নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যার ইন ব্লগে ঢুকলে বাম পাশের কোনায় প্রথম পাতার নিচে দেখা যায় বিষয় ভিত্তিক ব্লগ অপশনটি রয়েছে। সেখানে ২৪টি ক্যাটাগরি যোগ করা আছে। সেগুলির মধ্যে প্রধানত আছে - Book Review, মুভি রিভিউ, গল্প, কবিতা, রাজনীতি, ভ্রমণ ব্লগ, ছবি ব্লগ, ইত্যাদি।
আমি এখন থেকে প্রতিমাসের বিষয় ভিত্তিক পোস্টের তালিকা করে পোস্ট করবো। তবে বিষয় থাকবে মাত্র ৭টি - ভ্রমণ ব্লগ, গাছ-ফুল-প্রকৃতি নিয়ে ব্লগ, মুভি রিভিউ ব্লগ, লেখক ও বুক রিভিউ ব্লগ, ছবি ব্লগ, ছোট গল্প ব্লগ এবং ধারাবাহিক উপন্যাস ব্লগ।
এই মাসে মোট কতো গুলি পোস্ট সামুতে এসেছে তা আমার জানা নেই। তবে প্রথম পাতায় সর্বমোট পোস্ট এসেছে সম্ভবতো ৭১৩টি। অর্থাৎ গত মাসের চেয়ে এই মাসে ১টি পোস্ট কম এসেছে।
মাসের প্রথম পোস্ট লাঙল (কিঞ্চিত ১৮+), লিখে ছিলেন রূপক বিধৌত সাধু।
অন্যদিকে মাসের শেষ পোস্ট ৬ ডিজিটের বেতন পেতে 'স্মার্ট' ইংরেজি শিখুন, লিখেছেন সত্যপথিক শাইয়্যান।
প্রথম ও শেষ পোস্টের মাঝখানে সারা মাস জুড়ে যে পোস্ট গুলি প্রথম পাতায় এসেছে সেই পোস্টগুলির মধ্যে ভ্রমণ ব্লগ এসেছে ২৫টি।
০১। বালিয়াটি জমিদার বাড়ি লিখেছেন : বাংলার এয়ানা
০২। বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০৩ লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৩। রূপলাল হাউজ লিখেছেন : মোগল
০৪। ২৭ সেপ্টেম্বর ২০২২, বন্ধ হয়ে গেলো প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী প্যাডেল ষ্টীমার সার্ভিস। লিখেছেন : জুল ভার্ন
০৫। আঁধারে আলো (পর্ব-৩) লিখেছেন : পদাতিক চৌধুরি
০৬। ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন লিখেছেন : ভ্রমণ বাংলাদেশ
০৭। যাত্রা শুরুর আগের গল্প (গোল্ডেন ট্রায়াঙ্গাল ট্যুর - পর্ব ০১) লিখেছেন : বোকা মানুষ বলতে চায়
০৮। বান্দুরা রানী পবিত্র জপমালা গীর্জা লিখেছেন : বাংলার এয়ানা
০৯। এক্সপ্লোর কুয়াকাটা সমুদ্র সৈকত! (কুয়াকাটা ভ্রমণ - মধ্যাংশ) লিখেছেন : বোকা মানুষ বলতে চায়
১০। মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০১ : পালপাড়া মঠ লিখেছেন : মরুভূমির জলদস্যু
১১। কলকাতায় অপেক্ষা... (গোল্ডেন ট্রায়াঙ্গাল ট্যুর - পর্ব ০২) লিখেছেন : বোকা মানুষ বলতে চায়
১২। জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি লিখেছেন : মরুভূমির জলদস্যু
১৩। একটি সস্তার ট্যুরের গল্প (সময়কাল ২০১৩) লিখেছেন : noyon2009
১৪। পুন্ড্র নগরী দর্শন লিখেছেন : noyon2009
১৫। আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৪ লিখেছেন : মরুভূমির জলদস্যু
১৬। বাংলা কিংবদন্তীঃ কুড়িটিলার কালোপাথর লিখেছেন : অপু তানভীর
১৭। আঁধারে আলো (পর্ব-৪) লিখেছেন : পদাতিক চৌধুরি
১৮। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুর...... লিখেছেন : জুল ভার্ন
১৯। ১০,০০০ টাকায় ঘুরে আসুন আজমীর শরীফ!!! ২০২২ এর এই উচ্চমূল্যের বাজারে!!!!!! (কম খরচে ভারত ভ্রমণ - পর্ব ১১) লিখেছেন : বোকা মানুষ বলতে চায়
২০। ফি ফি আইল্যান্ড লিখেছেন : সাদা মনের মানুষ
