নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পঃ স্বপ্ন বাসর

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০


ছবিঃ গুগল


হাসান দরজা মৃদু ঠেলে তার বাসর ঘরে ঢুকে দরজা ভিড়িয়ে দিল। হাসানের বুকের মধ্যে ঢিব ঢিব ঘন্টা বাজছে। ঘরে হালকা হলুদ ডিম লাইট জ্বালানো। বিছানায় চোখ পরতেই সে তার নববধূকে দেখতে পেল। ফুলেল বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে। ঠিক যেন রুপকথার কোন দেবী। মৃদু হলুদাভ আলোয় পুরো দৃশ্যটা হাসানের কাছে খুব অপার্থিব লাগছে। তার মাত্র কয়েক হাতের মধ্যেই তার ভালবাসার মানুষটা, তার দীর্ঘ ৫ বছরের সাধনার অমূল্য ধন, পরী তার অপেক্ষায়। হাসানের বুকের ঘন্টা আরো জোরদার হল। কেমন যেন হাত পা কাপছে। আল্লাহ তার আশা স্বপ্ন পূরন করেছেন। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে ধীরে ধীরে পরীর দিকে পা বাড়াল।

বিছানার সামনে দাড়িয়ে হাসান পরীকে ডাকল। পরী ঘোমটা তুলে ঠোটে মুচকি বাঁকা হেসে উত্তর দিল, কি!

হাসানঃ খাট থেকে নামো

পরীঃ নতুন বউয়ের খাট থেকে নামতে হয় না।

হাসানঃ তুমি আমাকে সালাম করবে না আজ? নামো।

পরীঃ এহ! আইছে! সালাআআআআম!
চুপচাপ বিছানায় উইঠা ঘুমাইয়া পরেন কাথা মুড়ি দিয়া। আর হা, রাতে হাত পা ছুড়বেন না। আমার যাতে ঘুমে ডিস্টার্ব না হয়, বুচ্ছেন?(কন্ঠে ঠোটে কপটতার ঝাজ)

হাসানঃ আহ! নামো না প্লিজ

পরীঃ কেন!

হাসানঃ বলা যাবে না, দেখাতে হবে। নামো বলছি!

পরীঃ আচ্ছা বাবা নামছি (কন্ঠে আবেগ ঝরে)।
কি এবার বলেন।

হাসান হুট করে পরীকে বুকে জড়িয়ে ধরে। এত বছরের এই দূরত্ব, পাওয়া না পাওয়ার সব জালা যন্ত্রনা যেন মুহুর্তেই উবে যায়।

পরীও হাসানের গলা জড়িয়ে ধরে, হাসানের গালে চুমু খায়।

পরীঃ হইছে, ছাড়েন এবার।

হাসানঃ না হয় নাই।

আবার কিছুক্ষন পরে
পরীঃ হইছে? ( আবেগ ধরা গলায়)
আমার পা ব্যথা হয়ে গেছে।

হাসানঃ ৫ বছর আমাকে তুমি কষ্ট দিছ, অন্তত পঞ্চাশ মিনিট তো তোমায় বুকের মধ্যে রাখতে দাও। আমার কলিজাটা ঠান্ডা হোক।

পরীঃ (গায়ে ঝাড়া দিয়ে বাধন মুক্ত হয়ে) হইছে, এখন থেকে সারা জীবন আমাকে বুকের মধ্যে রাখতে পারবেন, আপনি না চাইলেও আমি থাকব। তখন আবার বিরক্ত হবেন না যেন।
এখন চলেন বিছানায়। আপনার সাথে সারারাত আজ গল্প করব। অনেক কথা জমা আছে আপনার জন্য। (পরী বিছানায় উঠে যায়)।

হাসানঃ আরে তুমি আমাকে এখনো আপনি বলছ?

পরীঃ তুমি, তুমি, তুমি। হইছে? খুশি? এখন আস!

(নতুন গল্প শুরু)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



২৮ জন পড়েছেন, কিংবা ক্লিক করেছেন, কেহ মন্তব্য করেননি; পাঠকদের বুঝার চেষ্টা করেন।

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১০:০১

খাঁজা বাবা বলেছেন: এখনো হাত পাকেনি। :)
মতামতের জন্য ধন্যবাদ
পাঠকদের বোঝার চেষ্টা থাকবে
:)

২| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:৪১

বিজন রয় বলেছেন: লিখতে থাকেন।
থামবেন না।

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১০:০২

খাঁজা বাবা বলেছেন: লেখার চেষ্টা থাকবে
উৎসাহের জন্য ধন্যবাদ
পাশে থাকবেন আশা করছি।
:)

৩| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: পড়লাম।

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

খাঁজা বাবা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
বুঝতে পারছি আপনার ভাল লাগেনি।
:)

৪| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩

অগ্নি সারথি বলেছেন: আর কিছু হয় নাই? শ্যাস!!

০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

খাঁজা বাবা বলেছেন: বাকিটা পরে হবে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.