নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক স্ট্যাটাস

০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭




ফেসবুকে নানান জনের নানান স্ট্যাটাস দেখছি, কিছু বুঝছি কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কেউ সত্য বলছে, কেউ স্বপ্ন দেখছে, কেউ কষ্ট পাচ্ছে, কেউ রাগ দেখাচ্ছে, কেউ ভালবাসা দেখাচ্ছে, সেউ ভরসা দিচ্ছে, কেউ ভয় দেখাচ্ছে। গতকাল ইউটিউবে দেখলাম আমাদের বিনোদন জগতের কেউ কেউ পথে নেমেছেন। দেখে মনে হচ্ছে তারা কেউ কেউ নাটকে নেমেছে। তবুওতো নেমেছে, আমার মতো ঘরে বসে নাটক অন্ততো দেখছে না।

ফেসবুকে শেয়ার করা কয়েকজনের খুব সাধারন কয়েকটি স্ট্যাটাস এখানে শেয়ার করছি। তবে কারো নাম উল্লেখ করছি না।


১। সব দোষ সাদেক এগ্রোর ১৫ লাখ টাকার ছাগলের। ঘটনা শুরু ঐখান থেকেই, ছাগলটা আসার পর দেশের মধ্যে অশান্তি লেগে আছে।


২। তোমরা বন্ধু রাসেল ভাইপার কে চিনলা না! আজ যদি রাসেল ভাইপার ইসূ নিয়ে পরে থাকতা তবে এই দিন দেখা লাগতো না।


৩। আজ ৩৩ শে জুলাই যতদিন পর্যন্ত আমার ভাই বোনের তাজা প্রাণের বিচার না হবে ততদিন পর্যন্ত এই জুলাই শেষ হবে না।


৪। আপনার চেয়ে যখন আপনার ছায়া বড় হয়ে যাবে তখন বুঝবেন সূর্য অস্ত যাচ্ছে!


৫। মিষ্টির দোকানীরা সুযোগের অপেক্ষায় আছে। চান্স পেলেই দাম বাড়িয়ে দেবে। বাড়ালে বাড়াক, আমরা বেশি দামেই না হয় কিনব। ৩৪ জুলাই, ২০২৪


৬। হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম।
এখন যে ছাত্ররা আন্দোলন করছে, এরাই নিরাপদ সড়ক আন্দোলন করেছিল। ৬ বছর আগে এরাই স্কুল-কলেজে পড়ত।


৭। রবীন্দ্র সরোবরে কেউ যাবেন না। সবাই শহীদ মিনারে আসবেন। এখন গানের সময় না, এখন স্লোগানের সময়।।


৮। ছাত্ররা এত বোকা না! আপনার পাতা ফাঁদে ইনশাআল্লাহ পা দিবেনা!


৯। ছাত্রলীগের ছেলেটাকে বুঝান, তোর নেতা কাল বিদেশে পালিয়ে যাবে। তুই কোথায় যাবি?


১০। আমি একজন রেমিট্যান্স যোদ্ধা, আমাকে আমার ছেলের লাশ উপহার দিছে এই দেশ।


১১। ইয়া পরওয়ারদিগার! সন্তান হারা প্রতিটি মায়ের আহাজারি যেন তোমার আরশের আজীম পর্যন্ত পৌঁছে যায়। তুমি একমাত্র ন্যায় বিচারক।


১২। ছাত্রদের আন্দোলনে যোগ দিতে পারে ৩০০ এর বেশি অবসরপ্রাপ্ত সেনা অফিসার।


১৩। একটা বই ছিলো, যা গর্ভমেন্ট থেকে নিষিদ্ধ। এটার পিডিএফ অনলাইনে পাবেন। হাতে সময় থাকলে পড়ে ফেলতে পারেন। অনেকে বলে বইটা অতিরঞ্জিত কিন্তু আপনি পড়বার সময় বর্তমান পরিস্থিতির সাথে অনেক কিছুর মিল খুজে পাবেন।


১৪। শুনতে, লিখতে, বলতে মানা কি আজব স্বাধীনতা।


১৫। মানুষকে সঠিকটা বোঝানোর চেয়ে ভুল বোঝানো সহজ।


১৬। খারাপ পরিস্থিতি পরিবর্তনের জন্য উপযুক্ত মূল্য দেওয়াটা যুক্তিসঙ্গত কিন্তু পরিবর্তনের ফলাফল যদি আরও খারাপ, সেটা অনুমেয় হয়, তাহলে?


১৭। পদত্যগ / রদবদল / চাকরিচ্যুত... অপেক্ষায় থাকুন। তবে যারা আওয়ামী লীগ সরকার পতনের স্বপ্নে বিভোর ছিলেন, বৃষ্টির এই সময়; ঘুমিয়ে পড়ুন। শেখ হাসিনাতেই আস্থা রাখুন।



এতো কিছুর মাঝেও ফেসবুকে কিছু কিছু স্ট্যাটাস পড়ে মনে মনে ভাবি "এদের এখনো এমন স্টেটাস দেয়ার রুজি হয়!" যেমন শেষের ২-৩টি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: ৩৩শে জুলাই ৩৪শে জুলাই কি আশ্চর্য্য শব্দগুলো। মন খারাপ করা। :( শিরোনামের ছবিগুলির মতন ছবির আর্টিস্ট বা শিরোনামের শ্লোগানগুলো দেখে অবাক হয়ে ভাবি। এত কষ্ট এত দুঃখগুলোর মাঝেও মানুষের ক্রিয়েটিভিটি দেখে অবাক হয়ে যাই।

আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো
এখনো গল্প লেখ গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে

০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সাধারণ একটা কথা কখনো কখনো অসাধারণ হয়ে উঠে। পানি লাগবে? পানি?

২| ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৯

সাহাদাত উদরাজী বলেছেন: আমি এই মাত্র ৯ দফা দাবী গুলো পড়লাম, প্রতিটা দাবী যোক্তিক। সরকার প্রধান এই দাবী গুলো নিশ্চয় পড়েছেন। তার রিয়েকশন কেমন ছিলো বা হতে পারে, জানার ইচ্ছা!

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সবকয়টি যৌক্তিক দাবি। তবে কয়েকটিই সরকার মুখে মুখে মেনে নিয়েরও কখনোই সেগুলি বাস্তবায়ন করবে না। তবে এসব দাবির উপরে প্রথম একটা দাবি রাখা দরকার-
বিনাশর্তে এই মুহুর্তে সকল গ্রেফতারকৃতা ছাত্র-ছাত্রীদের মুক্ত করতে হবে।

৩| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১০

জুল ভার্ন বলেছেন: এমনটা হওয়ার কথাই ছিল। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। ভাবনারও কিছু নেই। কথায় বলে, ‘আল্লাহর মাইর দুনিয়ার বাইর।’ পাপের বোঝা যখন ভারী হয় তখন নেমে আসে গজব। সে গজবে সবকিছু এলোমেলো হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.