নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বছর তো কতই এল
শেষে চলেও গেল
আবার আসবে
চলে যাবে তার নিয়মে
১৬ ও এসেছিল
আবার যাচ্ছে
সময় যে হয়ে গেছে
৩৬৬ দিন শেষে
কিন্তু -
ঘড়ির কাটা ১ বার ঘুরলেই
যায় কি সব ফুরিয়ে?
সব কি যায় চলে?
যা দিয়েছে দিনে, রাতে?
চলে যাচ্ছে, যাবেই তো
দিয়েও যাচ্ছে অনেক
কিছু শিখিয়েছে অমুল্য
এঁকেছে কত ছবি, শব্দের মাল্য
যা দিয়েছ তুমি,
আমি কৃতজ্ঞ
থাক না কিছু আমার হয়ে
যা দিয়েছ দুহাত ভরে
যেটুকু বাকি নিয়ে এস
রাত পোহালে আসবে যেদিন
সোনা মাখা রোদে ফুটবে যে সকাল
২০১৭ তোমায় স্বাগতম
তোমার জন্য নয়, আমার জন্য
আমি যে স্বার্থপর
২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
খাঁজা বাবা বলেছেন: হ্যাঁ
গুছিয়ে লেখার চেষ্টা থাকবে
২| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩
সনেট কবি বলেছেন: বেশ
০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬
খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: অগোছালো কবিতা।