নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন আগে একটি শব্দ-জট প্রায় তৈরি করে রেখেছিলাম। পরে সেটি সম্পূর্ণ করে উঠা হয়নি। আজকে সেটি শেষ করলাম। শব্দ-জটটি বেশ কঠিন হতে যাচ্ছে!! আশা করছি আপনাদের মাথার ঘাম পায়ে উঠে যাবে।
তো, শুরু হয়ে যান।
১। মাক্সিম গোর্কির উপন্যাস
২। হুমায়ূন আহমেদের উপন্যাস
৩। মোহম্মদ জাফর ইকবালের সাইফাই উপন্যাস
৪। তসলিমা নাসরিনের উপন্যাস
৫। তসলিমা নাসরিনের আরো একটি উপন্যাস
৬। সাধারনত মানুষের দুটি আর গরুর চারটি থাকে
৭। কাকের বোল
৮। গ্রাম
৯। দেহ, গাত্র, শরীর
১০। খোষ-পাচড়া
১১। জনপ্রিয় পানিয়
১২। চার
১৩। বাচ্চা
১৪। সহজে মরে না এমন একটি মাছ
১৫। দেবর বা ভাশুর-পত্নী
১৬। মন্দ, কুৎসিত কুটিল, দুষ্ট
১৭। যে খাবার কখনো পঁচে না
১৮। পত্নী, বধূ, পুত্রবধূ, কুলবধূ, কুলনারী, নববধূ
১৯। কয়, কত?
২০। আকাশ (এইটা কঠিন আছে)
২১। ধেনু
২২। স্নেহজাতীয় পদার্থবিশেষ
২৩। নিষেধসূচক, আপত্তি বা অমতসূচক
২৪। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য যা দিতে হয়
২৫। মুসলমানদের উপাধিবিশেষ
১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরো কিছু কঠিন কঠিন বাকি রয়ে গেছে।
২| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ও সাচু ভাই মিলাবেন।
১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: দেখা যাক কে কে মেলাতে পারে।
৩| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: মন্তব্য করতে করতে সাচু ভাই মিলিয়ে দিসেন।
১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছুতো বাকি রয়ে গেছে। আবার হবে।
৪| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে না। এটা আমি পারবো।
১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চেষ্টা করেন।
- চারটি !! !! এবং একটি চোখটিপি ব্যবহার করার পরেও আপনার কাছে সহজ মনে হলে করার কিছু নাই ভাই।
৫| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: ২। নি
৩। পৃ
১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ বেশ। তরপর!
৬| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ২০। দ্যু
১২ ই নভেম্বর, ২০২২ রাত ২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: - এইটাই মাত্র কঠিন ছিলো। তবে দ্যু বাদ দিয়ে আরো একটি আছে, সেটিও বের করুন।
৭| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৭। মৌ
১২ ই নভেম্বর, ২০২২ রাত ২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বাকি রইলো কয়টা?
৮| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৬। কু
১২ ই নভেম্বর, ২০২২ রাত ২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আর মাত্র কয়েকটি বাকি আছে।
৯| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৩। ছা
১২ ই নভেম্বর, ২০২২ রাত ২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রায় শেষ
১০| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যদি কোনোটা বাকি থাকে, আমাকে জানাইয়েন মেইল করে। আমি সেইটা চেষ্টা করে দেখবো নে। সবাই যেইটা পারে, সেইটা আমার করার দরকার নাই
১২ ই নভেম্বর, ২০২২ রাত ২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: চেষ্টা করে দেখেন, খুব বেশী বাকি নাই।
১১| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৫ খ
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক
১২| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ২৫ খাঁ
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: আরতো খুব বেশী বাকি নাই
১৩| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাচু সব করে ফেলেছে।
১৯ নং টা টি হবে নাকি?
ধরতে পারছি না।
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
ঠিক বলেছেন।
১৪| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:১২
জুল ভার্ন বলেছেন: আমার মাথা বনবন ঘুরছে তবুও! +
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এর চেয়ে সহজ শব্দ-জন বানানো সম্ভব না।
১৫| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২২
জুন বলেছেন: ২০ খ
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
২০ এর দুইটি সঠিক উত্তর বেরিয়ে গেছে!!
১৬| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: জুল ভার্ন ভাই ২০ নম্বর (আকাশ) টার সঠিক উত্তর দিয়েছেন। উত্তর হল 'খ'।
খেচর মানে পাখি। 'খে' যোগ 'চর'। অর্থাৎ আকাশে চরে যে। সন্ধি বিচ্ছেদের সময় খ বা খে পড়েছি। এখন পরিষ্কার হল।
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আকাশে যা আছে তাদের বলে খ-বস্তু, আর আকাশ পটকে বলে খ-গোল। খ হচ্ছে আকাশ।
১৭| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৯
জুন বলেছেন: @সাড়ে চুয়াত্তর খ তো আমি বললাম আপনি জুলভার্ন ভাইকে কই পাইলেন
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ভুলে বলেছেন
১৮| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ জুন আপু - সরি, আপনাদের দুইজনের নিকের শুরু জু দিয়ে তাই ভুলে জুল ভার্ন ভাইয়ের নাম বলেছি। আপনাকে অনেক অভিনন্দন এত কঠিন একটা শব্দ বলতে পারার জন্য।
বাকিগুলি এখন বলেন ( যদি কিছু বাকি থাকে)।
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বলেন
আমার ভুল হয়েগেচে, ক্ষমা করে দেন।
১৯| ১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
২০ নম্বরটা খেয়ালই করিনি।
সবার প্রচেষ্টায় আপাতত কঠিন জট খুলে গেল। ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরতো কিছু বাকি নেই মনে হয়।
২০| ১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: আবার এলাম। দেখতে এলাম।
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দ্বিতীয়কবার আসার জন্য ধন্যবাদ। খেলা মনে হয় শেষ।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। মা
৪। ক
৬। পা
৭। কা
৮। গাঁ
৯। গা
১০। ঘা
১১। চা
১২। চৌ
১৫। জা
১৮। বৌ
২১। গো
২২। ঘি
২৩। না
২৪। তা