নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের টুপি ও দূর্নীতি

০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:১৭



আমাদেরকে উন্নয়নের টুপি পরিয়ে যে লুটপাট করা হচ্ছে সেটা মানুষ ভাল ভাবেই বুঝে গেছে।
মানুষ আর উন্নয়নের নামে লুট হতে চায় না।
কোথায় কোন উন্নয়নের কথা হলে মানুষ সংকিত হয়, যে এই লুটেরারা আবার বোধয় আমাদের লুট করছে।
এই দূর্যোগের দিনেও যারা চিকিৎসা সামগ্রী কেনার নামে লুটপাট চালায়, তাদের কোন ভাবেই বিশ্বাস করা যায় না।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজরাই এই দেশটারে খাইলো।

০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:২৬

খাঁজা বাবা বলেছেন: লাভের গুড় সব তারাই খেল

২| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৭

আমি সাজিদ বলেছেন: আপনি দেখি আচ্ছা রাজাকার, স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিরোধী লোক। অপপ্রাচারে বিভ্রান্ত না হলে উন্নয়নের মহাসড়কে চোখ কান মুখ বন্ধ করে হাঁটতে আমি আপনাকে আহবান জানাবো।

০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:২৭

খাঁজা বাবা বলেছেন: এখন তো দেখছি সবই অপপ্রচার, প্রচার তো দেখছি না।

৩| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৮

মীর আবুল আল হাসিব বলেছেন: আচ্ছা, যারা কোটি কোটি টাকা অসৎ পথে উপার্জন করে তারা কি একবারও ভাবে না যে অনেক খেয়েছি এবার থামি?
ভালো থাকতে তো বেশি কিছু লাগেনা।

০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:২৮

খাঁজা বাবা বলেছেন: এরা পৃথিবীর সেরা ধনী হতে চায়। যদিও এত সম্পদ ভোগ করা সম্ভব নয়।
এদের চাহিদার কোন শেষ নেই।

৪| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৫

আমি সাজিদ বলেছেন: আমাদের তথ্য প্রযুক্তি খাত আন্দাজি এপ ডেভেলভড করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার মধ্যে আছে। সরকারী পঞ্চাশটা এপ একশ কোটি টাকা দিয়ে ডেভেলভড হয়েছিলো। এই বিষয়ে পরে অনুসন্ধানে জানা যায়, পাঁচটা এপও ঠিক মতো কাজ করে না৷ বাকিগুলো বেসিক লেভেলের একটা যেমন তেমন এপ, বানানো দরকার বানিয়েছে আর কি। এই যখন এন্ড্রয়েড এপের অবস্থা রোবোট বানাইতে দিলে চায়নিজ খেলনা নিয়ে আসবে সিউর। আমাদের তথ্য প্রযুক্তি খাতে যে উন্নতি হয়েছে সেগুলো আমাদের কাছে নতুন, চমকপ্রদ স্বীকার করি। কিন্তু আমরা নিজেদের যে সারির দেশ বলে সংসদে দাবী করি, সেই সারির দেশগুলো অনেক বছর আগেই আমাদের এই উন্নয়নকে ছুঁয়ে এসেছে। কি করবেন আর, যে রেকর্ড বাজাচ্ছে আর যে সিনেমা দেখাচ্ছে তা দেখে যাওয়া ছাড়া উপায় নেই।

০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩২

খাঁজা বাবা বলেছেন: আবার এপ কেনা হচ্ছে।

আমাদের প্রযুক্তি খাতে যা উন্নয়ন তা বেশির ভাগই প্রাইভেট সেক্টিরের অবদান।

সরকারী লোকজন ডিজিটাল বাংলাদেশের কথা বললেও বাস্তবে ডিজিটাল সিষ্টেমে কি কি থাকা উচিত, তাদের সেই ধারনা আছে বলে মনে হচ্ছে না।
ডিজিটাল বাংলাদেশ শুধুই মার্কেটিং পলিসি এদের কাছে।

৫| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৩

কৃষিজীবী বলেছেন: আমরা করোনার চেয়েও বেশি.....

