নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

বিলিওনিয়ার হওয়ার সর্টকাট পদ্ধতি

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮



এ পৃথিবীতে অনেক মানুষ বিলিওনিয়ার হয়েছেন। আমিও অতি শিঘ্র বিলিওনিয়ার হতে চাই। আর এজন্য একটা শর্টকাট সিষ্টেম ও বের করে ফেলেছি। খুব সহজ, খুব অল্প সময়ে বিলিওনিয়ার হওয়ার পদ্ধতি। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন।
বিলিওনিয়ার হতে হলে নিচের ধাপ গুলি অনুসরন করতে হবেঃ

১) প্রথমেই একটা রাজনৈতিক দলে (দেশে দল এখন একটাই) ঢাক ঢোল পিটিয়ে যোগদান করতে হবে।
২) বেশ কিছু মিছিল মিটিং এ বিরিয়ানী খাওয়ার লোভ দেখিয়ে লোক জন এনে উপরের নজরে পরতে হবে।
৩) ভোট যেহেতু সামনে তাই নিজের নামে ভোট চেয়ে পোষ্টার লাগাতে হবে এবং ফেসবুকে কোন কাজ ভাইরাল করতে হবে।
৪) উপর মহলের বড় কোন নেতাকে বিশাল সংবর্ধনা দিয়ে তার গ্রুপে ঢূকতে হবে।
৫) কিছু টাকা খরচ করে নমিনেশান নেয়া লাগবে। যেহেতু ইলেকশান হবে না তো আর খরচ নাই।
৬) সংসদে যাওয়ার পর জ্বালাময়ী বক্তৃতা দিয়ে এলাকার উন্ন্যয়নের জন্য বড় বরাদ্দ নিতে হবে। বরাদ্দের ২০% সার্ভিস চার্জ হিসেবে রাখতে হবে (বেশি পারলে আরো ভাল)।
৭) এক বছরের মধ্যে মোটামুটি ২০০ কোটি টাকা রোজগার হয়ে যাবে। যেটা পরের ধাপের মুলধন।
৮) এর পর একটা পাওয়ার প্লান্টের লাইসেন্স নিতে হবে।

ব্যস আর কিছু লাগবে না। সবাইকে তাদের ভাগের ভাগ দিয়েও পরবর্তী ৪ বছরে বিলিওনিয়ার হওয়ার হিসেব পাক্কা। মত্র তিন মাসের বিনিয়োগে তিন মাস পর থেকে লাভ আসা শুরু করবে।
কেউ চেষ্টা করবেন নাকি?

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

ফেনা বলেছেন: হা হা হা হা ... মজা পাইলাম। বেশ বলেছেন।

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

খাঁজা বাবা বলেছেন: মজা নেন, কিন্তু ভাল উপায়, চাইলে চেষ্টা করতে পারেন :P

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

ফেনা বলেছেন: ভাই আমার এত লোভ নাই। আল্লাহ যা দিছে আর পরিবার পরিজন নিয়ে খুশি আছি। আমি এই খুশিটা হারাতে চাই না।

ভাল থাকবেন।

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

খাঁজা বাবা বলেছেন: হ্যাঁ, টাকা বেশির ভাগ সময়ই সুখের পরিবর্তে দুঃখ আনে।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

আকিব হাসান জাভেদ বলেছেন: হুম , খুব সহজে টাকা ওয়ালা হওয়া যায় । আপনি চেষ্টা করেন । আমরা আপনার পাশে আছি । আজকাল চেলাদের ইনকাম ও কম না ।

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

খাঁজা বাবা বলেছেন: পাশে থাকবেন B-)

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

নজসু বলেছেন: যা বলেছেন ভাই।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

খাঁজা বাবা বলেছেন: ;) B-)

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হুম আসলেই তাই। এখনকার সময়ের রাজনীতিবিদরা তো তাই করছে। জনগণের উন্নয়নের কথাতো দূরেই থাক, দু'হাতে টাকা বানানোর ধান্দা খুজছে তারা। :(

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১২

খাঁজা বাবা বলেছেন: সবচেয়ে লাভজনক ব্যবসা :(

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মানুষ মারার ধান্ধা!
হা হা হা হা :) :) :)

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

খাঁজা বাবা বলেছেন: ওটা সাইড ইফেক্ট। :-B

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

হাবিব বলেছেন: আপনি চেষ্টা করেন । আমরা আপনার পাশে আছি ।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

খাঁজা বাবা বলেছেন: চেষ্টা করব, পাশে থাকবেন। :)

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

জ্ঞান পাগল বলেছেন: বয়স কম তাই চেষ্টা করতে পারছি না।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

খাঁজা বাবা বলেছেন: ১৮ হলেই চেষ্টা করতে পারেন :)

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: এত সহজ !!!!

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

খাঁজা বাবা বলেছেন: নমিনেশান নেয়া পর্যন্ত যা ঝামেলা।
তারপর সব পানির মত। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.