নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

নয়া পল্টনে বি এন পির নেতা কর্মীদের উপর পুলিশের হামলা

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪




নয়া পল্টনে নি এন পির কেন্দ্রীয় কার্যালয়ে আজ দুপুর একটার সময় বি এন পির মননয়ন ফর্ম কিনতে আসা নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। নির্বাচনের এই উৎসব মুখর মৌসুমে চাঙ্গা নেতা কর্মীরা দল বেধে মনোনয়ন ফর্ম কিনতে আসবে এটাই স্বাভাবিক। এমনটা আমরা আওয়ামীলীগ অফিসের সামনেও মনোনয়ন ফর্ম বিক্রির সময় দেখেছি। পুলিশের অভিযোগ নেতাকর্মীদের ভীরে রাস্তার স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। অত্যন্ত ভাল কথা ও যৌক্তিক কথা। এই অযুহাতে বি এন পি এর নেতা কর্মীদের উপর সরকার নিয়ন্ত্রীত পুলিশ টিয়ার শেল ও গুলি ছুড়েছে। কিন্তু যখন এই একই পরিস্থিতিতে আওমামীলীগ কার্যালয়ের সামনেও তারা কোন ব্যবস্থা না নেয় তখন পরিষ্কার বোঝা যায় নির্বাচন কতটা পরিচ্ছন্ন হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থেকেও নির্বাচন নিয়ে কতটা ভয় পাচ্ছে। তারা চাইছে না বি এন পি নির্বাচনে অংশ গ্রহন করুক। সমস্ত সরকারী ক্ষমতা হাতে থাকার পরেও তারা বি এন পি র জনপ্রিয়তায় এতটা ভিতু। প্রশাসনিক ক্ষমতা যে নিরপেক্ষ ভাবে কাজ করছে না, সূচনা লগ্নেই পুলিশের এমন আওচরন তার জলন্ত প্রমান।

সবার শুভ বুদ্ধির উদয় হোক। জনগন ভোটের অধিকার ফিরে পাক।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: সামনে নির্বাচন এরকম ঘটনা ঘটবেই। আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

খাঁজা বাবা বলেছেন: কৃষ্ণ করলে লীলা
আপনি করলে বিলা

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

ব্লু হোয়েল বলেছেন: মানবজমিন পত্রিকায় হেলমেটসহ ছবি দেখলাম ।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

খাঁজা বাবা বলেছেন: কে জানে হয়ত গাড়ি ওরাই পুরিয়েছে

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'বিএনপির চাঙা ভাবে নড়ল ইসি! ' শিরোনামে গতকাল প্রথম আলোতে একটা আর্টিকেল পড়েছিলাম। ইসি পুলিশের কাছে মিছিল মিটিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। তারপর, আজকের এই সংঘর্ষ। সুতরাং, বলা যায় এই সংঘর্ষের দায় সম্পূর্ণ ইসির।
তারা পুলিশকে তফসিল ঘোষণার পরপর চিঠি না পাঠিয়ে মধ্যখানে কেনো পাঠালো। তাদের নিরপেক্ষতাও তো প্রশ্নবিদ্ধ!

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলীগের মনোনয়ন ফর্ম বিক্রি শেষে বি এন পি অফিসের সামনে জনতার ঢল দেখে নির্বাচন কমিশনের টনক নড়েছে।
এর অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। হয়ত উপ নির্বাচনে এরাই আওয়ামীলীগের এমপি হবেন।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: B-))

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

খাঁজা বাবা বলেছেন: X(

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করে মিলিটারী বিএনপি দল গঠন করেছিলো, উহা জাতির জন্য দুষ্ট ক্ষত, ইহার নিরাময়ের প্রয়োজন আছে।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

খাঁজা বাবা বলেছেন: আপনি আবারো মিথ্যা বলছেন।
ওনাদের আওয়ামীলীগ নেতারা হত্যা করেছেন।
তারাই এর প্রথম সুবিধাভোগী ছিলেন।
যাদের দিয়ে হত্যা করিয়েছিলেন এরা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন।
ভুলে গেলে বই খুলে দেখেন।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

আলআমিন১২৩ বলেছেন: চাদগাজী র মন্তব্য গায়ে না লাগানোই ভাল।এগুলু একপেশে ও অধিকাংশই অর্থহীন।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

খাঁজা বাবা বলেছেন: চাঁদ গাজী ভাই মাঝে মাঝে খুব ভাল কথা লেখেন
মাঝে মাঝে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন।
উনি সিনিয়র মানুষ অনেকে ওনার মিথ্যা বিশ্বাস করেন।
আশা করছি চাদ্গাজী ভাই আরো দায়িত্বশীল লেখা লিখবেন।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গাড়ি যে পুড়িয়েছে, ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হোক। X(

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

খাঁজা বাবা বলেছেন: গাড়ি যারাই পুরিয়েছে, ব্যপারটা ঠিক হয়নি।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

হাবিব বলেছেন: এইটা উচিত হয়নি................

