নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বিএম ডিপোর দূর্ঘটনাটি বাংলাদেশের প্রেক্ষাপটে বড় দুর্ঘটনা হলেও বৈশ্বিক প্রেক্ষাপটে এর চেয়ে আরো বড় ভায়াবহ দূর্ঘটনা বিভিন্ন দেশে অহরহ ঘটছে। তবে আমাদের দেশের সমস্যা হচ্ছে দূর্ঘটনার সময় অনেক হৈচৈ হলেও পরে সবাই ভুলে যায়। কেন দুর্ঘটনা ঘটেছিল, কিভাবে ভবিষ্যতে প্রতিরোধ করা যাবে, আবার দূর্ঘটনা ঘটলে কিভাবে উদ্ধার কাজ চালানো যাবে, ক্ষয় ক্ষতি কিভাবে সর্বনিম্ন পর্যায়ে রাখা যাবে তা নিয়ে তেমন কোন কাজ হয় না।
আমাদের দেশে এখনো ১০ তলার বেশি উচ্চতায় কোন ভবনে আগুন লাগলে তা নেভানোর ব্যবস্থা নেই। বড় কোন লঞ্চ ডুবে গেলে তা উদ্ধারের কোন ব্যবস্থা নেই। বড় কোন ভবন ভেঙে পড়লে ১ মাসেও পুরোপুরি উদ্ধারের সক্ষমতা নেই।
এই যে নেই, তা নিয়ে কোন কাজ হচ্ছে বলে বছরের বছর কোন দৃশ্যমান কাজ হচ্ছে না। আল্লাহ না করুক, এই বিস্ফোরনে বড় কোন ভবন ভেঙে যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যেত, তা আবার চালু করতে নূন্যতম ৭ দিন লাগত। পোর্ট, আমদানী রপ্তানী বন্ধ হয়ে যেত।
আমাদের কোন বিকার নেই।
বড় কোন ভূমিকম্পে যদি ঢাকার ৩০০-৪০০ বাড়ি ভেঙে পড়ে, হাজার হাজার মানুষ তবে ভাঙ্গা ভবনের নিচে না খেয়েই মারা যাবে। হয়ত লাশের গন্ধে শহর দীর্ঘদিনের জন্য পরিত্যাক্ত করা লাগতে পারে। একটা ভবন উদ্ধারেরই সক্ষমতা আমাদের নেই, শত শত ভবন ধংশ হলে অবস্থা ভয়াবহ হবে।
আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলি যাদের সংশ্লিষ্ট বিষয়গুলি দেখা দরকার, তারা তাদের কাজ ঠিক ভাবে করেন না। টাকা নিয়ে অনুমিতি দিয়ে দেন। নিয়মিত পরিদর্শন করেন না। দুর্ঘটনা ঘটলে সেসব বড় কর্তারা টিভিতে মতামত দেন, আর সাধারন কর্মিরা প্রান দেন।
বলা হচ্ছে ডিপোতে রাসায়নিক রাখার অনুমতি ছিল না। তারপরেও রেখেছে।
কিসের অনুমতি নিয়েছে, কি করছে, অনুমতির বাইরে কিছু করছে কিনা তা সংশ্লিষ্ট বিভাগগুলি কখনে চেক করে দেখে না। এজন্য এদের কখনো দায়ি ও করা হয় না।
আমরা এত উন্নত হয়েছি, দেশ কানাডা সিংগাপুর হয়ে গেছে, তবে দেশের আইন কানুন নিয়ম শৃংখলা ঠিক হয় নি। হাজার হাজার কোটি টাকার প্রকল্প চলছে, কয়েককোটি টাকা খরচ করে কয়েকটা উচু ক্রেন, বা ভাসমান ক্রেন আমরা কিনতে পারি না।
কবে আমাদের বোধোদয় হবে।
০৫ ই জুন, ২০২২ রাত ৯:২২
খাঁজা বাবা বলেছেন: আমাদের দেশে প্রায় ১৫ লাখ বিদেশি কাজ করে, ইঞ্জিনিয়ার থেকে লেবার পর্যন্ত। সরকার কাঠামো ঠিক করে দিলে ডিপো ডিজাইনের লোক আনা যাবে না? দেশে না থাকলে বিদেশ থেকে আনবে।
সরকারী তদারকির বড্ড অভাব।
২| ০৫ ই জুন, ২০২২ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: খাঁজা বাবা,
"বোধ" থাকলে তো বোধদয় !!!!!
