নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
করোনা ভাইরাস মোকাবেলায় পি পি ই এর পরে সব চেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন সেটা হচ্ছে আই সি ইউ।
যুক্তরাষ্ট্রে আই সি ইউ বেডের সংখ্যা এখন ৯৩০০০।
যা গড়ে ১০০০০ মানুষের জন্য ৩.৬ টি।
বাংলাদেশে হাসপাতাল গুলিতে মোট বেডের সংখ্যা ১৪১৯০৩।
যা প্রতি ১০০০০ জনে ৮.৭ টি
বাংলাদেশে আই সি ইউ বেডের সংখ্যা ১১৬৯।
যা প্রতি ১০০০০ জনে ০.০৬৪
এর মধ্যে করোনা মোকাবেলার প্রস্তুতি হিসেবে রাখা হয়েছে ১৯ টি বেড
পাইপলাইনে আছে আরো ১৬ টি।
যা প্রতি ১০০০০ জনে ০.০০১৯. (পর্যাপ্ত)
যুক্তরাষ্ট্র নাকি আমাদের কাছে মেডিকেল ইকুইপমেন্ট সাহায্য চেয়েছে।
আমরা এখন জানি আমাদের দেশে পি পি ই এর সংকট চলছে।
তো আমরা সাহায্য হিসেবে যুক্তরাষ্ট্রকে সাহায্য হিসেবে কিছু আই সি ইউ বেড দিতে পারি।
করোনা আক্রান্তদের জন্য হয়ত আমাদের ৩৫ টি আই সি ইউ প্রয়োজন পরবে না।
আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি আছে।
সরকার ভেবে দেখতে পারে।
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৬
খাঁজা বাবা বলেছেন: সেরে উঠুক
২| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: হাসবুন আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াক্বিল ।
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৮
খাঁজা বাবা বলেছেন: কিচ্ছু বুঝি নাই
৩| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৪
নেওয়াজ আলি বলেছেন: Good news
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৮
খাঁজা বাবা বলেছেন: মনে হচ্ছে
৪| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৮
করুণাধারা বলেছেন: ঠিক। এ পর্যন্ত ছয়জন করোনা ধরা পড়েছে, আমার মনে হয় বড়জোর ১৪ জনের ধরা পড়তে পারে। অত বেড দিয়ে আমরা করব কী?
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৫
খাঁজা বাবা বলেছেন: আমারো তাই মনে হচ্ছে।
৫| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:১০
ইফতি সৌরভ বলেছেন: করুণাধারার মতো আমিও বলতে চাই, এত I.C.U. Bed দিয়ে কী করব আমরা? আর স্বাস্থ্যমন্ত্রী তো বলেছেন, আমাদের ডাক্তারদের এসব দরকার হবে না। যেহেতু গত ২৪ ঘন্টায় আক্রান্ত 'শূন্য' অতএব অচিরেই আমরা "করোনামুক্ত বিজয় মিছিল' করব ইনশাল্লাহ। শুধু একটা হিসাব মিলছে না, বাংলাদেশে মোট আক্রান্ত ৩৯, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ০৭ জন আর মৃত্যু সংখ্যা এ পর্যন্ত ০৫ জন (অবশ্য পত্রিকা মতে আজকে আরো একজন মারা গিয়েছেন কিন্তু কাল আইসিডিআরবি বলবেন, উনি নেগেটিভ ছিলেন)। তাহলে শতকরা মৃত্যুর হার কত আক্রান্তের ভিতরে?
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৮
খাঁজা বাবা বলেছেন: বলেছেন: শতকরা আক্রান্তে মৃত্যু ১০্% এর উপরে
বিশ্বে যেখানে ৪%
আমাদের সব কেস টেষ্ট করা হচ্ছে না।
সব টেষ্ট করা হলে হয়ত ৩০% এর উপরে হবে।
৬| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৩
রাশিয়া বলেছেন: য়েছে - এরকম উদ্ভট তথ্য কোথায় পেলেন? যে কোন তথ্য প্রকাশ করার আগে ভেরিফাই করে নেয়া উচিত নয় কি?
