নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোল্ডেন স্লাম্বার (Golden Slumber) ২০১৮ সালে মুক্তি পাওয়া একটি কোরিয়ান অ্যাকশন থ্রিলার মুভি। মুভিতে দেখা যায় একজন সহজ-সরল পরোপকারী ভালোমানুষ কুরিয়ার ডেলিভারিম্যান কিম গুন-উ কে তারই এক পুরনো বন্ধু চক্রান্ত করে একটি বোমা হামলায় জড়িয়ে দেয়। সেই বোমা হামলায় একজন রাষ্ট্রপতি পদ প্রার্থীকে নিহত হয়। এই কাজের পরে তার বন্ধুর মন পরিবর্তণ হয় এবং সে ফিরে এসে কিম গুন-উ কে চক্রান্তের কথা জানিয়ে দেয়। সে জানায় যে এই চক্রান্ত থেকে বাঁচতে হলে কাউকেই বিশ্বাস করা যাবে না। একটি ভিজিটিং কার্ড দিয়ে বলে, একমাত্র মিস্টার মিন তাকে উদ্ধার করতে পারবে।
কিম গুন-উ সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তার বন্ধু আর মিস্টার মিন দুজনেই একটি সরকারী গোপন এজেন্সির হয়ে কাজ করে। সেই এজেন্সিই রাষ্ট্রপতি পদ প্রার্থীকে বোমা হামলায় হত্যঅ করে, পরিকল্পনা করে কিম গুন-উ কে ফাঁসিয়েছে। প্লাস্টিক সার্জারি করিয়ে অন্য একজন লোককে হুবহু কিম গুন-উএর মতো রূপ দিয়েছে। তাকে ব্যবহার করে নানান যায়গায় সিসি ক্যামেরায় নানান ফুটেজ তৈরি করেছে। সেগুলি থেকে সহজেই প্রমাণ করা যায় যে কিম গুন-উ এই বোমা হামলা করেছে। ক্যামেরার ফুটেজ, সাক্ষীর সাক্ষ্য এবং আঙুলের ছাপ সহ সমস্ত প্রমাণ কিম গুন-উকেই দোষী প্রমাণ করে।
প্রাক্তন সিক্রেট এজেন্ট মিস্টার মিন প্রথমে কিম গুন-উ এর সাথে বেইমানী করতে চাইলেও পরে কিম গুন-উ এর সরলাতা আর পরোপকারী স্বভাবের কারণে তার মন পরিবর্তণ হয় এবং সে নানান পরিকল্পনা করে শেষ পর্যন্ত কিম গুন-উ কে বাঁচিয়ে নেয়।
=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩
আমার দেখা হলিউড মুভি - ০৪
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপাহিরো মুভি
Batman মুভি সিরিজ
স্পাইডার ম্যান মুভি সিরিজ
সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি Predators
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি The Predator
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"
The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
২০২০ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
২০১৯ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
২০১৮ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি (প্রথম ভাগ)
=================================================================
০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
- আমি ছাত্রাবস্থায় সিনেমা খুব বেশী দেখেছি বলা যাবে না। আবার একেবারে দেখিনি তাও বলা যাবে না। ইস্টার মুভি, এইচবিও তে মুভি দেখতাম। বাংলা সিনেমা খুবই কম দেখেছি। হিন্দি সিনেমা দেখা হয়। আসলে পড়াশুনা শেষে প্রচুর অলস সময় ছিলো আমার।
- আপনার জন্যও শুভকামনা রইলো, ভালো থাকুন সবসময়।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
কোরিয়ান মুভি ভবিষ্যৎ'ও অস্কার পাবে।
০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পেতেই পারে।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: কোরিয়ান মুভি, বা টিভি সিরিজের ভক্ত আমি।
এই মুভিটার নাম টুকে রাখলাম।
১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- খুব বেশি কোরিয়ান মুভি আমি দেখিনি। ভাষার কারণেই দেখিনি। সাবটাইটেলে মুভি দেখে আমার ঠিক পোষায় না। হিন্দি বা ইংরেজি ডাব পেলে তবেই দেখা চলে।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১
আরজু পনি বলেছেন: বাহ্ সিনেমাপোস্ট দেখে খুব ভালো লাগলো। গতপরশু কিংসম্যান কিছুটা দেখে ধৈর্য হারিয়েছি।
১৪ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি বেশ কয়েক মাস আগে দেখেছি।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪২
নীলসাধু বলেছেন: আমি অনেক সিনেমা না দেখলেও একটা সময়ে দেখেছি বেশ ভালোই। এর পর যেটা হল, একতা বয়সে গিয়ে এই সিনেমা দেখার অভ্যাসটা চলে গেলো। আমার আশেপাশে অনেক প্রিয় মুখ অনেকে মিডিয়ার সাথে যুক্ত। কেউ পরিচালক। কেউ অভিনেতা অভিনেত্রী আবার পর্দার পেছনের মানূষ তাই তাদের সাথে রিলেটেড সিনেমাগুলো দেখি কিন্তু নিজে শখ করে আর সিনেমা দেখা হয় না। কিন্তু সিনেমার পোষ্ট পড়তে ভাল লাগে। এর কারণ বোধহয় কৈশোর তারুণ্যের সময়টায় সিনেমার দেখেছিলাম সেটাই।
ভালো থাকুন। শুভেচ্ছা রইলো।