নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
জীবনের একটা নির্দিষ্ট সময়ে এসে মানুষ অর্থ উপার্জনের দিকে মনযোগ দেয়। জীবনের জরুরি প্রয়োজন গুলি মেটানোর জন্য অর্থের দরকার। এই প্রয়োজন মেটানোর পর ভোগ বিলাশ ও শখ, ইচ্ছা আকাঙ্খা মেটানোর জন্য ও অর্থের দরকার। আমরা কেউ কেউ একান্ত প্রয়োজন গুলিও মেটানোর মত অর্থ উপার্জন করতে পারি না আবার এক দল পরিশ্রমী ও বুদ্ধিমান মানুষ প্রয়োজনের চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন করে। এই পথে অনেকে অসৎ উপায়ও অবলম্বন করে। যাই হোক সেটা আমার চিন্তার বিষয় নয়। আমার চিন্তা বিষয় হচ্ছে বাংলাদেশের একজন মানূষের জীবনে এমন কি কি প্রয়োজন, ইচ্ছা আকাঙ্ক্ষা বা শখ থাকতে পারে যা অর্থের মাধ্যমে পূরন করা যায়, সে আকাঙ্ক্ষা গুলি কি কি এবং তাতে কি পরিমান অর্থ লাগতে পারে?
আমার মনে হয় বাংলাদেশের একজন মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা গুলি এরুপ হতে পারেঃ-
১) ধানমন্ডিতে একটা ডুপ্লেক্স বাড়ি- ১৫ কোটি
২) কক্সবাজারে সাগর পার ঘেঁষা একটা বাড়ি- ৫ কোটি
৩) গাজিপুরে বাগান বাড়ি- ৩০ কোটি
৪) মালয়শিয়ায় সেকেন্ড হোম- ২ কোটি
৫) ইউরোপের সিটিজেন সিপ- ১০ কোটি
৬) দুবাইতে একটা ফ্ল্যাট ১০ কোটি
৭) সুইজারল্যন্ডে একটা বাড়ি- ৫ কোটি
৮) ফ্লোরিডাতে একটা বাড়ি- ৫ কোটি
৯) একটা প্রাইভেট ইয়ট- ২০ কোটি
১০) ১০ টি দামি গাড়ি- ৫০ কোটি
১১) একটা প্রাইভেট জেট- ৮০ কোটি
১২) ইউরোপে একটা প্রাইভেট আইল্যান্ড- ১০০ কোটি
১৩ ) একবার মহাকাশ ভ্রমন- ৫০০ কোটি
এর বাইরে কি আর কোন শখ মানূষের থাকতে পারে?
এত সব মিলিয়ে দরকার ৮৩২ কোটি টাকা, এর বাইরেও ধরলাম আরো ১০০ কোটি টাকা বিভিন্ন কারনে দরকার। আর ১০০ কোটী দরকার এই সম্পদ ব্যবস্থাপনায়। সব মিলিয়ে ১০৩২ কোটি। এর বাইরে কি মানুষের আর কোন চাহিদা থাকতে পারে?
এবার আমার প্রশ্ন হচ্ছে যারা হাজার হাজার কোটি টাকা উপার্জন করছে তাও আবার অবৈধ উপায়ে, তারা তা কেন করছে? এত টাকা তারা কিভাবে ভোগ করবে জুয়া খেলে খরচ করা ছাড়া? আমার মনে হয় যারা হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে তারা এভাবে টাকা খরচ করে না। তবে এই উপার্জনের পেছনে উদ্দেশ্য কি? শুধুই মানুষিক শান্তি? নাকি এটা একটা রোগ?
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০
খাঁজা বাবা বলেছেন: এসকল মানুষ শুধু কেবল সংখ্যার পেছনে ছোটে। সেদিন কোন একটা অনলাইন পত্রিকায় পড়লাম গাজিপুরের কোন এক এস পি সাড়ে চার হাজার কোটি টাকার মালিক। টাকার উৎস শিল্প কারখানা থেকে পতিতালয় পর্যন্ত। সাড়ে চার হাজার কোটি টাকা লুট করার পর ও তার টাকার নেশা শেষ হয় নি। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে। এক জীবন তো অনেক দূর, দুই জীবনেও এত টাকা ভোগ করা সম্ভব নয়। আল্লাহ এদের পাপ ও লোভ মুক্ত করে জনগনের সেবা করার তৌফিক দিক।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২
নীল আকাশ বলেছেন: এদের দিলে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। মৃত্যু ছাড়া এরা কখনো পাপ ও লোভ ছাড়বে না.......।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১
খাঁজা বাবা বলেছেন: রাষ্ট্র স্বীকৃত একজন সম্মানিত কর্মকর্তা কিভাবে পতিতালয় থেকে উপার্জিত টাকা তার স্ত্রী-সন্তানের খাবার পোষাকের পেছনে ব্যয় করতে পারে? আর তাদের স্ত্রীরাও বা কিভাবে এটা মেনে নেয়? একজন পতিতার দালাল ও তার মধ্যে পার্থক্য কি? একজন পতিতা হয়ত বাধ্য হয়ে বা পেটের দায়ে এ কাজে নামে, কিন্তু এসব কর্মকর্তার কিসের অভাব? এরা টাকার লোভে নিজেদের কতটা নিচে নিয়ে গেছেন ভাবতে অবাক লাগে।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মানুষের সব স্বপ্ন/ইচ্ছা/চাওয়া এ জনমে পুরণ হইবার নয়।
আমার ইচ্ছে.....