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৮
খাঁজা বাবা বলেছেন: আমি চিন্তা করি, হাসপাতালে তো আই সি ইউ নাই, টেষ্টিং কিট নাই
চিড়িয়া খানায়ও কি যায়গা নাই এদের জন্য?
৭| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৯
ভুয়া মফিজ বলেছেন: আমাদের ডাক্তারদের জন্য পিপিই কেনার টাকা নাই, তারপরেও মোদীর অনুরোধে সার্ক ফান্ডে দেড় মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিতে পারলে গাজীভাইয়ের আম্রিকা কি দোষ করলো?
২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৮
খাঁজা বাবা বলেছেন: সেটাই, দিয়া দেন
আমাদের অনেক আছে
৮| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
এখন বুঝতে পারছেন যে, প্রশাসনে আপনার মতো লোকেরা কাজ করে, ব্যুরোক্রেট হিসেবে আপনার কাছাকাছি বাংগালীরা চাকুরী করে; কিন্তু এরা আসলে কিছুই করে না, জাতির জন্য কিছুই নেই।
২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৪
খাঁজা বাবা বলেছেন: প্রশাসনে আমার মত লোকেরা কাজ করে
কিন্তু তার উপরের লেভেলে কিছু ছাগল আছে।
৯| ২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
সোহানী বলেছেন: সহমত, অঅমরা এতো ধনী এরকম বেড দান করলে এমন কোন কিছু হবে না। আর যেখানো কোন রোগীই নাই সেখানে কি দরকার!! শুধু দেখলাম বয়স্ক স্বাসকষ্ট রোগী নিয়ে সন্তানরা পাগলের মতো এ হাসপাতাল ও হাসপাতাল করছে কোথাও কোন বেড পাওয়া যায়নি।
২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৪
খাঁজা বাবা বলেছেন: এই সব পাগলদের কাছে আপনি শুধুই একটি নাম্বার।
এক একটি জীবন যাবে আর ফ্রোরা আপা সেজে গুজে এসে ঘোষনা করবে।
সব অবশ্য ঘোষনাও করা হবে না, নিশ্চিত প্রমানের অভাবে।
বেশিরভাগেরই প্রমান থাকবে না।
১০| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:১০
শের শায়রী বলেছেন: ভাই ভয় করে এগুলো লিখলে কি আবার গুজব ছড়ানোর অপবাদ হবে নাকি?
২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৬
খাঁজা বাবা বলেছেন: তারা যা বলে তা ছাড়া সবই গুজব।
এমনকি হাসান কালবৈশাখী ভাই রা কিছু বললেও তা গুজব হবে যদি তাদের মনের মত না হয়
১১| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
দুর্যোগের সময় পৃথিবীর বিভিন্ন দেশ একে অপরকে সাহায্য করবে, এরকম আগেও অনেক নজির আছে।
বর্তমানে বিভিন্ন দেশে মেডিকেল ইকুপমেন্ট সংকট চলছে সারা বিশ্বেই।
পৃথিবীর বিভিন্ন দুর্নিতিগ্রস্থ দেশগুলোর মত বাংলাদেশেও অকারন অনেক মেডিকেল সরঞ্জাম কেনা হয়,ও অব্যাবহৃত হয়ে পড়ে থাকে।
এসব গুমোর এক্সপোর্টিং কান্ট্রিরা ভালভাবেই জানে। এজন্যই নিজেদের বিপদে চাইলো আমেরিকা।
আপনার হয়তো জানা নেই দুমাস আগে চীনের করোনা দুর্যগে চীনও চেয়েছিল। তখন চীনের অবস্থা ভয়াবহ।
বাংলাদেশ চীনের আহবানে সাড়া দিতে দেরি করেনি।
২০১৫-১৬ তে বিশ্বব্যাপি ভয়াবহ ইবলা সংক্রমন হওয়াতে বিপুল পরিমান PPE চীন থেকে আমদানি করে রাখা হয়েছিল।WHO পরামর্শে। কিন্তু গত জানুয়ারি শেষে চীনে করোনা আক্রমন শুরু হলে চীন নিজেই PPE সংকটে পরে। তাদের সফটওয়ারে ধরা পরে যে বাংলাদেশের গুদামে বিপুল পরিমান PPE অব্যাবহৃত ভাবে পরে আছে।
চীন বাংলাদেশের কাছে অফিশিয়ালি আবেদন করলে বাংলাদেশ দ্রুতই সারা দেয়।
১০০ টনের বিমান বোঝাই করে পাঠিয়ে দেয়।
চীন ফিরতি বার্তায় বলেছিল বাংলাদেশের প্রয়জনে পরে যা যা লাগবে দেয়া হবে view this link
২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:৫১
খাঁজা বাবা বলেছেন: আপনি কাদের সাহেবদের যোগ্য উত্তরসূরি।
আমাদের স্টোরে এত মালামাল পরে আছে তো ডাক্তারদের সপময়মত সরবরাহ করা হয় নি কেন?