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলীগের মনোনয়ন বিক্রি শেষে নির্বাচন কমিশন ও পুলিশের হুশ হয়েছে, আগে মনে ছিল না।
এই আওয়ামী নির্বাচন কমিশন ও পুলিশ দ্বারা ভাল নির্বাচন আশা করা যায় না।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬

ঢাবিয়ান বলেছেন: পুলিশের চাইতেও বেশী সক্রিয় এখন হেলমেটলীগ। পুলিশ যেটা সরাসরি করতে পারে না, হেলমেটলীগদের দিয়ে সেটা করানো হচ্ছে।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

খাঁজা বাবা বলেছেন: পুলিশ প্রটেকশানে এরা কুকর্ম করে বেড়ায়।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০

নীল আকাশ বলেছেন: প্রথমেই আমি জানতে চাই, এই ঘটনাতে কি আপনি অবাক হয়েছেন? হলে বলব, আপনি রাজনীতির কুটচাল এখনও কিছুই বুঝেন নি। এগুলি হচ্ছে ডেকে নিয়ে এসে পশ্চাৎদেশে লাথি মেরে তাড়িয়ে দেয়া। এটা তো কেবল শুরু.....সামনের দিনগুলিতে দেখবেন আরো কি কি করে...অবাক হবার জন্য অনেক অনেক সুযোগ পাবেন....বি এন পি কে ভালো ভাবে নির্বাচনে অংশগ্রহন ঠিক মতো করতে দিবে কিনা সেটা খুব শিগ্রই সময়ই বলে দেবে ;)

চাদগাজীর কথায় কিছু মনে করবে না....আলআমিন১২৩ বলেছেন: চাদগাজী র মন্তব্য গায়ে না লাগানোই ভাল।এগুলু একপেশে ও অধিকাংশই অর্থহীন - তবে আমি বলব নির্লজ্জ আর বেহায়া কথা বার্তা.....এই একটা বিষয় ছাড়া তাকে আর কোন বিষয় নিয়ে লিখতে দেখিনা.......সম্ভবত অন্য কিছু লেখার যোগ্যতাও নেই। তার ব্লগে যেয়ে লাস্ট ২০টা পোষ্ট দেখে আসুন। এর কথায় মন্তব্য করে আপনি ৩ টা ভুল করছেন: ১) ক্যালরি নস্ট করছেন, ২) অহেতুক সময় নষ্ট করছেন, ৩) আংগুল গুলি ব্যাথা করছেন, তার চেয়ে বরং বাসায় কার্টুন নেটওর্য়াকে টম & জেরী বা মি: বিন দেখুন, সেটাও ভালো।

ধন্যবাদ সময়পোযুগি একটা সাহসী লেখা দেবার জন্য।
আপনার জন্য শুভ কামনা রইল!

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২

খাঁজা বাবা বলেছেন: এ ঘটনায় আমি একদম ই অবাক হইনি। তবে ভাল কিছু অবশ্যই আশা করি। এ দেশ আমার। আমি এ দেশের সন্তান। কারো কাছে আমার দেশ ও দেশের স্বাধীনতা বিক্রি করিনি। বা এ দেশ ছেড়ে পালিয়ে অন্য কোন দেশে শান্তির জীবন কাতাবো আর দেশের দিকে তাকিয়ে বলব ছিঃ। এমনটা ও না। আমি এ দেশ কে ভালবাসি।

"এর কথায় মন্তব্য করে আপনি ৩টা ভুল করেছেন"
সহমত, তবে এরা মানুষকে ভুল তত্য দিয়ে বিভ্রান্ত করে।
অনেকে না জেনেই এদের বানী বিশ্বাস করেন।
আমাদের প্রতিবাদ করা উচিৎ, সত্যের পক্ষে।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

রানার ব্লগ বলেছেন: দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বানাইছে বাবা কলবের ভেতর

আপনার লেখা আর প্রতিউত্তর শুনে আমার একটা কথাই মনে পরছে কলা যদি খেতে হয়ে মনে মনে তাইলে টনে টনে কেন খাবেন না। সারা জীবন বিএনপি ও তার প্রতিষ্টাতা ঘোলা পানিতে মাছ মারল, এখন আপনি স্বচ্ছ পানি চাইলে লোকে হাসবে।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