২১। মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০২ : সেনপাড়া মঠ লিখেছেন : মরুভূমির জলদস্যু
২২। বার্লিন এবং প্যারিসে ভ্রমণ! সামুতে ১৪ বছরপূর্তি উপলক্ষে বিশেষ পোষ্ট! লিখেছেন : বাংলাদেশ জিন্দাবাদ
২৩। চট্রগ্রাম ট্যুর- পর্ব-১ লিখেছেন : সাইফুল্যাহ আমিন
২৪। জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি লিখেছেন : মরুভূমির জলদস্যু
২৫। " ফিফা (কাতার) বিশ্বকাপ - ২০২২ " - আর বাকী ২০ দিন। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সাথে সাথে দর্শকদের কাতারে দেখার জন্য দর্শনীয় স্থান সমুহ। লিখেছেন : মোহামমদ কামরুজজামান
গাছ-ফুল-প্রকৃতি নিয়ে ব্লগ এসেছে ১৫টি।
০১। দাদমর্দন লিখেছেন : মরুভূমির জলদস্যু
০২। পটপটি লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৩। ফুল ফুল আর ফুল (ভালোবাসি ফুল)-২ লিখেছেন : কাজী ফাতেমা ছবি
০৪। রক্তগাঁদা লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৫। চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (কমলা) লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৬। রক্তপুষ্পক লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৭। জারবেরা লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৮। চন্দ্রমল্লিকা (হলুদ-সাদা) লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৯। পুত্তলিকা লিখেছেন : মরুভূমির জলদস্যু
১০। গামার লিখেছেন : মরুভূমির জলদস্যু
১১। কাঁটামুকুট লিখেছেন : মরুভূমির জলদস্যু
১২। কদবেলের পুষ্টিগুন লিখেছেন : সৈয়দ মশিউর রহমান
১৩। নীল বনলতা লিখেছেন : মরুভূমির জলদস্যু
১৪। চন্দ্রপ্রভা ও গৌরিচৌরি লিখেছেন : মরুভূমির জলদস্যু
১৫। শ্বেত অপরাজিতা লিখেছেন : মরুভূমির জলদস্যু
মুভি রিভিউ ব্লগ এসেছে ১২টি।
০১। সাউথ ইন্ডিয়ান সাইকো থ্রিলার মুভি নিয়ে ব্যক্তিগত অভিব্যক্তি লিখেছেন : মুনাওয়ার সিফাত
০২। ‘Chup’ সিনেমা রিভিউ: এ যেন সমালোচকদেরও সমালোচক লিখেছেন : মি. বিকেল
০৩। Batman মুভি সিরিজ লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৪। জেফরি ডাহমারঃ একজন নরখাদক সিরিয়াল কিলারের গল্প (স্পয়েলার এলার্ট) লিখেছেন : অপু তানভীর
০৫। ২০১৯ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৬। Halloween Ends সিনেমা রিভিউ। লিখেছেন : রিনকু১৯৭৭
০৭। অপারেশন সুন্দরবন লিখেছেন : মুক্তা নীল
০৮। স্পাইডার ম্যান মুভি সিরিজ লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৯। হাওয়া লিখেছেন : তন্ময় সাগর
১০। বিউটি সার্কাস লিখেছেন : তন্ময় সাগর
১১। Extraction মুভিতে বাংলাদেশকে যেভাবে তুলে ধরা হয়েছে। লিখেছেন : মোগল
১২। দামাল- বছরের সেরা বাংলাদেশী ছবি লিখেছেন : হাসান মাহবুব
লেখক ও বুক রিভিউ ব্লগ এসেছে ১৭টি।
০১। দ্বৈরথ – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ) লিখেছেন : মরুভূমির জলদস্যু
০২। একাত্তরের যীশু : ছোট গল্প লিখেছেন শাহরিয়ার কবির লিখেছেন : রুবেল ১৯৮৪
০৩। জয় পরাজয় : ছোট গল্প লিখেছেন শাহরিয়ার কবির লিখেছেন : রুবেল ১৯৮৪
০৪। আমরা কোথা থেকে এলাম??? Humans are Not from Earth-১ লিখেছেন : শেরজা তপন
