নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আশ্রম : প্রকল্প কোরবানী - ২০২৩

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৪


খুবই ছোট্ট প্ররিসরে একটি জিনিস চালু করা চেষ্টা করছি আমরা কয়েকজনে।
আমাদের প্রায় সকল বন্ধুই ঈদুল আযহাতে গরু কোরবানী দেই। আমাদে দুই বন্ধু আছে যারা ভাগে কোরবানী দেয়। তো আমরা চিন্তা করলাম ভাগে কোরবানী না দিয়ে যদি একটি গাড়ল কোরবানী দেয় তাহলে একটি পশুতেই একটি পরিবারের কোরবানীর হক আদায় হয়ে যায়। সেই চিন্তা থেকেই মূলত প্রকল্প কোরবানী - ২০২৩ এর প্রস্তাবনা এসেছে।

চিন্তা ভাবনা ও যাচাই বাছাই এবং হিসাব নিকাশ শেষে দেখা গেলো, ৫ জন এই মুহুর্তে জনপ্রতি ১৫,০০০/= (পনের হাজার) টাকা করে দিলে আগামী ২০২৩ সালের কোরবানীতে জনপ্রতি একটি করে বেশ বড় আকারের গাড়ল কোরবানীর জন্য পাওয়া যাবে। যার প্রতিটির মূল্য তখন বাজার দর অনুযায়ী কমবেশী ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা করে হবে।

তবে সমস্যা হচ্ছে আমাদের এই প্রস্তাবে আশ্রমের ৫ জন সদস্যের মধ্যে ২ জন থাকতে চাইলো না। তবে আশ্রমের সদস্য নয় এমন দুজন বন্ধু আবার এই প্রকল্পে থাকতে আগ্রহী। এবং তাদের এই প্রকল্পেযুক্ত করতে আমাদের কারই কোনো আপত্তি নেই। ফলে যেই ভাবা সেই কাজ। দিন কয়েক আগে আমাদের ৩ জন চুয়াডাঙ্গা গিয়ে নির্দিষ্ট খামারে হাজির হয়ে গাড়ল পছন্দ করে আলাদা করে রেখে, দরদাম ঠিক করে কিছু টাকা অগ্রীম দিয়ে এসেছিল। বাড়ির কাজ করানো কারণে আমি যেতে পারি নাই। আজ সকালে বাকি টাকা ব্যাংকে পাঠিয়ে দেয়ার পরে আজ বিকেলে ট্রাকে করে সেই চুয়াডাঙ্গা থেকে আলাদা করে রাখা গাড়ল গুলি আশ্রমের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে।
কোরবানীর জন্য ৫টি বড় পাঠা গাড়ল।
আশ্রমে পালার জন্য ৩টি গাভীন গাড়ল।
আশ্রমে পালার জন্য ৩টি ছোট পাঠা গাড়ল।
আশ্রমে পালার জন্য ৪টি গাভীন ছাগী।
অর্থাৎ ১১টি গাড়ল ও ৪টি ছাগী, মোট ১৫টি প্রাণী আজ রাত ১২টার পরেই আশ্রমে পৌছে যাবে ইনশাআল্লাহ। সবগুলির দাম পড়েছে সর্বমোট ১,৬৫,৭৫০/= টাকা। এর সাথে ট্রাক ভাড়া যোগ হবে ১৪,০০০/= টাকা।





















আগামী কোরবানীর আগ পর্যন্ত গাড়ল ও ছাগী গুলির লালন-পালন, চিকিৎসা, ‌ঔষধ, খাবার ইত্যাদি সকল খরচ ও দায়িত্ব বহন করবে আশ্রম।

আগামী ২০২৩ সালের কোরবানীতে ১৫,০০০ টাকা প্রদানকারীরা ৫ জন ১টি করে বড় গাড়ল পাবেন। যার আনুমানিক বাজার মূল্য হবে ২৫,০০০/= টাকার বেশী। তখন প্রাণীগুলির দাম নির্ধারণ করে প্রফিটের একটি অংশ আশ্রমে ফান্ডে জমা দেয়া হবে।

