নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

আমাদের স্যাটেলাইট, অতি আনন্দ

১৩ ই মে, ২০১৮ দুপুর ২:৫৩

আকাশে স্যাটেলাইট পাঠাইছি। খুবই ভাল কথা। আমাদের আগে আরো ৫৬ টা দেশ আকাশে স্যাটেলাইট পাঠাইছে। এইটা নতুন কিছু না। শুনেছি আফগানিস্তানের ও নাকি আকাশে স্যাটেলাইট আছে। পকেটে টাকা থাকলেই স্যাটেলাইট পাঠানো যায়।
ব্যাপার হইছে এইটা নিয়া যত হইচই আমরা করছি ব্যাপার টা এত বড় না। আমরা স্যাটেলাইট বানানো এবং উতক্ষেপনের প্রযুক্তি এখনো আয়ত্ব করি নাই। আমাদের অই দিকে মনযোগ দেয়া উচিত। এখনো হাতে গোনা কিছু দেশ এই প্রযুক্তির মালিক। আগামি ৫-১০ বছরে যদি আমরা ঐ প্রযুক্তি আয়ত্ব করতে পারি তবে ওইটা নিয়া লাফালাফি করা যুক্তি সংগত। কিন্তু নিজেদের রকেট পাঠানোর প্রযুক্তি অর্জন করতে যদি আমরা আরো ৪০ বছর পার করি তখন ওইটা নিয়া ও গর্ব করার কিছু থাকবে না। ততদিনে হয়ত ১১২ টা দেশ ওই প্রযুক্তি অর্জন করবে।

তাছাড়া আপনি বলবেন যেটা পাঠাইছি তা দিয়া আমাদের আয় হবে, কতটুকু হবে তাতে আমার সন্দেহ আছে। স্যাটেলাইট অলরেডি রহমান সাহেব বগলদাবা করেছেন। জয় বাবার ও শেয়ার আছে কিনা কে জানে।

আপনাদের অতি উৎসাহে এই ফাকে বড় দাদার সাথে কি কি যেন চুক্তি কতে ফেলেছি, সঠিক জানি না।

আমাদের উৎসাহ উদ্দিপনা বড় কোন অর্জনে খরচ করার জন্য রাখা উচিত।

ব্যাপারটা হয়ে গেছে যে ক্লাসে ফার্ষ্ট হয় সে মিষ্টি খাওয়ায় না, যে লাষ্ট নাম্বার হয়ে শুধু পাশ করে, সে মেজবান খাওয়ায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:১৬

কাইকর বলেছেন: ভাল বলেছেন ভাই।ধন্যবাদ আপনাকে

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৩১

খাঁজা বাবা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.