০৫। আমরা কিভাবে পৃথিবীতে বেঁচে/টিকে আছি??? Humans are Not from Earth-২ লিখেছেন : শেরজা তপন
০৬। আমরা আমাদের প্রয়োজনে বিকশিত হইনি (Humans are not form Earth)-৩ লিখেছেন : শেরজা তপন
০৭। মানব-বিজাতীয় সংকরায়ন ও মিসিং লিঙ্ক (Humans are Not from Earth)~৪ লিখেছেন : শেরজা তপন
০৮। হাউস অফ স্পিরিট...... লিখেছেন : জুল ভার্ন
০৯। ক্রাউসড এন্ড পাওয়ার'- এলিয়াস কানেত্তি লিখেছেন : জুল ভার্ন
১০। কপি-পেস্টের অভিযোগে পোস্টটি কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছেন।
১১। উপন্যাস 'পূর্ব-পশ্চিম' লিখেছেন : রাজীব নুর
১২। আমাদের শরীরের চুলের অভাব(Humans are Not from Earth)~৫ লিখেছেন : শেরজা তপন
১৩। খড় জ্বর,হাঁপানি ও ডায়েট (Humans are Not from Earth)~৬ লিখেছেন : শেরজা তপন
১৪। লালনসমগ্র - লালনের আট শতাধিক গানের সংকলন লিখেছেন : ইফতেখার ভূইয়া
১৫। ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র লিখেছেন : ইফতেখার ভূইয়া
১৬। জেল খানার সাহিত্য...... লিখেছেন : জুল ভার্ন
১৭। অত্যধিক প্রজনন ও প্রতিরক্ষামূলক ক্ষমতার অভাব (Humans are Not from Earth)~৭ লিখেছেন : শেরজা তপন
ছবি ব্লগ এসেছে ১৮টি।
০১। পথে-প্রান্তরে (পর্ব-১২): অসলো (শেষ কিস্তি) লিখেছেন : র ম পারভেজ
০২। ছবি ব্লগ লিখেছেন : কেএসরথি
০৩। কিছু ছবি লিখেছেন : মোঃ মাইদুল সরকার
০৪। আকাশ জুড়ে মেঘের খেলা - ০৭ লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৫। আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুরে শতবার (ছবি ব্লগ) লিখেছেন : মোহাম্মদ গোফরান
০৬। গাছ-গাছালি; লতা-পাতা - ১৩ লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৭। পাক-পাখালি - ২৪ লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৮। ফল ফলাদি - ১১ লিখেছেন : মরুভূমির জলদস্যু
০৯। আমার ক্যামেরায় কিছু দৃশ্য...... লিখেছেন : জুল ভার্ন
১০। সামুদ্রিক ঝড় সি-ত্রাংকে দেখতে এসেছি কক্সবাজার, কিন্ত টেকি সমস্যা, ছবি আপলোড হচ্ছে না লিখেছেন : জুন
১১। সমূদ্র-সৈকতে - ১২ লিখেছেন : মরুভূমির জলদস্যু
১২। সি ত্রাং এক ভয়ংকর ঘূর্নিঝড়ের নাম ( ছবি ব্লগ আপডেট) লিখেছেন : জুন
১৩। বিস্ময়কর ফলিং ওয়াটার!! লিখেছেন : কাতিআশা
১৪। ছবি আর কথা.. লিখেছেন : কাতিআশা
১৫। চিরায়ত বাংলার চিত্র - ১৮ লিখেছেন : মরুভূমির জলদস্যু
১৬। তাজমহলের ছবি লিখেছেন : মরুভূমির জলদস্যু
১৭। নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৬ (আকাশ ভালোবেসে) লিখেছেন : কাজী ফাতেমা ছবি
১৮। এই পথ যদি না শেষ হয়..... ০৯ লিখেছেন : মরুভূমির জলদস্যু
ছোট গল্প এসেছে ১৫টি।
০১। গল্পঃ কালপ্রিট লিখেছেন : ইসিয়াক
০২। গল্পঃ জীবনের শেষ মুহুর্ত লিখেছেন : অপু তানভীর
০৩। রম্য, কিপ্টেলোক লিখেছেন : আবদুর রব শরীফ
০৪। আগুন আগুন - অনুগল্প লিখেছেন : সাখাওয়াত হোসেন বাবন
০৫। অনু গল্পঃ দাসত্বের জীবন লিখেছেন : ইসিয়াক
০৬। অল্প কথার রাত্তির..... লিখেছেন : আহমেদ জী এস
০৭। গল্পঃ নওসাবার বিয়ে লিখেছেন : অপু তানভীর
০৮। নিশি ভৌমিকের বাড়ি - সাখাওয়াত বাবনে'র ভৌতিক গল্প লিখেছেন : সাখাওয়াত হোসেন বাবন
০৯। গল্পঃ আমি ও রূবাবা লিখেছেন : ইসিয়াক