৮ জন ডাক্তার এখন কোয়ারান্টাইনে, একজন নিশ্চিতভাবে আক্রান্ত।
১২| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:২১
নায়লা যোহরা বলেছেন: লকডাউন দেশে চলুক
২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৪
খাঁজা বাবা বলেছেন: তা আর কই হল?
গতকাল আ আজ লাখ লাখ মানুষ গ্রামে চলে গেছে।
এখন গ্রামে গ্রামে ছড়াবে এই রোগ।
বেশিরভাগ মানুষ বুঝবে না, হাসপাতালে যাবে না, হিসেবেও ঊঠবে না।
১৩| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:০১
মলাসইলমুইনা বলেছেন: মন্ত্রী মহোদয়ের কথা শুনেছিলাম আরো আগেই ।
কিন্তু আমাদের এখানে ম্যান্ডেটরি স্টে হোম অর্ডার এনফোর্ড করার কারণে ও নানাবিধ ঝামেলায় ঠিকভাবে দেশের এতো হাই এচিভমেন্টের গর্বে সঠিক ভাবে গর্বিত হতে পারিনি । প্রমিজ বেঁচে থাকলে হবো নিশ্চিত । ও বাই দয়া ওয়ে, নিউজটা পড়ে আমাদের নেতৃত্ব কি পরিমান অপদার্থ সেই চিন্তাও কিন্তু আপাতত: স্থগিত রেখেছি ! আল্লাহ আপনি ভরসা । এই সব মহান নেতৃত্ব থেকে আমাদের সবাইকে আল্লাহ আপনি কোরনা কুশলে রাখুন ।
২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:০৫
খাঁজা বাবা বলেছেন: আপনি ভাল থাকুন
১৪| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:৩১
শের শায়রী বলেছেন: এই যে দেখেন আইজকা স্বাস্থ্য মন্ত্রীও বলছে একই কথা, যুক্তরাষ্ট্রও বাংলাদেশের কাছে পিপিই চেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ইশ চাদ্গাজী মুরুব্বীরে পাইতাছি না পাইলে...
২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৭
খাঁজা বাবা বলেছেন: ডিয়া দেন, সব দিয়া দেন
আমাগো লাগবে না
১৫| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১১:০৪
জুন বলেছেন: @ হাসান কালবৈশাখী চীনাদের সফটওয়্যারে বাংলাদেশের দুর্নীতিবাজদের গুদামে রাখা কোটি কোটি অবৈধ টাকা ধরা পরে না ক্যান? পরলে তো ভালোই হতো। আমাদের নিয়মিত বাহিনীকে সেগুলো উদ্ধারের জন্য এখানে সেখানে কষ্ট করে অভিযান চালাতে হতো না
২৫ শে মার্চ, ২০২০ রাত ১১:১৮
খাঁজা বাবা বলেছেন: চীনারা জানে আমাদের গুদামে কি আছে, কিন্তু আমরা জানি না।
রোগী বিনা চিকিৎসায় মারা যায়।
কি একটা অনস্থা
১৬| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১১:৩২
মা.হাসান বলেছেন: গুজব ছড়ানো ভালো না।
বি এন পি -জামাত কিছু করোনা ভাইরাস আমদানি করেছিলো। সরকারের সক্রিয় তৎপরতায় এর বিস্তার রোধ কররা গেছে। যেগুলি ভাইরাস আজ সন্ধ্যা পর্যন্ত কার্যকর ছিলো , সন্ধ্যার পর সে গুলি আত্মহত্যা করেছে।
সতর্কতা হিসেবে ভিআইপি দের এইড (বাবুর্চি, মালি, খানসামা, দারোয়ান, ক্যামেরা পারসন ইত্যাদি) দের টেস্ট করার জন্য হাজার খানেক কিট মজুদ রাখা দরকার। আই ই ডি সি আর-এর কর্মকর্তাদের জন্য শ দুই কিট দরকার । বাকি শ পাঁচেক কিট জনগনের জন্য উম্মুক্ত রাখা যায়।
