নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধুম করে সামনে এসে পড়ায় সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া জাতীর উদ্দেশ্যে ভাষণটি শুনলাম। খুবই ছোট এবং চমৎকার গুছানো বক্তব্য। (!!)
উনার বক্তব্যে উনি যা বলেছেন তা হচ্ছে -
১। সাধারণ ছাত্রদের আন্দলনে সরকার কোনো সমস্যা তৈরি করে নি, বরং পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছিলো।
২। বিশেষ মহল ছাত্রদের ছদ্মবেশে আন্দলনের নামে বিশৃঙ্খলা তৈরি করেছে।
৩। তাদের আক্রমণে অনেক ছাত্র নিহত হয়েছে এবং অনেকের হাত পায়ের রগ কেটে দেয়া হয়েছে।
৪। প্রধানমন্ত্রী নিহত ছাত্রদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন এবং তাদের পরিবারের আর্থিক দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন।
৫। এইসব ঘটনার জন্য যারা দায়ি তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।
৬। অভিভাবক এবং শিক্ষকদের বলেছেন তাঁরা যেনো তাদের সন্তান এবং ছাত্রদের প্রতি বিশেষ নজর রাখেন।
৭। কোটার বিষয়টি সর্বচ্চো আদালতে আছে, নির্দিষ্ট তারিখে তার রায় জানানো হবে। ততোদিন পর্যন্ত ধর্য্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
অনেকে বলছেন ছোট এবং চমৎকার গুছানো বক্তব্যের আড়ালে ভিন্ন অর্থ লুকিয়ে আছে। যেমন-
১। সরকার আর পুলিশ সব সময় নজর রাখছিলো কিভাবে আন্দলনটি ভন্ডুল করা যায়।
২। বিশেষ মহল বলতে উনি বিএনপি, ছাত্রদল, জামাত, শিবিরকে বুঝিয়েছেন। আসলে সাধারণ ছাত্রদের সাথে এদের কোনো যোগাযোগ ছিলো না।
৩। উনি যে সকল ছাত্রদের জন্য মায়াকান্না করলেন তারা আসলে ছাত্র না, বরং ছাত্রলীগের সদস্য। রাগ কাটার কথা বলে জামাত-শিবিরকে আন্দলনের সাথে জড়াতে চেয়েছেন।
৪। ছাত্রলীগের যারা মারা গেছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করবেন বলে ঘোষনা দিয়েছেন।
৫। ছাত্রদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দিয়েছেন।
৬। অভিভাবকদের বুঝিয়ে দিলেন ঘরের ছেলে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। ছাত্রদের পাশে দাঁড়ানো শিক্ষকদের বললেন মানে মানে সরে পরতে।
৭। আদালতের রায় কিভাবে কার্যকর করা হয় সেটা দেশবাসী আগেও দেখেছে।
সব মিলিয়ে উনি তার বক্তব্যে ছাত্রলীগকে আশ্বস্ত করেছেন- কাজ চালিয়ে যাও আমি আছি তোমাদের জন্য।
এবার বলেন প্রধানমন্ত্রীর জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণ শুনে আপনি কি বুঝেছেন?
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জাতীগত ভাবেই আমরা বোকা। কোনটা আমার আর কোনটাতে আমার অধীকার নাই সেইটাই আমরা জানি না।
২| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১২:৪৮
কামাল১৮ বলেছেন: আপনার বক্তব্যগুলো গ্রহন করতে পারলাম না,এই জন্য দুঃখিত।
এখন দেশে কোন কোটাই নাই।আদালতের রায়ের পরে কোটার বিন্যাস হবে।সেটা মনোপোত না হলে আন্দোলন হতে পারে।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই পোস্টে আমার কোনো বক্তব্য নাই। প্রথম ৭টি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। শেষের ৭টি ফেসবুকে বিভিন্ন ব্যক্তির মন্তব্য। আমার বক্তব্য শুধু উপরের একটি লাইনের অংশবিশেষ - "খুবই ছোট এবং চমৎকার গুছানো বক্তব্য"।
৩| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১২:৫২
অধীতি বলেছেন: ধন্যবাদ ভাই। এই আইরনি যদি তারা ধরতে পারে তাহলে স্লোগানেরটাও ধরতে পারবে।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিতো কিছুই ধরতে পারি না।
৪| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১:১২
আমি নই বলেছেন: বড় ভয়ে আছি পরবর্তিতে ছাত্রদের কথা ভেবে। সবই একসময় শান্ত হয়ে যাবে কিন্তু ছাত্র-ছাত্রীদের উপর নির্যাতনের মাত্রা কয়েকগুন বেড়ে যাবে।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সাধারণ ছাত্রদের সবচেয়ে বড় ভয়ের যায়গাটা তৈরি হয়ে গেছে।
৫| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ২:৩৮
নতুন বলেছেন: উনি বুঝতে পারছেন যে সমস্যা অনেক বড় হয়েছে। নাকি অভিনয় করলেন সেটা ঐ রুমে যারা ছিলো তারা বলতে পারবে। কিন্তু দেখে মনে হয়েছে উনি ঘাবড়ে গেছেন কিছুটা।
আপনি সাথে এক মত। উনি সাধারন ছাত্রদের বাবা মায়েদের বলেছেন বাচ্চাদের দুরে রাখতে, ছাত্রলীগের কর্মীদের জন্য তিনি সব ব্যবস্থা করবেন।
উনি ছাদ থেকে ফেলে দেবার ভিডিও দেখেছেন কিন্তু পুলিশের পয়েন্ট ব্লাক গুলি করে হত্যার ভিডিও দেখেন নাই।
উনার অবসরের সময় এসেছে, এটা তার বোঝা দরকার।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই পোস্টে আমার কোনো বক্তব্য নাই। প্রথম ৭টি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। শেষের ৭টি ফেসবুকে বিভিন্ন ব্যক্তির মন্তব্য। আমার বক্তব্য শুধু উপরের একটি লাইনের অংশবিশেষ - "খুবই ছোট এবং চমৎকার গুছানো বক্তব্য"।
- আরো অনেক কিছুই দেখার কথা ছিলো, দেখলেন কই উনি?
