নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বেড়েছে ওয়াসা বিলের রেট

২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৫



বিগত বছর গুলিতে কখন কখন বিদ্যুৎ বা ওয়াসা বিল বেড়েছে তা সব সময় জানা যায়নি। শুধু মাত্র গ্যাসের বিল যখন বেড়েছে তখন সাধারণ পাবলিক টের পেয়েছে। বিদ্যুৎ আর ওয়াসায় টের পাওয়া যায়নি। আগে কোনো ঘোষণা হয়নি, হাতে বিলের কাগজ আসার পরে টের পাওয়া গেছে। আর ঢাকায় ডেসকোর প্রিপেইড মিটার যারা ব্যবহার করছেন তারাতো পুরাই অন্ধকারে আছেন রেটের বিষয়ে। তবে ওয়াসার রেট জলের মতোই পরিষ্কার দেখা যায় তাদের বিলের কপিতে।

এবার আবার কোনো রকম ঘোষণা ছাড়াই জুলাই মাসে ওয়াসার রেট বাড়ানো হয়েছে। করার কিছু আপাততো নেই, মুখ বুজে বিল দিয়ে যেতে হচ্ছে। আমার একটি মিটারে কমার্শিয়াল বিল দিতে হয় কনস্ট্রাকশনের কারণে। সেটির অবস্থা ভয়াবহ।


বিগত বছরগুলিতে ওয়াসা বিল বাড়ানোর সময় ও পরিমান নিচে দেয়া হলো -

২০২০ সালের জানুয়ারি মাসে ওয়াসা ইউনিট প্রতি রেট ছিলো ১১.৫৭ টাকা।
২০২০ সালের এপ্রিল মাসের বিলে এই রেট হয়ে যায় ১৪.৪৬ টাকা।
২০২১ সালের জুলাই মাসে ইউনিট প্রতি রেট হয় ১৫.১৮ টাকা।
২০২৪ সালের জুলাই মাসে আবারে বেড়ে বর্তমান রেট ১৬.৭০ টাকা।

আর কমার্শিয়াল রেট করা হয়েছে ৪২.০০ টাকা থেকে বাড়িয়ে ৪৬.২০ টাকা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১২

জুল ভার্ন বলেছেন: প্রত্যক্ষ ভাবে জনগনের পকেট কেটে ফতুর করেছে, অন্যদিকে সিস্টেম লস নাম দিয়ে লক্ষ কোটি টাকা চুরি করেছে- স্বৈরাচার সরকারের দোসররা।

২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখনতো আর স্বৈরাচার সরকার নেই, তাহলে কেনো এই অত্যাচার?

২| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩২

কিরকুট বলেছেন: কেন ?

২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:

- কি?

৩| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৬

জুল ভার্ন বলেছেন: চলমান সরকার এই দাম বাড়ায়নি।

২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাও ঠিক।

৪| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৪

কিরকুট বলেছেন: স্বাধীন ২পয়েন্ট ০ দেশে সকল কিছুর দাম কমে যাবার কথা । বাড়লো কেনো ?


জুল ভার্ন বলেছেন: চলমান সরকার এই দাম বাড়ায়নি।

আরে বাহ, সমাধান তো দিয়েই দিলেন , যদিও তা স্বয়ংক্রিয় সমাধান ।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পরিস্থিতিতে বুঝা যাচ্ছে এখন সব কিছুর বড়বে। এবং তা এই সরকারের কারণে নয় বরং আগে সকারের কর্মের ফসল হিসেবেই। দেখার বিষয় হচ্ছে এই দুষ্টচক্র থেকে বের হতে কতটা সময় নেয়।

৫| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রত্যক্ষ ভাবে জনগনের পকেট কেটে ফতুর করেছে, অন্যদিকে সিস্টেম লস নাম দিয়ে লক্ষ কোটি টাকা চুরি করেছে- স্বৈরাচার সরকারের দোসররা। জুল ভার্ন এর সংগে সহমত।

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশা করা যায় ্‌আগামিতে পরিস্থির পরিবর্তণ হবে।

৬| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বর্তমান সরকারের উচিৎ হবে জনবান্ধব ভাবে দাম যৌক্তিক করা।

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গ্যাস, বিদ্যুৎ ও পানির দামের রিভিউ হওয়া উচিত।

৭| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৩

কামাল১৮ বলেছেন: দেশ চালাতে অনেক টাকা লাগে আর সেই টাকা জনগনকেই দিতে হয়।অনেক কিছুর দাম বাড়বে।কেবল জীবনের দাম কমবে।

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আদায়কৃত অর্থ চুরি ও পাচা না হলে এগুলির দাম বরং কমবে।

৮| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:২৮

নাহল তরকারি বলেছেন: ভাই। কেমন আছেন?

৩১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আর্থিক সংকটে আছি, তাই ৬ তলার কাজ শেষ করতে পারি নাই। ফলে প্রতি মাসে ব্যাংকের কিস্তিতে ৫০-৬০ হাজার টাকা করে ডিউ থাকছে। তাতে করে রাতে একটু ঘুম কম হচ্ছে। দিনের ১১ টা পর্যন্তু ঘুমিয়ে তা পুষিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.