নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
একশ বছর আগে প্রমত্তা পদ্মায় সেতু কারিগড়ি ও অর্থনৈতিক দিক থেকে সত্যিই অভুতপূর্ব। তা সত্বেও আমরা স্বাধীনতার দাবী থেকে পিছপা হইনি।
সেকালেও কিছু সুবিধাভোগী স্বাধীনতার চেয়ে উন্নয়নকে বড় করে দেখানোর চেষ্টায় লিপ্ত ছিল।
তেমন সুবিধাভোগী এদেশে আজও বিদ্যমান, যারা উন্নয়নের নামে সব ঢেকে দিতে চান।
আমরা কোন পথে যাব সে সিদ্ধান্ত আমাদেরকেই বেছে নিতে হবে।
১০ ই মে, ২০২২ দুপুর ১২:২৩
খাঁজা বাবা বলেছেন: উন্নয়নই সব হলে হংকং এখনো বৃটিশ সাশনেই থাকত
২| ১০ ই মে, ২০২২ দুপুর ১২:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ্ !! চমৎকার মিল আছে। ততকালীন সময়ে হিন্দুরা বিটিশদের বেশি তোষামোদী করে ফলে মুসলিমরা পিছিয়ে পরে।
১০ ই মে, ২০২২ দুপুর ১২:৪২
খাঁজা বাবা বলেছেন: ব্যাপারটা হিন্দু মুসলিমের চেয়েও সুবিধা ভোগই প্রধান
৩| ১০ ই মে, ২০২২ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: আমি উন্নয়ন দেখি না। মনে হয় আমার চোখে সমস্যা।
রাস্তায় বের হলে আমি দেখি শুধু ভিক্ষুক।
কোটি কোটি বেকার।
আজও মানুষ রাস্তায় ঘুমায়।
সরকারী হাসপাতাল গুলোতে দালাল।
আজও অসংখ্য কিশোর কিশোরীরা স্কুলে যায় না।
নারীরা সৌদি গিয়ে অপমান অত্যাচারের স্বীকার হচ্ছে।
১০ ই মে, ২০২২ দুপুর ২:৩৬
খাঁজা বাবা বলেছেন: গত তিন চার মাসে রাস্তায় ভিক্ষুক অন্তত ৪ গুন বৃদ্ধি পেয়েছে।
৪| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ব্লগেই অনেক বিখ্যাত ব্লগার আছেন যেনারা উন্নয়নের সাফাই গেয়ে অগণতান্ত্রিক ভাবে হলেও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান। তেনারা 'বাংলাদেশ বিকল্প দেখান লীগ'-এর গর্বিত সদস্য...
১০ ই মে, ২০২২ বিকাল ৫:৫৯
খাঁজা বাবা বলেছেন: হা সেটাই। তারা নাথু মজুমদারের অনুশারী।
৫| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: এই ছবিটি আগে কখনো দেখি নাই।
এক ছবিতেই অনেক কিছু বলা হলো।
১০ ই মে, ২০২২ রাত ১০:৩৬
খাঁজা বাবা বলেছেন: জ্বি, এক ছবিতেই আমরা একাল, সেকাল সব দেখতে পাই।
৬| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১২
জগতারন বলেছেন:
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন দুর্লভ এক ডকুমেন্টস দেখলাম
ধন্যবাদ শেয়ার করায়!
রাজাকার, সেবকতো যুগে যুগেই ছিল, আছে থাকবেও হয়তো
যতক্ষন না আত্ম মর্যাদা, জ্ঞান, প্রজ্ঞা বিকশিত হয়।
অসাধারন অভিমত আর অবশ্যই দুর্লভ উপাস্থপনা।
১০ ই মে, ২০২২ রাত ১১:০৬
খাঁজা বাবা বলেছেন: পোষ্টারটি একটি স্যাটায়ার।
রাজাকার, সেবকতো যুগে যুগেই ছিল, আছে থাকবেও হয়তো
যতক্ষন না আত্ম মর্যাদা, জ্ঞান, প্রজ্ঞা বিকশিত হয়।
কথা কিন্তু সত্য।
৭| ১০ ই মে, ২০২২ রাত ৮:১৪
নূর আলম হিরণ বলেছেন: এই ছবিটি সঠিক ছবি নয়, এডিটেড। হিন্দু ধর্মের কারো নামের আগে শেখ হয় না। ফ্যাক্ট চেক করে নিতে পারেন। তবে ঠিক যুগে যুগে শাসকরা উন্নয়নের কথা বলে অনেক ব্যর্থতা ডেকে দিতে চায়। বাংলাদেশে অবশ্যই উন্নয়ন হয়েছে তবে সেটা টেকসই ও সুষম উন্নয়ন নয়।
১০ ই মে, ২০২২ রাত ১০:৫৯
খাঁজা বাবা বলেছেন: জ্বি আপনি সঠিক, পোষ্টারটি হয়ত স্যাটায়ার করার জন্য তৈরি অথবা এডিট করা।
তবে যুগে যুগে স্বৈরাচার ও জনবিরোধীরা জনগনকে উন্নয়নের চশমা পড়াবার চেষ্টা করেছে। এবং এদের সুবিধাভোগী সহচরেরা সবসময়ই এদের সমর্থন করে গেছেন।
যেমনটি আমরা শ্রীলংকায় দেখছি।
৮| ১০ ই মে, ২০২২ রাত ৮:৩১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সব উন্নয়ন কে এপ্রেসিয়েট করি। দুর্নীতিকে ও জুলুম কে ঘৃণা করি।
১০ ই মে, ২০২২ রাত ১০:৩৮
খাঁজা বাবা বলেছেন: উন্নয়ন হওয়া উচিত পরিকল্পিত ও জনগনের স্বার্থে।
লোক দেখানো ও লুটপাটের জন্য জন্য।
৯| ১০ ই মে, ২০২২ রাত ৮:৩৬
নিমো বলেছেন: @নূর আলম হিরণ, উফ! দিলেনতো বিনোদনটা শেষ করে। ব্লগ মডারেটর যেভাবে গাজার নৌকা নির্বাচিড পাতায় নিয়ে যাচ্ছেন থুক্কু শ্রীলংকায় নিয়ে যাচ্ছেন, সেটা থামানো আপনার উচিত নয়। হা হা হা!
