নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

জাতী রঞ্জিত মল্লিকার অপেক্ষায়

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৬


ছবিঃ গুগল

ভারতীয় বাংলা সিনেমায় যখন কাহীনিতে পুরাই ক্লাইমেক্স, সংসারের খন্যাস মহিলারা যখন সংসারে প্যাঁচ লাগিয়ে অশান্তি চরমে নিয়ে যায় তখনই দৃশ্যপটে রঞ্জিত মল্লিকের আগমন ঘটে। তিনি কাউকে বুঝিয়ে, ছোট ছোট গালি দিয়ে বা কাউকে মেরে সব সমস্যার সমাধান নিমিষেই করে ফেলেন।

আমাদের বাংলাদেশেও তেমনি এক রঞ্জিত মল্লিকা আছেন। তার সাঙ্গ পাংগরা যখন তাদের ভোদাই মার্কা কথা ও কাজ দিয়ে সব এলো মেলো করে ফেলেন, তখন সেই রঞ্জিত মল্লিকার আগমন ঘটে। মনে হয় তিনিই সব সমস্যার তিনিই করেন। তিনি না থাকলে দেশ আর চলবেই না। কোন ভাল কাজ দেশে তাকে ছাড়া হয় না। শেষ মেশ সব ক্রেডিট ও তিনি একাই নিয়ে নেন।

কিন্তু দেশের করোনা জনিত এত বড় দূর্দিনে এখনো তার দেখা পাওয়া যাচ্ছে না। দেশে অদক্ষতার প্যাঁচ কি এখনো পুরা লাগে নাই? নাকি তিনি এখনো কোন সমাধান খুঁজে পান নাই?

জাতী রঞ্জিত মল্লিকার সমাধানের অপেক্ষায়।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শিরনি এবং ভোগের আয়োজন করলে হয়তো ব্যস্তসমস্ত হবে।

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৭

খাঁজা বাবা বলেছেন: হয়ত।
মনে হচ্ছে শুধু ক্রেডিট নেয়াই তার কাজ, আর কিছু না।

২| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মানত ভোগের বড়ভাগ আগেভাগে দিতে হয়, নইলে অন্যভাগ কেউ পায় না।

এসব দেখে শুধু ভয় হয়।

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৮

খাঁজা বাবা বলেছেন: কঠিন কথা

৩| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৪

হাবিব ইমরান বলেছেন:

এই যে, ইন্ডিয়ান বাংলা সিনেমা যে দেখেছেন তা দেখার সুযোগ কে করে দিয়েছে? বলুন, বলুন।

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২১

খাঁজা বাবা বলেছেন: কিচ্ছু কমুনা :-&

৪| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: রঞ্জিত মল্লিক আসবে না।
তবে সচেতনা কে রঞ্জিত মল্লিক ধরে নিতে পারেন।

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪০

খাঁজা বাবা বলেছেন: শুনেছি আমাদের রঞ্জিত মল্লিকা সন্ধায় আসবেন
:)

৫| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৪

নেওয়াজ আলি বলেছেন: সরকার হয়তো মনে করে।

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৩

খাঁজা বাবা বলেছেন: X((

৬| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সাল সব দিয়েছে, দেশে গর্দভের ফার্ম খুলে গেছেন জে: জিয়া।

২৩ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

খাঁজা বাবা বলেছেন: আপনি বৃত্তটা ভেঙে বেড়িয়ে আসুন।
একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন।

৭| ২৩ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৯

ভুয়া মফিজ বলেছেন: এখানে, বৃটেনে.....সিস্টেমটাকে এরা কিভাবে উন্নত করেছে এবং সেটাকে ধরে রেখেছে সেটা যতোই দেখি, ততোই আফসোসে ভুগি। আমাদের দেশে এমনটা কেন হয় না!! কেন আমাদের নেতা-নেত্রীরা এমন? উত্তরটাও জানা, তারপরেও মানতে কেন যেন মন চায় না। :(

আমরা যারা উন্নত বিশ্বে থাকছি, তাদের সবার এমনটা হয় কিনা জানিনা। কারন কিছু দলকানা আছে, যারা এসব দেখেও দেখে না। কিংবা সবকিছু দেখে সবাই বোঝার চেষ্টাও করে না।

২৩ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

খাঁজা বাবা বলেছেন: এদের বোধের ওষুধ খাওয়ানো লাগবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.