এর চেয়েবড় ধরনের দূর্ঘটনা ( যেমনটা বলেছেন) হলে লেজে-গোবরে অবস্থা হয়ে যাবে। আল্লাহ তেমনটা না করুন.............
০৫ ই জুন, ২০২২ রাত ৯:২৪
খাঁজা বাবা বলেছেন: স্বাধীনতার ৫০ বছর পার করলাম আমরা। আর কবে হবে বোধ?
৩| ০৫ ই জুন, ২০২২ রাত ৯:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: কনটেইনার যেখানে রাখা ছিল সে স্থানটি দেখলে বুঝবেন যে কোন দুর্ঘটনা বুঝি এখনই ঘটল।
০৫ ই জুন, ২০২২ রাত ৯:২৪
খাঁজা বাবা বলেছেন: আমি বাইরে থেকে দেখেছি। ভিতর থেকে দেখা হয় নি।
৪| ০৫ ই জুন, ২০২২ রাত ৯:০৮
দ্বীপ ১৭৯২ বলেছেন: শোকাহত
০৫ ই জুন, ২০২২ রাত ৯:২৫
খাঁজা বাবা বলেছেন: আল্লাহ নিরীহ মানুষের সহায় হোন।
৫| ০৫ ই জুন, ২০২২ রাত ১০:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: যাদের বোধ উদয় হওয়া দরকার তাদের বোধ অস্ত গেছে অর্থের আড়ালে।
০৫ ই জুন, ২০২২ রাত ১০:৪০
খাঁজা বাবা বলেছেন: সেটাই বড় সমস্যা। তারা তাদের নিজ দেশ মনে করে ক্যানাডা, আমেরিকা। এদেশে তারা উপার্জন করতে এসেছে মনে করে।
কিন্তু বিপর্যয় হলে তারাও রক্ষা পাবে না।
৬| ০৫ ই জুন, ২০২২ রাত ১০:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় দেশে হলে, দেশ মাসখানেক অচল থাকলেও কি তারপর বোধধয়" হবে??
০৫ ই জুন, ২০২২ রাত ১০:৪০
খাঁজা বাবা বলেছেন: তার আগেই হওয়া উচিত।
৭| ০৬ ই জুন, ২০২২ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: সরকার ব্যস্ত আখের গুছাতে। আর ব্যস্ত পদ্মাসেতু এবং মেট্রেরোল নিয়ে।
০৭ ই জুন, ২০২২ বিকাল ৩:০৭
খাঁজা বাবা বলেছেন: মাঝে মাঝে আপনার পোষ্ট দেখলে মনে হয় সরকার আপনার ও আখের গুছিয়ে দিচ্ছে।
যে করেই হোক আপনি আওয়ামীলিগ কে আবার ক্ষমতায় দেখতে চান।
অবশ্য আমার এই পোষ্টটি কোন নির্দিষ্ট সরকারের বিপক্ষে নয়।
৮| ০৬ ই জুন, ২০২২ সকাল ৯:৪০
জুল ভার্ন বলেছেন: দেশে এখন পুড়ে কিম্বা পুড়িয়ে মারার কালচার স্টাব্লিস্ট হয়ে গিয়েছে। দেশের এতো বড়ো মর্মান্তিক একটা বিপর্যয়ের মধ্যেও আমাদের উৎসাহের কমতি নাই। শহর জুড়ে চলছে আলোকসজ্জা।
০৭ ই জুন, ২০২২ বিকাল ৩:০৯
খাঁজা বাবা বলেছেন: মানুষ যে যার মত আছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২২ রাত ৮:৫৩
সোনাগাজী বলেছেন:
এই ধরণের ডিপো ডিজাইন করার লোকজন আছেন?