১০ ই মে, ২০২২ রাত ১১:০৩
খাঁজা বাবা বলেছেন: ভাই @নূর আলম হিরণ ভাই কমেন্ট দেখে আপনি যে শুখ পেয়েছেন তা দেখে আমার সত্যিই ভাল লাগছে।
জ্বী, ওটা একটা স্যাটায়ার পোষ্টার। কিন্তু এর মূল বক্তব্য আপনি বুঝবেন না।
কারন ওই পোষ্টারটি যাদের উদ্দেশ্যে বানানো হয়েছে, আপনিও তাদের একজন কিনা কে জানে।
পোষ্টারের পরের ছবি গুলি দেখেছেন নিশ্চয়ই।
১০| ১০ ই মে, ২০২২ রাত ১০:৪৮
জ্যাকেল বলেছেন: নূর আলম হিরণ বলেছেন: এই ছবিটি সঠিক ছবি নয়, এডিটেড। হিন্দু ধর্মের কারো নামের আগে শেখ হয় না। ফ্যাক্ট চেক করে নিতে পারেন। তবে ঠিক যুগে যুগে শাসকরা উন্নয়নের কথা বলে অনেক ব্যর্থতা ডেকে দিতে চায়। বাংলাদেশে অবশ্যই উন্নয়ন হয়েছে তবে সেটা টেকসই ও সুষম উন্নয়ন নয়।
নিমো বলেছেন: @নূর আলম হিরণ, উফ! দিলেনতো বিনোদনটা শেষ করে। ব্লগ মডারেটর যেভাবে গাজার নৌকা নির্বাচিড পাতায় নিয়ে যাচ্ছেন থুক্কু শ্রীলংকায় নিয়ে যাচ্ছেন, সেটা থামানো আপনার উচিত নয়। হা হা হা!
হাঃ হাঃ হাঃ
Tashrik Hasan নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ২১ নভেম্বর প্রথম পোস্টারটি আপলোড করা হয়।
"ফটো কন্টেন্ট এক্সপ্লেইন করাটা একটু উইয়ার্ড। তারপরেও ভেঙে বলছি এই কারণে, বেশ অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন। এই পোস্টারটা কিন্তু রিয়েল না, ইমাজিনারি। আইডিয়াটা অনেকদিন ধরে মাথায় ঘুরছিল! আরেকটা ব্যাপার এইটা আমার সবচেয়ে বেশি সময় নিয়ে বানানো ফটো কন্টেন্ট। ইমপ্লিমেন্টেশনটা কতটুকু রিয়েলিস্টিক হইছে জানি না।"
https://www.boombd.com/fake-news/satirical-photo-poster-gone-viral-with-misleading-claim-10881
কিন্তু পোস্টারটির মুল বক্তব্যের সাথে আমি দ্বিমত হইবার সুযোগ দেখতেছি না।
১০ ই মে, ২০২২ রাত ১১:০৫
খাঁজা বাবা বলেছেন: পোষ্টারটি এডিটেড।
মূল বক্তব্য বোঝার জন্য আপনাকে ধন্যবাদ।
১১| ১১ ই মে, ২০২২ রাত ১২:০৫
নিমো বলেছেন: লেখক বলেছেন: কিন্তু এর মূল বক্তব্য আপনি বুঝবেন না।
কারন ওই পোষ্টারটি যাদের উদ্দেশ্যে বানানো হয়েছে, আপনিও তাদের একজন কিনা কে জানে।
জ্বি না ভাই বুঝব না। কারণ ব্লগ দিয়ে ইন্টারনেট চালিয়ে বক্তৃতা করার চেয়েও জরুরি কাজ করতে হয়, নইলে অনেকগুলো পরিবারকে হয়তো সত্যই শ্রীলংকার অবস্থায় পড়তে হবে।
১১ ই মে, ২০২২ সকাল ১০:৪২
খাঁজা বাবা বলেছেন: ভাই ব্লগ দিয়ে ইন্টারনেট না চালিয়ে, ইন্টারনেট দিয়ে ব্লগ চালান। নইলে মানুষ মনে করবে আপনি গাজার নৌকার মাঝি।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২২ দুপুর ১২:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন দুর্লভ এক ডকুমেন্টস দেখলাম
ধন্যবাদ শেয়ার করায়!
রাজাকার, সেবকতো যুগে যুগেই ছিল, আছে থাকবেও হয়তো
যতক্ষন না আত্ম মর্যাদা, জ্ঞান, প্রজ্ঞা বিকশিত হয়।