নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
প্রথম বিদেশ ভ্রমন ও বিড়ম্বনাঃ ১
শিলিগুড়ির ট্রেনের টিকিট কেটে বের হতে প্রায় তিনটা। ট্রেন হাড়বে সারে আটটায়। পাশে একটা হোটেল খুজে পেলাম ফ্রেশ হওয়া এবং কিছু সময় রেষ্ট নেয়ার জন্য। আমরা তিন ঘন্টা থাকব হোটেলে, তাই ভাড়ায় কিছুটা ছাড় চাইলাম। কিন্তু সে কোন ছাড় দেবে না। পুরো দিনের ভাড়া দিতে হবে ১০০০ রুপি। চলার মত আর শক্তি ছিল না তাই নিয়ে নিলাম। আমাদের পাসপোর্ট রেখে দিল, বিশ্বাস করল না। তাই কিছুটা ভয়ে ছিলাম। যাই হোক সন্ধায় বের হলাম হোটেল ছেড়ে। হোটেল ওয়ালা ৭০০ রাখল, ৩০০ ডিসকাউন্ট দিল দয়া করে। আমরা একটা মুসলিম রেষ্টুরেন্ট খুজে ঢুকে খাওয়া সারলাম। দুপুরে হাইওয়ের ধাবায় যা খেয়েছিলাম তা ছিল পৃথিবীর জঘন্যতম খাবার।
খাওয়া সেরে বের হলাম। মাটির কাপে চা খেয়ে সিগারেট ফুকতে ফুকতে ষ্টেশনের সামনে এলাম। আমাদের ঘড়িতে তখন ৮ঃ ২০। ভাবছি আমাদের তো বাংলাদশি টাইম মোবাইলে, লোকাল টাইম এখন ৭ঃ ৫০, হাতে সময় আছে তাই নিশ্চিন্ত।। আগেই শুনেছিলাম এদেশে যেখানে সেখানে সিগারেট ফুকলে ধরা খেতে হবে। তাই সাবধানী ছিলাম। ষ্টেশনের সামনে এসে সিগারেটটা ফেলে দিলাম। ছবিতে ষ্টেশনের সামনে যে খুটিগুলি পোতা আছে তার বাইরে থেকে সিগারেট বাডটা ছুড়ে ফেললাম। কিন্তু সেটা গিয়ে পড়ল খুটির ভিতরে। আমরা নিশ্চিন্ত মনে ষ্টেশনের সিড়ি বেয়ে মূল ভবনে উঠলাম।
এমন সময় পেছন থেকে ডাক পড়ল ও দাদা শুনুন। ও দাদা। আমরা পিছনে ঘুরলাম। এক গার্ড ডাকছে, আমরা দাড়ালাম। সে এসে বলল দাদা স্টেশনে সিগারেট খাওয়া মানা। আমি বললাম তো? সে বলল আপনি খেয়েছেন, এখন ফাইন দিতে হবে। আমি বললাম আমি তো ষ্টেশনের বাইরে খেয়েছি। সে দেখালো ওই যে সিগারেট বাড ফেলেছেন ভিতরে। আমি আবার বললাম ওটা তো বাইরেই, সে বলল ওই খুটির মধ্যে মানেই ভিতরে। পড়লাম বেকায়দায় এমন সময় স্টেশনে লাগানো একটা ঘড়িতে চোখ পড়তে দেখি সময় ৮ঃ২০। আমি ভাবছি হায় হায় আধ ঘন্টা সময় এগিয়ে এলো কিভাবে? আমি গার্ড কে জিজ্ঞেস করলাম এখন সময় কত? সে ও একই সময় বলল।
আমি বললাম আমি শিলিগুড়ির ট্রেন সাড়ে আটটায়। আমার দেড়ি হয়ে যাচ্ছে যেতে দাও। সে বলে আগে ফাইন দিন, জলদি দিন ট্রেন ছেড়ে দেবে। এমন সময় আমি আমার কলিগ কে আর খুজে পাই না। গার্ডকে বলি ভাই আমি বিদেশী, জানতাম না, আর কোথাও লেখাও নেই, সে দূরে দেয়ালে লাগানো আমাকে A4 সাইজের একটা কাগজ দেখিয়ে বলে ওখানে লেখা আছে। সে বলে ছাড়া যাবে না ফাইন না দিলে, জলদি বের করুণ ট্রেন ছেড়ে দেবে। অগথ্যা জিজ্ঞেস করি কত? সে বলে ৩০০ রুপি, আমার তো কপালে চোখ। আমি বলি ভাই কমিয়ে রাখ, সে বলে তাহলে অফিসে চলেন। আমি রাজি হলাম। আমরা দুজন দৌড়ে একটা রুমে ঢুকলাম। সেখানেও দেখি বেশ কিছু মানুষ স্কালের মত আটকে রেখেছে, ভিতরে লোহার শিকের একটা গারদ, তার মধ্যেও গাদাগাদি করা আরো কিছু লোক, তাদের কারো গায়ে ই জামা নেই।
গার্ড আমাকে নিয়ে এসে বলে এর ৩০০ ফাইন, আমি তো হা, আমি বলই অফিসে এলে না কমার কথা? সে বলে কোন কম নেই, এমন সময় আমার ট্রেনের আর ২/১ মিনিট আছে, আমি ৩০০ রুপি দিয়ে দৌড়ে আবার গেটের কাছে আসি, আমার কলিগ কে খুজি, পাই না, ১ মিনিট, ২ মিনিট কোন খবর নাই। হঠাত পেছন থেকে এসে হাজির। বললাম ভাই ট্রেনের সময় হয়ে গেছে, চলেন। আমরা দৌড়ে প্লাট ফর্মে গিয়ে দেখি ট্রেন ছেড়ে দিয়েছে, লোকজনকে জিজ্ঞেস করে কনফার্ম হলাম এটাই ট্রেন। তারপর কোন রকম দৌড়ে ট্রেনে উঠলাম।
ট্রেনে উঠে জিজ্ঞেস করলাম ভাই কই ছিলেন আপনি, সে বলে ভাই সকালে যা ঘটছে, আবার যদি দুইজনই ধরা খাই তো কে উদ্ধার করবে, তাই আমি সটকে পরেছিলাম।
এদিকে আমি ৩০০ রুপি ফাইন দিয়ে ব্যক্কেল।
১১ ই জুন, ২০২২ রাত ১১:৩৯
খাঁজা বাবা বলেছেন: ইহা কি বলিলেন?