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
খাঁজা বাবা বলেছেন: তা ঠিক, সব ইচ্ছা পূরন হবার নয়, আমি শুধু বের করতে চেয়ে ছিলাম টাকার বিনিময়ে কি কি ইচ্ছা পূরন করা যায়।
তা ভাই আপনার ইচ্ছা টা কি? সুন্দরী প্রেমিকা?
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কয়েকটা প্রেমিকা, টাকা-পয়সা গাড়ী, বাড়ি, ক্ষমতা। ট্রেনচালক থেকে প্রধানমন্ত্রী, সব, সব চাই।
এক এক করে যদি এসব ট্রাই করা যেত!!!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
খাঁজা বাবা বলেছেন: টাকা থাকলে এগুলো সব হবে, তেমন জটিল কোন ইচ্ছা না। সরকারী চাকরী করলে ঘুষ খাওয়া শুরু করেন, না করলে রাজনীতি শুরু করেন। সব হবে। শুভ কামনা।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
হাবিব বলেছেন: তবুও টাকায় চাই। যতো পাই ততো চাই। কিছু কিছু সময় মনে হয় আমরা টাকার কাছেই অসহায়।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
খাঁজা বাবা বলেছেন: টাকার পেছনে ছোটা একটা মানুষিক ব্যধিতে পরিনত হয়েছে।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
বর্তামন বিশ্বে, সব জাতি ভালোভাবে বাঁচার মতো সম্পদ সকল জাতির কাছে আছে
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
খাঁজা বাবা বলেছেন: জী, পর্যাপ্ত সম্পদ থাকার পরেও সুষম বন্টনের অভাবে একদল মানুষ অতি দারিদ্রে পতিত হয়েছে।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়ে বুকের মধ্যে হাহাকার করছে !!!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
খাঁজা বাবা বলেছেন: মানুষ একটা নেশার ঘোরে এগিয়ে যায়, কিন্তু এর পেছনে যে হাজারো মানুষের শুখ স্বপ্ন বিলীন হয়ে যায় তা কেউ লক্ষ্য করে না।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭
করুণাধারা বলেছেন: আমিও সবসময় এটা ভাবি, মানুষের কত বেশি লাগে! আপনি শেষের মহাকাশ ভ্রমণের খরচটা বাদ দিতে পারেন, কারণ মহাকাশ ভ্রমণের সখ এইসব অর্থগৃধ্নুদের কখনোই হবে না।
লেখার সাথে সাথে ছবিগুলোও ভালো হয়েছে; লাইক দিলাম। আমি যদি ভবিষ্যতে কখনো এই নিয়ে লিখি, আপনার এই পোষ্টের লিংক কি আমার পোস্টে দিতে পারব?
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
খাঁজা বাবা বলেছেন: লেখাটা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
আপনি অবশ্যই এই পোষ্টের লিঙ্ক শেয়ার করতে পারেন।
৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এগুলো দেখলে মাথা আগুন হয়ে যায়। টাকাই মাঝেমাঝে সব হয়ে যায় অনেকের।
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
খাঁজা বাবা বলেছেন: টাকায় সুখ নাইরে মানুষ, আসল সুখ মনে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
নীল আকাশ বলেছেন: শেষ পর্যন্ত তো লাগবে ৩-১/২ হাত জায়গা। এত কিছু দিয়ে কি হবে? কিছুই তো নিয়ে যেতে পারবে না শুধু বদনাম ছাড়া.....
আলেকজান্ডার মৃত্যুর সময় কি উইস করে গিয়েছিলেন জানেন তো? ওর শব দেহ যখন নিয়ে যাচ্ছিল.............
দারুন লিখেছেন.....। এদের চাহিদা কখনোই শেষ হবে না........
শুভ কামনা রইল!