খাঁজা বাবা বলেছেন: ৭২ থেকে নদীতে অনেক জল প্রবাহিত হয়েছে।
খুজে দেখেন কখন কখন জল ঘোলা ছিল, কারা ঘোলা করেছে, কারা সুবিধা ভোগী ছিলেন।
আমার লেখা পড়ে মন্তব্য করার হন্য ধন্যবাদ। :)

১২| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

রানার ব্লগ বলেছেন: জল ঘোলা করার মুল আসামি জিয়াউর রহমান, আর সেই যে জল ঘোলা হল এর পর সবাইকেই গাধা না হয়েও ঘোলা জল খেতে হচ্ছে।

নাম শুনুন সুবিধাভুগিদের

১। জিয়াউর রহমান
২। রাজাকার আলবদর আলশামস।
৩। বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি বৃন্দ
৪। তাহের ঠাকুর
৫। এরশাদ
৬। রওশান এরশাদ
৭। খালেদা জিয়া
৮। তারেক রহমান
৯। আরাফাত রহমান
১০। শেখ হাসিনা
এবং এদের সাঙ্গোপাঙ্গ

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

খাঁজা বাবা বলেছেন: বঙ্গ বন্ধু নিজেও অনেক জল ঘোলা কেরেছেন।
তার মৃত্যুর পরে প্রথম সুবিধাভোগী ছিলেন মোস্তাক ও তার মন্ত্রীসভা।
আজকের অনেক মহারথী সেই মন্ত্রীসভায় ছিলেন, সংসদে সদশ্য ছিলেন।
কেউ কোন প্রতিবাদ করেন নি, মধু খেয়েছেন।
যারা বঙ্গ বন্ধুর বিরোধিতা করে পার্লামেন্ট ত্যাগ করেছিলেন তাদের অনেক কে আজ রাজাকার বলা হয়।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

নূর আলম হিরণ বলেছেন:

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

খাঁজা বাবা বলেছেন: আপনি তাদের পিটাবেন, গুলি ছুড়বেন, পার্টি অফিসের সামনে দাড়াতে দেবেন না, তারা কি আপনাদের চুমু খাবে?
কাদের সাহেবের ডায়লগ দিলাম। ;)

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রানার ব্লগ বলেছেন: আরে বাহ হিরণ সাহেব প্রমান আনতেই আপনার ভোল পালটে গেল ??? বেশ বেশ , ঘোলা জলের গুন দেখি বেশ কাজে দিচ্ছে।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

খাঁজা বাবা বলেছেন: আগের ভোল এখনো আছে
আমি কখনো লিখিনি আপনাকে কেউ আঘাত করলে আপনার মার খেতে হবে,
প্রতিবাদ করা অপরাধ নয়। :)

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

রানার ব্লগ বলেছেন: অবশ্যই প্রতীবাদের অধিকার সবার আছে , প্রতিবাদের ভাষা যদি এমন হয় যে গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বলা আমি করি নাই অন্যকেউ করেছে, এটা ভাই কেমন প্রতিবাদ। প্রতিবাদ করবেন আবার সাহস করে বলতে পারবেন না। প্রতিবাদের ভাষা লক্ষন ধরন শিখিয়ে দিয়েছে স্কুলের ছাত্ররা আশা করি আমরা সবাই সেই ভাষা কে ব্যাবহার করবো। আশ করি তাল গাছটা আমার এই যেদ ধরে থাকবেন না।

১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

খাঁজা বাবা বলেছেন: উন্মাদের বুলেটের প্রতিবাদ গোলাপে হয় কখনো?
আপনার বরং বলা উচিত শান্তিপূর্ন ফর্ম কেনার অনুষ্টানে পুলিশ কেন হামলা করল?
জবাব আছে আপনার?
নির্বাচন কমিশন কেন ফর্ম কেনায় শোডাউন ভিরোধী প্রজ্ঞাপন আওয়ামীলীগের ফর্ম বিক্রির পরে দিল?
থ্যাঙ্ক ইউ ক্যাম্পেইন নির্বাচন মৌসুমে কেন সরকারী টাকায়?
কমিশন সহ বিভিন্ন সরকারী গুরুত্ব পূর্ন কর্মকর্তা কেন মি এম ডাব্লিউ নির্বাচনের আগের মূহুর্তে পায়?
জবাব দেবেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.