।
৩| ২০ শে জুন, ২০২২ বিকাল ৩:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেতু নিয়ে ব্যস্ত!
২০ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৯
খাঁজা বাবা বলেছেন: বাকি সব ভুলে বসে আছে।
৪| ২০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩২
জুল ভার্ন বলেছেন: দায়ী কে- বললে চাকরি থাকবেনা।
২০ শে জুন, ২০২২ রাত ৯:১৫
খাঁজা বাবা বলেছেন: না বললে চাকরী করার মানুষই হয়তো থাকবে না।
৫| ২০ শে জুন, ২০২২ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: আসলে কেউ দায়ী।
সব যখন আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে আল্লাহই দায়ী।
২০ শে জুন, ২০২২ রাত ৯:১২
খাঁজা বাবা বলেছেন: ঠিক আমাদের প্রগতিশীলদের মত কথা।
৬| ২০ শে জুন, ২০২২ রাত ৮:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: দায়ী সরকার+ বাংলাদেশের জনগণ উভয়ই।
২০ শে জুন, ২০২২ রাত ৯:১৪
খাঁজা বাবা বলেছেন: জনগনের নাম নিয়ে মূল হোতাকে হালকা করে দিলেন।
৭| ২০ শে জুন, ২০২২ রাত ৮:১৯
ঢাবিয়ান বলেছেন: বরিশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হলো জয়বাংলা কনসার্ট।সুত্র ঃ ইত্তেফাক
ফেসবুকে অনেকে ৮৮ সালের বন্যায় এরশাদ এর গান, বন্যার পানিতে নেমে বন্যার্তদের কাছে যাবার ছবি শেয়ার করছে। স্বৈরাচারী এরশাদ লোক দেখানো হলেও কিছু করেছিলেন সে সময়। এখনকার স্বৈরাচারী সরকার লোক দেখানো কাজ কারবারেরও উর্ধে উঠে গেছে।
২০ শে জুন, ২০২২ রাত ৯:১৬
খাঁজা বাবা বলেছেন: স্বৈরাচার ও হার মেনেছে।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২২ দুপুর ১:২৯
রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় সরকার কে আলাদা করে কিছু বলতে হবে না তাদের নিশ্চই বিষয়টা খেয়াল আছে। সমস্যা শুধু বি এন পি তারা সব জায়গায় সাপ দেখছে।