২| ১১ ই জুন, ২০২২ রাত ১১:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
সিগারেট দেশ থেকে নিয়ে গিয়েছিলেন?
১১ ই জুন, ২০২২ রাত ১১:৪০
খাঁজা বাবা বলেছেন: না কোলকাতায় বাংলাদেশী সিগারেটের অভাব নেই।
৩| ১১ ই জুন, ২০২২ রাত ১১:৩৯
সোহানী বলেছেন: এ কি অবস্থা!!!!
১১ ই জুন, ২০২২ রাত ১১:৪১
খাঁজা বাবা বলেছেন:
৪| ১১ ই জুন, ২০২২ রাত ১১:৪৫
সোনাগাজী বলেছেন:
আপনি ১ম বার বেড়াতে গিয়ে যে সামান্য বিপত্তির সন্মুখীন হয়েছেন, ইহা সবার বেলাতেই ঘটে; কিন্তু আপনি গুলো নিয়ে বেশী কথা বলেছেন।
সাদা শাড়ীপরা মহিলা পুলিশ আপনাকে ২ বার আটকানোর কথা ভাবেন; মহিলা কেন অকারণে ক্ষেপলো?
১১ ই জুন, ২০২২ রাত ১১:৫১
খাঁজা বাবা বলেছেন: মহিলার কমিশন ছুটে গেছে, তাই হয়ত।
১২ ই জুন, ২০২২ রাত ১২:০১
খাঁজা বাবা বলেছেন: অভিযোগের আর একটান পোষ্ট দেব।
৫| ১১ ই জুন, ২০২২ রাত ১১:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: শিলিগুড়ির ট্রেনের টিকিট কেটে বের হতে প্রায় তিনটা।
তাহলে আপনি ফরেন কোটায় টিকেট কাটেন নাই?
এক বেলাতেই কনফার্ম টিকেট পেয়ে গেলেন!!!
৩০০ রুপি জরিমানাও খেলেন!!
১২ ই জুন, ২০২২ রাত ১২:০০
খাঁজা বাবা বলেছেন: ফরেন কোটায় কেটেছি, তাই তো পাসপোর্ট ফটোকপি করতে গিয়ে একবার ধরা খেলাম।
৬| ১২ ই জুন, ২০২২ রাত ১২:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ৩ কখন?
১২ ই জুন, ২০২২ রাত ১২:০৭
খাঁজা বাবা বলেছেন: দেখি, কাল হয়ত।
৭| ১২ ই জুন, ২০২২ রাত ১২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ফেয়ারলি প্লেসে ফরেন কোটায় কাটতে হয়।
আপনারা আইডি হিসেবে পাসপোর্টের কপি দিয়েছেন।
১২ ই জুন, ২০২২ রাত ১২:০৮
খাঁজা বাবা বলেছেন: ইনফরমেশন সেন্টার থেকে আমাদের এ রকমই বলেছিল।
৮| ১২ ই জুন, ২০২২ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: আমি আমার স্ত্রীকে নিয়ে গিগ্যেছিলাম। কোনো বিপদ আপদ হয়নি। এই সিয়ালদা থেকেই শান্তিনিকেতন গিয়েছিলাম। না ভুল বললাম, হাওড়া থেকে সান্তিনিকেতন গিয়েছিলাম। আর শান্তিনিকেতন থেকে ফিরেছি শিয়ালদায়।
১২ ই জুন, ২০২২ সকাল ৯:০৭
খাঁজা বাবা বলেছেন: হম, এর পরেও আমি কয়েকবার গিয়েছি, মোটামুটি ভালই ছিল।
৯| ১২ ই জুন, ২০২২ সকাল ৯:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভ্রমন কাহিনী ভালো হয়েছে। মহিলা পুলিশ পরের বার আপনাকে ছাড়বেনা টুপাইস হাতিয়ে নেবেই।
১২ ই জুন, ২০২২ সকাল ৯:৫২
খাঁজা বাবা বলেছেন: ভারতের পুলিশ আমাদের দেশের পুলিশের মত না, ১০/২০ টাকা দিলেই এরা খুশি হয়।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২২ রাত ১১:৩৭
সোনাগাজী বলেছেন:
আপনি অভিযোগপ্রিয় মানুষ; হয়তো, ইহা আপনার চেহারায়ও আছ; ফলে, অনকেই আপানাকে কোন ব্যাপারে ছাড় কম দেয়ার সম্ভাবনা