নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

সামুর নীতিমালা প্রসঙ্গে

২০ শে জুন, ২০২২ সকাল ১১:০৭

সামু কোন কারনে কোন ব্লগ প্রথম পাতা থেকে নামিয়ে দিতে পারে কিংবা মুছে দিতে পারে।
কোন কমেন্ট মুছে দিতে পারে।
তবে এ ব্যপারে সংশ্লিষ্ট ব্লগার কিংবা কমেন্টদাতাকে অবশ্যই কোন নোটিফিকেশন দেয়া উচিত। পারলে ব্যাখ্যা সহ।

সম্প্রতি আমার একটি লেখা সামু মুছে দিয়েছে। ব্লগটিতে দুজন ব্লগার কমেন্ট যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। মুছে দেয়ার ব্যপারে আমার কোন অভিযোগ নেই। তবে কাজটা কে সামুর পক্ষ থেকে করা হয়েছে, বা সিষ্টেমের কোন সমস্যার জন্য হয়নি তা নোটিফাই করলে ভাল হত। কারনটা জানালে সবাই আরো সচেতন হতে পারত।

বেশ কিছু দিন আগে আমার আরো একটি ব্লগ প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছিল। এ সব ক্ষেত্রে নোটিফাই করা উচিত বলে মনে করি।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২২ সকাল ১১:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সাধারণত নোটিফাই করে তো।

২০ শে জুন, ২০২২ সকাল ১১:২৩

খাঁজা বাবা বলেছেন: আমি পাইনি :(

২| ২০ শে জুন, ২০২২ সকাল ১১:৪৪

জুল ভার্ন বলেছেন: সব থেকে আশ্চর্য্যের বিশয় হচ্ছে- আমার/আপনার পোস্টে অন্য কারোর মন্তব্য মুছে দিলেও নোটিফেকশন আসে- "আপনার পোস্টের একটা মন্তব্য মুছে দেওয়া হয়েছে"। তাতে মনে হয়- আমার/আপনার অর্থাত যার পোস্টের মন্তব্য মুছে দেওয়া হয়েছে তারই নিজ মন্তব্য মুছে দেওয়া হয়েছে।

২০ শে জুন, ২০২২ সকাল ১১:৪৯

খাঁজা বাবা বলেছেন: আমার পোষ্টই মুছে দেয়া হয়েছে। :(

৩| ২০ শে জুন, ২০২২ সকাল ১১:৫১

সোনালি কাবিন বলেছেন: দুজন ব্লগার বাগযুদ্ধ করলো, এতে আপনার দোষটা কোথায় ?

২০ শে জুন, ২০২২ দুপুর ১২:১৪

খাঁজা বাবা বলেছেন: বুঝলাম না।

৪| ২০ শে জুন, ২০২২ সকাল ১১:৫৮

অপু তানভীর বলেছেন: আপনার রেজিস্টার্ড মেইলে একটা মেইল যাওয়ার কথা । কোন পোস্ট মুছে কিংবা সরিয়ে দিলে সামুতে যে মেইল দিয়ে নিক খুলেছেন সেখানে মেইল যায় । চেক করে দেখুন ।

২০ শে জুন, ২০২২ দুপুর ১২:১৪

খাঁজা বাবা বলেছেন: কোন মেইল পাইনি।

৫| ২০ শে জুন, ২০২২ দুপুর ১২:০৬

আরইউ বলেছেন:



আমিও খুব অবাক হয়েছি তবে, আমার একটা হাইপোথিসিস আছে এ প্রসংগে। আমার ধারণা কতৃপক্ষ চেয়েছিলেন আমার পোস্ট মুছে দিতে (রিডানডেন্ট বিধায়) এবং (কোন কারণে) আপনার পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিতে। হয়েছে উল্টোটা - আপনার পোস্ট মুছে দিয়েছেন এবং আমার পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছেন।

আমি খুব দুঃখিত আপনার পোস্টের এই অবস্থার জন্য।

২০ শে জুন, ২০২২ দুপুর ১২:১৫

খাঁজা বাবা বলেছেন: হাহাহাহ, হতে পারে।
তবে আমার কথা, একটা নটিফিকেশন আসা উচিত। :)