০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৩

খাঁজা বাবা বলেছেন: তা বৈ কি, দেখতেই পাচ্ছি :)

৬| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৮

আমি সাজিদ বলেছেন: গত কয়েকদিন আগে একনেকে যে প্রকল্প পাস হলো করোনা নিয়ে, তার খরচ নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছিল যুগান্তর মনে হয়, কি যে কান্ড! দেখলে মনে হয় শালার দশ পনেরো বছর গাধা বানায়ে কি যে ঘোল খাওয়াইসে! পেশাজীবি শ্রেনীর জন্য দেশে থাকা মানে দোহাই লাগে - ফ্যামিলি, দেশ প্রেম। এইসব বলে ও হজম করিয়ে পিছনের সারির মানুষজন স্বাধীনতার পর থেকে দেশটারে খাইলো।

০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৮

খাঁজা বাবা বলেছেন: উন্নয়ন আর চেতনার বড়ি খাইতে খাইতে আমাদের পাতলাপায়খনা শুরু হয়ে গেছে। এর পর চললে আই সি ইউ তে যাওয়া লাগবে। আই সি ইউ তো আবার দেশে সংকট। :P

৭| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৭

কল্পদ্রুম বলেছেন: এই রোবটগুলো সহজ কিছু কাজ করে।সরকার সাহায্য করলে অনেক কম টাকায় এরকম রোবট দেশি ছেলেমেয়েরা তৈরি করে দিতে পারবে।কথা হচ্ছে,তা তো হবার লয়।

০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৫২

খাঁজা বাবা বলেছেন: দেশি জিনিসে বেশি লাভ করা যায় না। আমদানিতে লাভ বেশি।

৮| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৬

আমি সাজিদ বলেছেন: আমাদের সাস্ট বুয়েট রুয়েট কুয়েট চুয়েট ব্রাক আইইউটিতে রোবোটিক্স ক্লাবে অনেক অসাধারণ কাজ করে ছেলেপেলেরা। এইটা সত্য। এখন যদি আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় পদক্ষেপ নেয় যে তারা এমন কাজ করবে তবে এই মন্ত্রণালয়গুলো যা করে, থার্ড ক্লাস চাইনিজ প্রোটোটাইপ নিয়ে আসবে আমাদের ছেলেপেলেদের কাজ ফেলে৷ কল্পদ্রুম আপনার সাথে একমত।

০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৩

খাঁজা বাবা বলেছেন: যেমনটা আমরা দেখলাম গনস্বাথ্যের কিট নিয়ে :(

৯| ০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪০

আমি সাজিদ বলেছেন: গণস্বাস্থ্যের কিটের বিরোধিতা করতে গিয়ে অনেকে জীবনে প্রথম বারের মতো এন্টিজেন-এন্টিবডি শব্দগুলোর সাথে পরিচিত হলো জীবনীগ্রন্থ ফেলে, মন্দ কি। হেহেহ।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:২০

খাঁজা বাবা বলেছেন: B-))

১০| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: লাভের গুড় সব তারাই খেল ।

দুদক তাদের গ্রেফতার করছে না কেন??

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:১৩

খাঁজা বাবা বলেছেন: দুদক ও গুড় বড়ই ভালবাসে :)

১১| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এর চেয়ে ভাল ছিল বিদুৎ ছাড়া খুঁটির উন্নয়ন।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:১৯

খাঁজা বাবা বলেছেন: মন্দের ভাল :)

১২| ০৬ ই জুন, ২০২০ রাত ৯:১৭

ঢাবিয়ান বলেছেন: জনৈক এমদাদুল দারুন কমেন্ট করেছেন । ফেসবুকে কিছু গ্রপ খুলেছে যেখানে পোস্ট এর চাইতেও অধিক গুরুত্বপুর্ন হচ্ছে এখন পোস্টের কমেন্ট। মানুষের মুখ এখন আর হাজার চেষ্টা করেও বন্ধ রাখা সম্ভব হচ্ছে না।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৭

খাঁজা বাবা বলেছেন: হা কমেন্ট টা দারুণ, বাস্তব সম্মত।

১৩| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:০৭

সাইন বোর্ড বলেছেন: দূর্নীতির ফল খুব ভাল করেই পাইতে শুরু করেছে আম জনতা ।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৪০

