নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বদলে যায় দিন
বদলে যায় রাত
সময়টাও পালটে যায়
হঠাৎ হঠাৎ
বদলে গেছে গলির মুখে
চায়ের দোকানটা
ফাকা যায়গায় তর তর করে
উঠে গেল লম্বা দালানটাও
দেখতে দেখতে পালটে যাচ্ছে
রাস্তার ধারের চেনা পরিবেশ
কিছুতেই আজ আর
হচ্ছে না মননিবেশ
ওপারের কাশবন টা
আজ আর নেই
স্বচ্ছ জলের বিলটাও
হারিয়েছে কবেই
রেল লাইনের ধারে
বিকেলের খোলা বাতাস আর পাইনা
তাই ওদিকটায়
এখন আর যাইনা
সব কিছুই বদলে যায়
হয়ত বদলায় মানুষগুলোও
স্মীৃতি গুলো তবু
সজীব আছে আজো
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬
খাঁজা বাবা বলেছেন: আগামির জন্য শুধু গল্প রয়ে যাবে
২| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯
অনিক_আহমেদ বলেছেন: ছন্দে ছন্দে বদলে যাচ্ছে সব....
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭
খাঁজা বাবা বলেছেন: হা ভাই
৩| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শরিকা লাহু, লাহুল মুলকু অ- লাহুল হামদ অ হুয়া আনা কুল্লে শাইন কাদির।
২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
খাঁজা বাবা বলেছেন: মাথার উপর দিয়া গেল
ঘটনা ধরতে পারলাম না
৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪
খাঁজা বাবা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব দ্রুত বদলাচ্ছে, বিশ্বের সবাই প্রয়োজনের চেয়ে বেশী ভোগ করছে, পৃথিবীকে নিস্প্রাণ করে দিচ্ছে, আগামীদিনের মানুষের জন্য কিছু থাকছে না