৬| ২০ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: এরকম আমারও হয়েছে।

২০ শে জুন, ২০২২ দুপুর ১:০১

খাঁজা বাবা বলেছেন: :(

৭| ২০ শে জুন, ২০২২ বিকাল ৪:২৬

সোনাগাজী বলেছেন:



আপনার সেই পোষ্টে ব্লগার আরইউ আমাকে অনেক বিশ্রী গালি দিয়েছিলেন, গালিগুলো যাতে বাকী ব্লগারদর চোখে না'পড়ে, সেজন্য পোষ্ট সরানো হয়েছে, মনে হয়।

২০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪০

খাঁজা বাবা বলেছেন: :|

৮| ২০ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্টটা মিস করলাম

২০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪০

খাঁজা বাবা বলেছেন: :P B-)

৯| ২০ শে জুন, ২০২২ রাত ৮:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: নীতিমালা!!!

২০ শে জুন, ২০২২ রাত ৯:৫৩

খাঁজা বাবা বলেছেন: 8-|

১০| ২০ শে জুন, ২০২২ রাত ১০:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নীতিমালা সবার জন্য
বোধ হয় এক নয়!
ভাগ্যবানদের বউ মরে
গরিবের বউ মরে!

২০ শে জুন, ২০২২ রাত ১০:২৭

খাঁজা বাবা বলেছেন: মাথার উপর দিয়া গেল। #:-S

১১| ২১ শে জুন, ২০২২ সকাল ৮:৩৫

বিটপি বলেছেন: সামু ব্যক্তি মালিকানাধীন ব্লগ, তাই যা খুশি তাই করতে পারে। এজন্য কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নয়।

২১ শে জুন, ২০২২ সকাল ৯:০৮

খাঁজা বাবা বলেছেন: আমি কৈফিয়ত চাইনি, বলেছি একটা অপশন থাকা উচিত নোটিফিকেশনের।
আর এটা প্রাইভেট হলে প্রাইভেট ই রাখা উচিত।
মালিক একা একা ব্যবহার করবেন, ব্লগ লিখবেন, নিজেই পড়বেন।
ভাল না ব্যপারটা? :P

১২| ২১ শে জুন, ২০২২ সকাল ১১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রতিটি প্রতিষ্ঠানই ব্যক্তি মালিকানাধীন বা কেউ না কেউ চালায়। তাই যারা মনে করেন ব্যক্তি মালিকানাধীন হলেই যা ইচ্ছে তাই করা যাবে, সেটা ভুল এবং সীমিত চিন্তাভাবনার বহিঃ প্রকাশ।

যাইহোক, আপনার পোস্টটা সরিয়েছি, কারন এখানে অপ্রয়োজনীয় আলোচনা হচ্ছিলো। এছাড়া ৭ নাম্বার মন্তব্যটিও অন্যতম একটি কারন। তবে এটা সত্যি, আমরা এখানে নীতিমালা পুরো প্রয়োগ করতে পারি নি। কারন এই মুহুর্তে আমরা সবাই ত্রান কার্যক্রম নিয়ে কিছুটা ব্যস্ত। আমি অহেতুক বিতর্ক করার মত অবস্থায় নেই। খুবই সামান্য কারনে ব্লগার চাঁদগাজীকে গালি দেয়ার অধিকার কেড়ে নিলে অনেক ব্লগার ব্লগিং এ তেমন কিছু করতে পারবেন বলে মনে হয় না। তাই ব্লগিং এ উৎসাহ দেয়ার জন্য উক্ত মন্তব্যসকল না মুছে, আপনার পোস্টটিই মুছে দেয়া হয়েছে।

আপনি কেন মেইল পাচ্ছেন না, আমি বিষয়টি অনুসন্ধান করব।



২১ শে জুন, ২০২২ সকাল ১১:১৭

খাঁজা বাবা বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। বিষয়টি আপনার দৃষ্টিগোচর হয়েছে জেনে ভাল লাগছে।
পোষ্ট কেন সরিয়েছেন আমি বুঝতে পারছি, এ বিষয়ে আমার কোন অভিযোগ নেই।
আমি বলতে চাচ্ছিলাম এডমিন থেকে কোন স্টেপ নেয়া হলে, একটা নটিফিকেশন এলে আমরা বুঝতে পারতাম, বিষয়টি সম্পর্কে অবগত হতাম।

আর প্রাইভেট ব্যপারটি?
আপনার মতের সাথে আমি একমত।
ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.