খাঁজা বাবা বলেছেন: হা ফল আসতে শুরু করেছে, তবে তরমুজ কাঁঠালের মত বড় ফল আসা এখনো বাকি। আসবে খুব তারাতারি।

১৪| ০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩১

কাছের-মানুষ বলেছেন: আমাদের দেশে সব চেয়ে বড় সমস্যা হল এখন দূর্নিতি। কয়েকদিন আগে দেখলাম এই ডায়াগনস্টিক সেন্টার ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট বিক্রি করছে।

কিছুই বলার নাই।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৫

খাঁজা বাবা বলেছেন: কেউ হার্ট এটাক করলে যদি হাসপাতাল বলে চিকিৎসা নিতে করোনা সার্টিফিকেট লাগবে, তখন কি করা? এই সার্টিফিকেট ভালভাবে পেতে ১০ থেকে ১৪ দিন লাগে। ততদিন কি হার্ট এটাকের রোগি চিকিৎসা ছাড়া বাচবে? তো মানুষ কি করবে? আমি মনে করি যারা এই সার্টিফিকেট বিক্রি করছে তারা মহান। আর যাদের জন্য এই সুযোগ তৈরি হয়েছে, যারা সকাল বিকেল টিভিতে এসে আমাদের ইউরোপ আমেরিকার গল্প শোনাচ্ছেন তারা (ডট ডট ডট ডট)।

১৫| ০৭ ই জুন, ২০২০ রাত ১২:১৩

নেওয়াজ আলি বলেছেন: চোরকে চোর বলা মহা অন্যায় দেশে

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:২৭

খাঁজা বাবা বলেছেন: তা বটে, তাতে চোরের ইজ্জত হানি হয়। মামলাও হয়।

১৬| ০৭ ই জুন, ২০২০ রাত ১২:১৬

মা.হাসান বলেছেন: অসাধারণ জিনিস শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ।

আশা করি আমাদের পুলিশ বাহিনী এই মোহাম্মদ এমদাদুল ইসলামকে ভারত বর্ডার থেকে অনুপ্রবেশের দায়ে ধরে নিয়ে এসে পাসপোর্ট আইনে মামলা করবে।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:২৬

খাঁজা বাবা বলেছেন: হা ইদানিং দেখতেছি, পুলিশ চোর গুন্ডা খুনি খুঁজে পায় না কিন্তু ডিজিটাল আইনে লোকজনকে রাতারাতি খুঁজে পায়।

১৭| ০৭ ই জুন, ২০২০ সকাল ৭:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবখাতে দূর্নীতি আর স্বাস্থ্যখাত থাকবে তুলসি পাতা নাকি ?

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:২৪

খাঁজা বাবা বলেছেন: স্বাস্থ্যখাত এখন দূর্নীতির বড় যায়গা, তার উপর করোনা আবার অনেক বড় আশির্বাদ হিসেবে হাজির হয়েছে। এঢহক অনেক কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে।

১৮| ০৭ ই জুন, ২০২০ সকাল ৭:৩০

সোহানী বলেছেন: ফেবুতে এটা দেখর পর হাসতে হাসতে অজ্ঞান।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:২২

খাঁজা বাবা বলেছেন: মজার কথা তা ঠিক, তবে আশংকা অমূলক নয়।

১৯| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৪:০৯

পদ্মপুকুর বলেছেন: তবে রাষ্ট্রের প্রতি জনগণের এই যে অবিশ্বাস, এটা একটা অশনিসংকেত!

০৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৪০

খাঁজা বাবা বলেছেন: এই অবিশ্বাস রাষ্ট্রের প্রতি নয়, রাষ্ট্রের পরিচালকদের প্রতি। অশনিসংকেত তো বটেই।

২০| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: এই দেশে কারো জন্ম নেওয়াটাই পাপ।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৮

খাঁজা বাবা বলেছেন: জন্ম নেয়া পাপ হবে কেন?
অন্যায় মেনে নেয়া, প্রতিবাদ না করা পাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.