১০। গল্পঃ আলো লিখেছেন : অপু তানভীর
১১। বাসর লিখেছেন : শ।মসীর
১২। পোলোর পরিজনেরা-- দেবারতি মুখার্জী ২০১৮ সালে শারদীয়া শুকতারায় প্রকাশিত। লিখেছেন : বুবলা
১৩। ডোরাকাটা অ্যালবাম লিখেছেন : রিম সাবরিনা জাহান সরকার
১৪। অনুগল্প লিখেছেন : Naznin71
১৫। গল্পঃ আহুতি লিখেছেন : ইসিয়াক
ধারাবাহিক উপন্যাস ব্লগ এসেছে ৩২টি।
০১। হঠাৎ সন্ধ্যা লিখেছেন : পবিত্র হোসাইন
০২। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- তিন) লিখেছেন : মিশু মিলন
০৩। সে কোন বনের হরিণ ছিলো আমার মনে-১০ লিখেছেন : অপ্সরা
০৪। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- চার) লিখেছেন : মিশু মিলন
০৫। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- পাঁচ ) লিখেছেন : মিশু মিলন
০৬। হঠাৎ সন্ধ্যা (২য় পর্ব ) লিখেছেন : পবিত্র হোসাইন
০৭। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব-ছয় ) লিখেছেন : মিশু মিলন
০৮। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব-সাত ) লিখেছেন : মিশু মিলন
০৯। সে কোন বনের হরিণ ছিলো আমার মনে-১১ লিখেছেন : অপ্সরা
১০। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- আট) লিখেছেন : মিশু মিলন
১১। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- নয়) লিখেছেন : মিশু মিলন
১২। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- দশ) লিখেছেন : মিশু মিলন
১৩। অপহরণ - সাখাওয়াত বাবনে'র কল্পকাহিনী ((৯ম পর্ব ) লিখেছেন : সাখাওয়াত হোসেন বাবন
১৪। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- এগারো) লিখেছেন : মিশু মিলন
১৫। Paulo Coelho এর adultery (পরকীয়া) লিখেছেন : ইল্লু
১৬। সে কোন বনের হরিণ ছিলো আমার মনে-১২ লিখেছেন : অপ্সরা
১৭। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- বারো) লিখেছেন : মিশু মিলন
১৮। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- তেরো) লিখেছেন : মিশু মিলন
১৯। হঠাৎ সন্ধ্যা (৩য় পর্ব ) লিখেছেন : পবিত্র হোসাইন
২০। সে কোন বনের হরিণ ছিলো আমার মনে- ১৩ লিখেছেন : অপ্সরা
২১। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- চৌদ্দ) লিখেছেন : মিশু মিলন
২২। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- পনের) লিখেছেন : মিশু মিলন
২৩। আমার বন্ধু শফিক লিখেছেন : মোগল সম্রাট
২৪। অপহরণ - সাখাওয়াত বাবনে'র কল্পকাহিনী (১০ম পর্ব ) লিখেছেন : সাখাওয়াত হোসেন বাবন
২৫। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- ষোলো) লিখেছেন : মিশু মিলন
২৬। সে কোন বনের হরিণ ছিলো আমার মনে-১৪ লিখেছেন : অপ্সরা
২৭। হঠাৎ সন্ধ্যা (৪র্থ পর্ব ) লিখেছেন : পবিত্র হোসাইন
২৮। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- সতের) লিখেছেন : মিশু মিলন
২৯। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- আঠারো) লিখেছেন : মিশু মিলন
৩০। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- উনিশ) লিখেছেন : মিশু মিলন
৩১। সে কোন বনের হরিণ ছিলো আমার মনে- ১৫ লিখেছেন : অপ্সরা
৩২। দেবদ্রোহ (উপন্যাস: পর্ব- কুড়ি) লিখেছেন : মিশু মিলন
