নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

জীবন কি এতই সস্তা?

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯



এদেশের মানুশের জীবন কি এতই সস্তা? যে কেউ জীবন মৃত্যুর পরোয়ানা ঘোষনা করতে পারে? যে কেউ বিচার করতে পারে কে ভাল আর কে খারাপ? তারপর শাস্তি দিতে পারে? আশা করতে চাই ছবিটি মিথ্যা। লিখলে অনেক কিছুই লেখা যায়। কিন্তু কিছি লিখতে ইচ্ছা করছে না। খুব খারাপ লাগছে।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

নাহিদ০৯ বলেছেন: কোন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া, অশ্লীল কথাবার্তা বলা, অবৈধভাবে স্পর্শ করা, খারাপ কথা শোনা আর কল্পণা করা ও আকাংখা। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয়। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পন্থা।

এই প্রক্রিয়া’র প্রতিটি ধাপে ফেসবুক খুবই ভালো এবং সহজ একটা মাধ্যম।

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

নাহিদ০৯ বলেছেন: ভুল করে মন্তব্য ভুল পোস্ট এ চলে গেছে। মুছে দিবেন প্লিজ

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ক্রসফায়ার মহান একটি পুণ্য, আজকাল পবিত্র জায়গা থেকে এর স্বীকৃতি দেয়া হচ্ছে।

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

খাঁজা বাবা বলেছেন: এই স্বীকৃতি যে কেউ দিতে পারে?

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

চাঁদগাজী বলেছেন:



'ক্রস ফায়ার' বেগম জিয়ার সময় মিলিটারীরা চালু করেছিলো, তখন বিএপি চালাতো মিলিটারীরা; শেখ হাসিনা উহাকে বন্ধ করেনি, সেটা চালু রাখায়,বিএনপি'র তৃণমুল ভয়ে আছে!

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

খাঁজা বাবা বলেছেন: তাই বলে একজন থানা পর্যায়ের শ্রমিক নেতা এমন ঘোষনা দিতে পারেন?

৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি মনে করেছেন, মিলিটারী রাজত্বের সমস্যা ১ দিনে চলে যাবে? আপনি তো মিলিটারী রাজত্বের সাপোর্টার!

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

খাঁজা বাবা বলেছেন: মিলিটারী রাজত্বও এমন পাতি নেতা এমন ঘোষনা দেয় নি। আপনার দল কুকর্মের মুরুদ্যান তৈরি করেছে।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

পদাতিক চৌধুরি বলেছেন: বিষয়টা অত্যন্ত অমানবিক । এভাবে ঘোষণা করে প্রশাসন নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারে না। প্রশাসনের তো একটা কাজ আছে , চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখলে তো আর চোর ডাকাত ধরা দেবে না।
কাজেই ক্রসফায়ার কোন সমাধান হতে পারে।

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

খাঁজা বাবা বলেছেন: এ ঘোষনা কোন প্রশাসনিক কর্মকর্তার নয়। একজন রাজনৈতিক কর্মীর।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

নীল আকাশ বলেছেন: বাকশালী এই ঘোষনায় অবাক হলেন নাকি? কত লোকদের গুম করে বাকি সবার ঘুম হারাম করে দিচ্ছে আর আপনি আছেন ক্রস ফায়ার নিয়ে,,,,,,,,,,,,,,,,

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

খাঁজা বাবা বলেছেন: তাই বলে একজন পাতি নেতা এভাবে প্রকাশ্যে বলবে? তাও লিখিত?

৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

সাইন বোর্ড বলেছেন: দুঃখজনক ।

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

খাঁজা বাবা বলেছেন: অবশ্যই দুঃখজনক।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমরা আসলে যেমনটা দেখছি বা ভাবছি, জীবনটা তার থেকেও সস্তা!!!

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

খাঁজা বাবা বলেছেন: উপরের কমেন্ট গুলা পড়লে দেখবেন, এটা এখন অতি স্বাভাবিক ঘটনা। কেউ এতে কিছু মনে করছে না।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এ নিয়ে আমার একটা পোস্ট ড্রাফটে রাখা আছে। পোস্ট করি....

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০১

খাঁজা বাবা বলেছেন: আপনার পোষ্টের অপেক্ষায় থাকলাম।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

হাবিব বলেছেন: চতুষ্পদ জন্তুর চেয়েও.................

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২

খাঁজা বাবা বলেছেন: :(

১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

করুণাধারা বলেছেন: বড় বিচিত্র এই দেশ, আর দেশের মানুষেরা।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২

খাঁজা বাবা বলেছেন: রাষ্ট্রীয় ভাবে মূল্যবোধের অবক্ষয় ঘটানো হচ্ছে।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: আমার কিছু বলার নাই।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

খাঁজা বাবা বলেছেন: আমাদের সকলের ই বলার আছে। আমারা ফ্রাঙ্কেস্টাইন তৈরি করছি। খুব শিঘ্রই এরা নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্ট দেবার মুড নাই।:(



পড়েনঃ
বিচার বহির্ভূত হত্যাকান্ড সংবিধান পরিপন্থী(অনুচ্ছেদঃ ৩১, ৩২, ৩৩, ৩৫) এবং আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন(ধারাঃ ৭, ৮, ৯, ১০, ১১)।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

খাঁজা বাবা বলেছেন: :| :| :| :|

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

ভীতু সিংহ বলেছেন: খুবই দুঃখজনক :( :(

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

খাঁজা বাবা বলেছেন: হম, দুঃখ জনক। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.