নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

মাথা ব্যথায় মাথা কেটে ফেলে সমাধান!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১



অর্থমন্ত্রী মুস্তফা কামাল সাহেব দায়িত্ব নেয়ার সময় ঘোষনা করেছিলেন, খেলাপি ঋন তিনি কমাবেন। তিনি কথা রেখেছেন। এক বছরে তিনি খেলাপি ঋন কমিয়েছেন। কিন্তু যেভাবে কমিয়েছেন তাকে কি কথা রাখা বলে? এতে দেশের লাভ হল না ক্ষতি?

আগে যেখানে ৩ মাস ঋনের কিস্তি না দিলে খেলাপি ঋন বলা হত, সেটা পর্যায় ক্রমে ৬ মাস, ৯ মাস, এখন এক বছর করা হয়েছে। এতে করে অনেক খেলাপি ঋন এখন ভাল ঋনে পরিনত হয়েছে শুধু আইন পরিবর্তনের ফলে। বাস্তবে খেলাপি ঋন কমেনি।



আবার প্রায় ৪০ হাজার কোটি টাকা খেলাপি ঋন অবলোপন করে হিসাব থেকে বাদ দেয়া হয়েছে। মানে ঐ টাকাটা আর হিসেবে নেই। যদিও আদায় হয়নি। এভাবে তিনি খেলাপি ঋন কমিয়েছেন। ওনাকে এই ব্যপারে স্মার্ট বলতেই হবে। এ যেন মাথা ব্যথায় মাথা কেটে ফেলে সমাধান।

তবে এত কিছুর পরেও কাগজে কলমেও গত বছরের চেয়ে খেলাপি ঋন বেড়েছে ৪২০ কোটি টাকা। ১৮ সালের ডিসেম্বরে যেখানে খেলাপি ঋন ছিল ৯৩৯১১ কোটি টাকা, সেখানে ১৯ এর ডিসেম্বরে খেলাপি ঋন ৯৪৩৩১ কোটি টাকা। এই পরিমান ৪০০০০ কোটি টাকা অবলোপন করার পরেও। তো বাস্তবে খেলাপি ঋন কত বেড়েছে তা হিসেব করতে পারছেন কি?

এত কিছুর পরেও তিনি নাকি সেরা অর্থমন্ত্রী। আচ্ছা এই খেলাপি ঋন উদ্ধারে তার পদক্ষেপ কি ছিল? তার ফালাফলই বা কি? এই টাকাগুলো কারা নিয়ে গেল? তারা কি রাষ্ট্রের চেয়ে বেছি শক্তিশালী? নাকি রাষ্ট্রযন্ত্রের মধ্যের মানুষগুলো এর সাথে জড়িত?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


ক্রিকেট বোর্ড থেকে উহাকে বের করার সময়, এক ভারতীয় উনাকে 'ইডিয়ট' ডেকেছিলো; সেই ইডিয়ট এখন আমাদের ক্যাশিয়ার।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৩

খাঁজা বাবা বলেছেন: তাহার নিয়োগকর্তীর ব্যপারে আপনার অভিমত কি?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

একাল-সেকাল বলেছেন:
স্বঘোষিত বিশ্ব সেরা ব্যক্তি ইচ্ছা করলেই যে কোন ব্যংক কে দেউলিয়া ঘোষণা করে আউলিয়া বনে যেতে পারেন। আর অনুসারিরা পাবেন আকর্ষণীয় পুরস্কার ১ লক্ষ টাকা ।
নচিকেতা ঘোষের ভাসায়ঃ "অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি অর্থমন্ত্রি"

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

খাঁজা বাবা বলেছেন: মাল সাহেব রাজনৈতিক বিবেচনায় ব্যাঙের ছাতার মত ব্যাংক ও শাখা অনুমদন দিয়েছেন।
তারপর এই নব্য অজ্ঞ ব্যাংক ব্যবসায়ীরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সরিয়ে ফেলেছেন
এর পর সরকার ত্রাতা হিসেবে আবির্ভুত হয়ে কিছু ব্যাংক মার্জ করে, কিছু ব্যাংকে টাকা সাপ্লাই করে তাহা উদ্ধার করেছেন।
বলি এই যে টাকা নিয়ে এত টানা টানি, এগুলো কারো বাবার টাকা? নাকি জনগনের??
এই চোরকে যে নিয়োগ দিয়েছেন, সে কি? তার কি দায় নেই? নাকি সেও মজা লুটছেন।
শোনা যায় তিনি ও হাহার পরিবার ১০ বছরে ৬ লাখ কোটি টাকা দেশ থেকে সরিয়েছেন।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

একাল-সেকাল বলেছেন: -----ভাষায়.। :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০

খাঁজা বাবা বলেছেন: ভাষায় ভাসিয়ে দিলে কি লাভ?

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩০

নেওয়াজ আলি বলেছেন: দেশ উনারা চালায় তাই যা করে এবং বলে মেনে চলবো। কচুরিপানা খাবো। টাকার আর কি দরকার।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২২

খাঁজা বাবা বলেছেন: ওনারা কচুরিপানা খেলেই তো পারেন, ব্যাংক ব্যবস্থা থেকে হাজার হাজার কোটি টাকা সরানোর প্রয়োজন কি?
যা অবস্থা তাতে আগামীতে জনগনের কচুরিপানা খাওয়া ছাড়া উপায় নেই।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: জনগন আজ দর্শক। কিচ্ছু করার নাই। কিচ্ছু বলার নাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১

খাঁজা বাবা বলেছেন: যে জাতি অন্তত সামর্থ অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করে না, সে জাতীকে তো সবাই বাশই দেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.