নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
সোনাগাজী ভাই সরকারের জনপ্রিয়তার জরীপ দেখতে চেয়েছিলেন তার পোষ্টে। এমি এখানে ডয়েচেভেলের কিছু জরীপের ফলের স্ক্রিনসট দিলাম। যদিও এগুলো সরাসরি সরকারের জনপ্রিয়তা প্রকাশ করে না, তবুও এগুলো দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জনগনের মতের প্রকাশ ঘটায় এবং যাতে বোঝা যায় সরকারী কর্মকান্ডের উপর জনগনের আস্থা কতটুকু। এখানে স্যাম্পল সংখ্যাও যথেষ্ট বড় হওয়ায় এই ফলাফলকে সার্বিক ভাবে গ্রহনযোগ্য বলা যায়। যে কেউ ডয়েচেভেলের ইউটিউব চ্যানেলে গেলে জরীপ গুলি দেখতে পারবেন।
১৯ শে মে, ২০২২ রাত ৮:৩৯
খাঁজা বাবা বলেছেন: জ্বী, সরকারের কর্মকান্ড ও তা সম্পর্কে জনগনের মনোভাব।
২| ১৯ শে মে, ২০২২ রাত ৮:২৫
জগতারন বলেছেন:
অবশ্যই ভাবনার বিষয়।
আমিও মনে করি দেশের অবস্থা আরও ভালো হওয়া উচিৎ ছিল। দেশে প্রসাশনের ক্ষমতা যাদের উপর ন্যাস্ত তারাই যদি দুর্নীতি করে!
হ্যাঁ, তারাতো সুযোগ পেলেই তা করবে; তা ও নিয়ন্ত্রণ ও জবাবদিহি আওতায় আনা দেশের প্রসাশনের একান্ত ভাবেই দরকার ছিল।
এ কাজটা যে দেশের আদালত বা প্রশাসন যত ভালো করতে পারে সেই দেশের সরকার বা প্রসাশনের কর্জকারিতা ততই ভালো।
১৯ শে মে, ২০২২ রাত ৮:৩৪
খাঁজা বাবা বলেছেন: মুল সমস্যা সরকার দল বা জনগনের চেয়ে প্রশাসনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।
জবাবদিহিতার কোন প্রয়োজন নেই।
৩| ১৯ শে মে, ২০২২ রাত ৯:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবর রহমান
তার সহযোগীদের অন্যায় ও দোষ ত্রুটি ক্ষমস
করার খেসারত দিয়েছিলেন তার তাজা রক্তের
বিনিময়ে, তার কণ্যার এ কথাটা ভুলে যাবার
কথা নয়!
১৯ শে মে, ২০২২ রাত ৯:১১
খাঁজা বাবা বলেছেন: তিনি মনে রেখেছেন না ভুলে গেছেন তাতে আমাদের কি আসে যায়?
৪| ১৯ শে মে, ২০২২ রাত ৯:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হচ্ছে সরকারী দলের লোকেরা ভোট দিচ্ছে না!!!
১৯ শে মে, ২০২২ রাত ৯:৩২
খাঁজা বাবা বলেছেন: হাহাহাহ, হতে পারে।
আবার সরকারী দলে লোক নেই, তা ও হয়ে পারে।
৫| ২০ শে মে, ২০২২ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: ডয়েচ ভেলের মালিক কে? ওদের অফিস কোথায়?
২১ শে মে, ২০২২ দুপুর ১:৩৭
খাঁজা বাবা বলেছেন: এর মালিক জার্মান সরকার।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৬
সোনাগাজী বলেছেন:
ইহা পরোক্ষভাবে সরাকরের কর্মকান্ড সম্পর্কে ধারণা দিচ্ছে।