৬| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ২:৪২
ইফতেখার ভূইয়া বলেছেন: ভাষণ হবে জানতাম কিন্তু শোনার তেমন কোন ইচ্ছে ছিলো না এই যা।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমারও ইচ্ছে ছিলো না। আমরা কয়েকজন মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম। ঠিক তখন ডিস চেনেল টিপতে টিপতে সামনে এসে যায়, তাই দেখা হয়।
৭| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৮:০২
ঢাবিয়ান বলেছেন: উনি যা বুঝানোর তা খুব পরিষ্কার করেই বুঝিয়ে দিয়েছেন।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেকেই সেই সব পরিষ্কার বুঝেছেন।
৮| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৮:০৫
শ্রাবণধারা বলেছেন: প্রথম কথাটাই তো উনি মিথ্যা বললেন যে, সাধারণ ছাত্রদের আন্দোলনে সরকার সমস্যা করেনি, পুলিশ নিরাপত্তা দিচ্ছিলো।
পুলিশ খুব কাছে থেকে একটি নিরস্ত্র ছেলেকে গুলি করে মারার পরও এই কথা তার মুখ দিয়ে বের হয়েছে। বিষয়টি গভীর হতাশাব্যজ্ঞক।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পুলিশ নিরাপত্তা দিচ্ছিলো বিষয়টি উনি বলেছেন আন্দলনের প্রথম দিকের কথা হিসেবে। সেই সময় ছাত্ররা রাষ্ট্রপতির কাছে কিছু একটা আবেদন করতে চাইলে সরকার সেই ব্যবস্থা করে দিয়েছিলো বলেছেন। পরের গোলাগুলির কথা উনি কিছু বলেন নাই এটা সত্য।
৯| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি ওনার অবস্থান থেকে একটুও নড়েননি।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এইটা সঠিক বলেছেন।
১০| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৫১
ধুলো মেঘ বলেছেন: কয় মন গাঁজা খেলে এরকম একটা ভাষন গ্যাঁজানো যায়?
এই মহিলা কি মানসিকভাবে সুস্থ? কিভাবে উনি বলতে পারলেন যে পুলিশ আন্দোলনকারীদের নিরাপত্তা দিয়েছে? লাঠি দিয়ে পিটিয়ে নারী শিক্ষার্থীদের হাত ভেঙ্গে দেবার সময় এইসব হারামীদের নিরাপত্তা কোথায় ছিল?
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- উনি লিখিতো বক্তব্য পাঠ করেছেন। যারা বক্তব্যটি লিখে দিয়েছে তাদের প্রতি কোনো মন্তব্য কি আপনার আছে?
১১| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৩
দি এমপেরর বলেছেন: আমি আশায় ছিলাম যে উনি হয়ত পরিস্থিতিটা কিছুটা হলেও অনুধাবন করে একটু নমনীয় হবেন, কিন্তু হতাশ হয়েছি।
১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আগামি ২-৩ দিনের মধ্যে অনেক কিছু বুঝা যাবে।
১২| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২৩
ইমরান৯২ বলেছেন: যতই ভাষণ দেখ না কেন , শেষে আসল সন্ত্রাসী কাজ তার পালা কুত্তারাই করবে। মারামারি, পিটাপিটি, গুলি এগুলা করার জমু কিছু কুত্তা তো আছের তাদের ।
১৩| ১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭
রানার ব্লগ বলেছেন: এখন এই মূহুর্তে আপনার কি মনে হচ্ছে ?
আন্দলনে শুধুই কি সাধারন ছাত্র ছিলো নাকি দল শিবিরের উস্কানি ছিলো ?
যদিও এই আন্দোলনে লীগ তাদের অসভ্য ও অমার্জিত নির্মম আচরন প্রকাশ করে কলুষিত করেছিলো যার ফলাফলা স্বয়ং প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে বেচেছে । ওনাকে কেউ একটূ সুবুদ্ধি দিক ।
আমি হাজার জনতার মৃত্যুতে শোক প্রকাশ ও জেনসাইডের বিচার চাই । এর সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেক কে কেপিটাল সাজা দেবার অনুরোধ জানাচ্ছি ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: নতুন প্রজন্মকে উনি বোকা ভাবছেন।