নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দূরে কোথায় – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৭

বইয়ের নাম : দূরে কোথায়
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ১৯৮৭
প্রকাশক : মাওলা ব্রাদার্স
পৃষ্ঠা সংখ্যা : ১৭২ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
ওসমান সাহেব একজন নামকরা উপন্যাসিক। তাঁর একটি ছেলে আছে, নাম তাঁর টগর। স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না বলে বর্তমানে তারা দুজন আলাদা থাকছেন। টগর থাকছে তাঁর মায়ের সাথে আর ওসমান সাহেব নিজবাড়িতে। যদিও ওসমান সাহেব একজন নাম করা উপন্যাসিক, অনেকগুলি ভালো বই তাঁর ছাপা হয়েছে তবুও ইদানিং তিনি কিছু লিখতে পারছেন না।

খুবই সামান্য একটা ব্যাপারে ওসমান সাহেবের স্ত্রী রানু তাঁকে ছেড়ে চলে গেছে। রানুর ধারনা হয়েছে মনিকা নামের একটি মেয়ের সাথে ওসমান সাহেবের সম্পর্ক আছে, আসলে তা ঠিক না। তাছাড়া রানু মনে করে ওসমান সাহেব একজন আবেগ বর্জিত মানুষ। স্বামীকে ছেড়ে রানু তার ছেলেকে নিয়ে প্রথমে তাঁর এক খালার বাসায় উঠে। তাঁর সাথে ছিলো ছোটবোন অপলা। অপলা ডাক্তারি পড়ছে, টগরের সাথে অপলার খুব ভাব আর দুলাভাইকেও অপলা খুব পছন্দ করে। সেই পছন্দ ধীরে ধীরে ভাল লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসার রূপ পায়। রানু সেটা বুঝতে পারেন।

এরমধ্যে বছর কয়েক কেটে যায়। ওসমান সাহেবের বাবা মারা যায়। তাঁর একমাত্র ছোট বোন মিলির মাথায় গন্ডগল দেখাদেয়। ধীরে ধীরে তাঁর বোনটি পাগল হয়ে যায়। তিনি তার বোনকে নিয়ে কয়েকদিন গ্রামের বাড়িতে রাখতে চান কিন্তু তাঁর বোনের স্বামী রজি হয় না। মিলিকে তার স্বামী চিকিৎসার জন্য ভারতে নিয়ে যায়। সেখানে মিলি একগাদা ঘুমের টেবলেট খেয়ে মারা যায়।

এদিকে সেই সময় ওসমান সাহেব শহর ছেড়ে দিয়ে তাঁর গ্রামের বাড়িতে গিয়ে ওঠেন। অলস সময় কাটাতে থাকেন সেখানে। দেখতে দেখতে অনেকগুলি দিন কাটিয়ে দেন তিনি গ্রামে। তখন একদিন অপলা টগরকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। দুদিন থেকেই অপলর চলে যাবার কথা থাকলেও সে এক সাপ্তাহ থেকে যায়। এরমধ্যে রানু দুবার টেলিগ্রাম পাঠিয়েছে ফিরে যাওয়ার জন্য। ঠিক তখনই রানু মিলির মৃত্যু সংবাদ পায়। মিলির স্বামী রানুকে লেখা মিলির শেষ চিঠি পৌছে দেয়। রানু সেই চিঠি পড়ে পরদিনই ওসমান সাহেবের গ্রামের বাড়িতে যান। আর সেদিনই ওসমান সাহেব কয়েকবছর পরে আবার লিখতে বসেন।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার এমন পোস্ট আমার অনেক উপকার করে দস্যু ভাই । কষ্টটা অনেক কমে যায় !!!

০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কাহিনী সংক্ষেপ আপনার ভালো লাগে জেনে আনন্দিত হলাম।

২| ০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৮

শেরজা তপন বলেছেন: হুমায়ুন আহমেদের প্রথম দিক-কার এই বইগুলো বেশ ভাল ছিল।

০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার কাছে হুমায়ুন আহমেদের অনেক লেখাই প্রায় একই টোনের মনে হয়।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই বইয়ের উপন্যাসিক কে হুমায়ুন আহমেদ বলে মনে হয়েছিল।

০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মাঝে মাঝেই যখন তিনি কোনো উপন্যাসিক কে নিয়ে লিখেছেন তখনই মনে হতো নিজের কথাই বুঝি লিখছেন।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব ওডিসি (মহাকাব্য), রামায়ন, মহাভারত এগুলোর রিভিউ কি লেখা সম্ভব?

০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভব, লিখে ফেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.