অন্যদিকে আশ্রমের ৩ জন সদস্য অন্য গাড়ল ও ছাগী গুলির জন্য অর্থ জোগান দিবেন এবং সেগুলির মালিকানাও তাদেরই থাকবে।

আশ্রমের এই সবুজ ঘাস ওদের অপেক্ষায় আছে।


ছবি : প্রথম ও শেষ ছবিটি ছাড়া অন্য ছবিগুলি তুলেছে বন্ধু হারুন

=================================================================
আশ্রমের কথা :
আশ্রম নিয়ে সামুতে প্রথম পোস্ট : প্রায় কাল্পনিক একটি রাতের চিত্র
বৃষ্টি বিলাস
গল্প কিন্তু গল্প না
বর্ষার জলে অবগাহন চিত্র
শীত বিলাস ২০২২
এবার আগাম জোয়ার এসেছে!!
আশ্রমের পুকুরে দ্বিতীয় দফায় মাছ ধরা হলো
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে....
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... (ছবি ব্লগ)
আশ্রম বিলাস
আশ্রমে গিয়ে বিপাকে
আশ্রমে দিন-রাত্রি
আশ্রমে আগামীকাল মিলন মেলা
আশ্রমের মিলন মেলায় প্রায় শতভাগ তৃপ্তি
[link||]
সিত্রাং ও পিপিআর আক্রান্ত আশ্রম
আশ্রম ভ্রমন ও একটি ভৌতিক অভিজ্ঞতা - অপু তানভীর
=================================================================

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৮

গেঁয়ো ভূত বলেছেন: ভালো উদ্যোগ।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ।

২| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২১

জুল ভার্ন বলেছেন: চমৎকার উদ্যোগ ❤️

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

ব্লগার কেউ আছে?

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না, ব্লগার কেউ নেই।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:



আপনি ছবিতে ঘাসের যতটুকু জমি দেখায়েছেন, উহা ২/১ টি প্রাণীর জন্য ঠিক আছে; ফার্মের বাহিরে জমিতে যদি ভেঁড়া/ছাগল চরানোর ব্যবস্হা না'থাকে তা'হলে খাবার খরচ অনেক বেড়ে যাবে।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাদের ঘাসের জমি যেটুকু আছে তা মোটামুটি ৬ মাস ব্যবহার যোগ্য। সেগুলি ছাড়াও আরো কিছু ঊঁচু জমি আছে কাছাকাছি। সেগুলিও ব্যবহার করা যাবে বর্ষার সময়। ঘাস ছাড়াও ওদের কিছু দানাদার খাবার দিতে হয়। সব মিলিয়ে দেখা যাক কতটুকু কি করা যায়। খাবারের খরচ কিছুটা বাড়বেই।
ধন্যবাদ আপনাকে।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২০

নেওয়াজ আলি বলেছেন: সফল হোন দোয়া রহিল। গাড়ল হলো ভেড়া।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।
- গাড়ল ঠিক ভেড়া নয়। আলাদা একটি জাত। ওদের লেজের দিকে তাকালে তফতটা ধরতে পারবেন। এদের দাম ভেড়া নয় বরং খাসীর চেয়েও বেশী।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২১

নীলসাধু বলেছেন: ওহ ভেরি গুড ইনিশিয়েটিভ।
গ্রেট

বিস্তারিত পড়ে আসবো তো। আগের পোষ্ট গুলো পড়া নেই আমার।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে। নিমন্ত্রণ রইলো।

৭| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
আপনাকে বোকা মানুষ মনে করতাম। কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার ধারনা ভুল। আমি বুদ্ধিমান নই, আমি বোকা মানুষ।

৮| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:০৬

নূর আলম হিরণ বলেছেন: ভালো উদ্যেগ। তবে লালন পালন খরচ মিলিয়ে মনে হচ্ছে প্রতিটিতে ১৭-১৮ হাজারের মধ্যে থাকবে।