দেশে ১১০০র উপর আইসিইউ বেড আছে শুনে খারাপ লাগলো। এত দিয়ে কি হবে? আমাদের দেশে শুরুতেই রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। আই সি ইউ পর্যন্ত রুগি যাবার প্রয়োজনই পড়ে না।
ইউটিউবে মন্তব্য স্টিকি করা যায়। ব্লগে যায় না। মডারেটরের প্রতি অনুরোধ ব্লগে মন্তব্য স্টিকি করার অপশন দিন। হাসান কালবৈশাখী ভাইয়ের মন্তব্যটি স্টিকি করার মতো।
২৬ শে মার্চ, ২০২০ রাত ১২:০৮
খাঁজা বাবা বলেছেন: সারা দেশ আওয়ামীলিগের নিয়ন্ত্রনে, শুধু এয়ারপোরর্ট বি এন পি চালায়।
সতর্কতা হিসেবে ভিআইপি দের এইড (বাবুর্চি, মালি, খানসামা, দারোয়ান, ক্যামেরা পারসন ইত্যাদি) দের টেস্ট করার জন্য হাজার খানেক কিট মজুদ রাখা দরকার। আই ই ডি সি আর-এর কর্মকর্তাদের জন্য শ দুই কিট দরকার । বাকি শ পাঁচেক কিট জনগনের জন্য উম্মুক্ত রাখা যায়।
১৭| ২৬ শে মার্চ, ২০২০ ভোর ৪:৩৪
সিগনেচার নসিব বলেছেন: আমরা হইতে চাই লাটসাহেব কিন্তু বাস্তবে কামলা দেয়ারও যোগ্যতা থাকে না। কমেডি বরাবরের মতই আমি খুব উপভোগ করি । চলতে থাকুক
২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪১
খাঁজা বাবা বলেছেন: কমেডির সাথে কিছু কাজ করলেও তো চলে
১৮| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে গত তিন দিন ধরে সংক্রমণের সংখ্যা ৪০ এবং মৃতের সংখ্যা ৫ অতিক্রম করতে পারে নি | করোনা আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে কমে এখন শুন্যের কোঠায় | বাংলাদেশের কাছে এমনি এক অসাধারণ মেডিকেল ইকুইপমেন্ট আছে যা দ্বারা এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে | এমন ইকুইপমেন্ট মার্কিনিরা বাংলাদেশের কাছ থেকে অবশ্যই চাইতে পারে | আপনার এত গা জ্বলে ক্যা?
২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৩
খাঁজা বাবা বলেছেন: যা হিসেব তা অন দ্যা রেকর্ড, অফ দ্যা রেকর্ড অনেকবেশি
টেষ্ট ই তো করা হচ্ছে না পর্যাপ্ত।
১৯| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫২
কূকরা বলেছেন:
২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৪
খাঁজা বাবা বলেছেন: পৃথিবী কঠিন সময় পার করছে।
নেতারা বুঝতে পারছেন না।
কেউ বিনোদন দিচ্ছেন, কেউ চাইনিজ না আমেরিকান ভাইরাস তা খুজছেন।
২০| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন:
২৬ শে মার্চ, ২০২০ দুপুর ২:১২
খাঁজা বাবা বলেছেন: নৌকা যায় নাকি আসছে?
২১| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩১
বিষাদ সময় বলেছেন: “Where ignorance is bliss, 'tis folly to be wise.”
২৬ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৬
খাঁজা বাবা বলেছেন: তো আমরা বোকা হেয়ে যাই
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: এই শ্বাসপ্রশ্বাসে পৃথিবীকে অনুভব করছি
পৃথিবী সেরে উঠছে
ধীরে ধীরে..