২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কোরবানির জন্য যেগুলি কিনেছি সেগুলির
এভারেজ দাম পরেছে ১২,০০০ টাকা।
আনার খরচ প্রতিটিতে ১,০০০ টাকা।
খাবার খরচ দৈনিক ২৫ টাকা হিসেবে ৬ মাসে ৪,৫০০ টাকা।
চিকিৎসা ও অন্যান্য খরচ ৫০০ টাকা।
কোরবানি পর্যন্ত প্রতিটির পিছনে গড় মোট খরচ - ১৮,০০০ টাকা, কম-বেশী।
আপনার হিসাব সঠিক।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৬

কামাল১৮ বলেছেন: হজ্বে যাবার জন্য আরেকটা প্রকল্প হাতে নিতে পারেন।যেটাতে সমস্ত পাপ মোচনের ঘোষনা আছে।
গাঁড়ল কি ভাগে কুরবানী দেয়া যায়।

২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হজ্জ্ব করলেই সমস্ত পাপ মোচনের ঘোষনা কোথায় আছে?
- কারো পাপ বা পাপ মোচন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
- গাড়ল ভাগে কোরবানী দেয়া যায় না। একজন ব্যক্তি বা একটি পরিবারের পক্ষথেকে একটি গাড়ল কোরবানী দেয়া যায়।

১০| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:০৭

শেরজা তপন বলেছেন: বাঃ চমৎকার

২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ।

১১| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর উদ্যোগ সফল হোক।

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।

১২| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- আপনার ধারনা ভুল। আমি বুদ্ধিমান নই, আমি বোকা মানুষ।

আমার বেশির ভাগ ধারনাই ভুল হয়। কিন্তু একদিন সব ধারনা সঠিক হবে। আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে আমার ভালোই লাগে।

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অপেক্ষা করতে আমার ভালো লাগে না। তবে আমার ধৈর্যক্ষমতা কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশী।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২৫

রানার ব্লগ বলেছেন: ছোট্ট একটা গাড়লের খামার গোড়ে তুলুন !!!

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তেমনটাই হচ্ছে, ধন্যবাদ আপনাকে।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
গাড়ল টা কি প্রানী?
সরি ভাই, এই নাম এই প্রথম শুনলাম। জ্ঞ্যানের স্বল্পতা থাকলে যা হয়।

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গাড়লকে ভেড়ার একটি বিশেষ আঞ্চলিক জাত বলতে পারেন। যেগুলি ভেড়ার চেয়ে আকাড়ে বেশ বড় হয়। পোস্টে গাড়লের ছবি দেয়া আছে।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৯

ওসেল মাহমুদ বলেছেন: কোরবাণীর গরু পালনে আগ্রহ নেই ! তাহলে বাজার মূল্যের চেয়ে কমদামে পাওয়া যেত !

২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আছে, আগ্রহ আছে কোরবানীর জন্য গরু পালনের। অন্ততো নিজেদের জন্য কয়েকটি গরু পালন করা যায় সেই উদ্দেশ্যে গরুর জন্য গোয়াল তৈরির প্রায় সমস্ত উপকরণ আশ্রমে নেয়ে হয়েছে। শিঘ্রই কাজ শুরু হবে। আশা করছি ২০২৪ এর কোরবানীর গরু হয়তো আশ্রমেই পালন করতে পারবো ইনশাআল্লাহ।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এগিয়ে যান।
তবে আমরা এপারে ভেড়া বলি এদেরকে।আগে কি কখনও এর মাংস খেয়েছেন? আমি সিমলায় গিয়ে প্রথম ভেড়ার মাংস খেয়েছিলাম। ভালো লাগেনি।তবে সে যাইহোক আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।

২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।
- এটি ভেড়ার একটি বিশেষ জাত। আলাদা ভাবে একে গাড়ল বলা হচ্ছে।
- ভেড়ার মাংস আমি খেয়েছি। সুস্বাদু ছিলো। রান্ন করণো স্বাদের হেরফের হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.