অনিচ্ছাকৃত ভুলে যদি কারো বিষয় ভিত্তিক কোনো পোস্ট তালিকায় না উঠে থাকে তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাদ পরা পোস্টের কথা মন্তব্যে জানালে আমি তা আপডেট করে নিবো। তাছাড়া ভুল কোনো পোস্ট এ্যাড হয়ে গেলেও জানাবেন, আমি সেটিও আপসরণ করে দিবো।
তো, আজকে এই পর্যন্তই। আগামী মাসের বিষয় ভিত্তিক পোস্টের তালিকা নিয়ে আবার হাজির হবো। সকলের জন্য শুভকামনা রইলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
১। বিষয় ভিত্তিক ব্লগ তালিকা : সেপ্টেম্বর ২০২২
০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে সহযোগিতাপূণ এই মন্তব্যের জন্য।
- রাজীব নুর সাহেবের একজন গ্রেট কবি পোস্টটি কপি-পেস্ট ছিলো এবং সেটি সরিয়ে ফেলা হয়েছে সেটি আমার দৃষ্টি বাইরে ছিলো। আমি তালিকাটি ঠিক করে নিচ্ছি। রাজীব নুর সাহেব বেশ ভালোই লিখতে পারেন। তার কেনো কপি করার দরকার পরে তাই বুঝি না।
- সেপ্টেম্বার মাসের সংকলনের লিংকটিও যোগ করে দিচ্ছি।
- আবারও ধন্যবাদ আপনাকে।
২| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭
বাংলার এয়ানা বলেছেন:
ধন্যবাদ আপনাকে দারুন একটি সংকলন প্রকাশ করার জন্যে।
০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
৩| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৪:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার নিজেরই তো পোস্ট বেশি। এত লেখার সময় পান কোথায়?
০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দুই-তিনটি ক্যাটাগরিতে আমার পোস্ট বেশী।
-আমি বেকার মানুষ, সময়ের কোনো অভাব এতোদিন ছিলো না। তাছাড়া আমার পোস্টগুলি হয় ছবিসর্বসো, ফলে লিখতে খুব বেশী বেগ পেতে হয় না।
৪| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৪:২০
বিজন রয় বলেছেন: আমরা একসময় সংকলন পোস্ট করতাম। অনেকেই করতেন যার যার মতো।
সময়ের অভাবে কন্টিনিউ করা সম্ভব হয়নি।
আপনি শুরু করলেন! সাধুবাদ জানাই। উৎসাহ প্রদান করি।
শুধুমাত্র অফুরান্ত সময় পেলে এটি করা সম্ভব হয়।
ওকে, চলতে থাকুক আপনার এই উদ্যোগ।
শুভব্লগিং।
০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি যেটি করছি সেটি খুবই সহজ কাজ, যদিও সময়সাপেক্ষ। এই তালিকায় আমার পছন্দ অপছন্দের কোনো বিষয় নাই। লেখা ভালো মন্দের কোনো বিষয় নাই। শুধু লেখার বিষয়টাই এখানে প্রাধান্য পাচ্ছে। ফলে প্যরা কম।
- গতকাল পর্যন্ত আমার হাতে অফুরন্ত অলস সময় ছিলো। আজ থেকে সেই সময় শেষ হয়ে গেছে।
৫| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:১২
সোনাগাজী বলেছেন:
আপনি সব বিভাগে লিখুন।
০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ৭টার মধ্যে ৫টাতেই আছে। বাকি দুইটা আপনার জন্য রইলো।
৬| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: অলমোস্ট সব পোস্টই এক পোস্টে চলে এসেছে। কষ্টসাধ্য কাজ। +
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- না, সব আসে নাই। কবিতা আর রাজনীতি নিয়ে আলাদা তালিকা কেউ করলেই মোটামুটি হয়ে যাবে।
৭| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ এখানে দেখছি একসাথে সমস্ত পোস্টগুলোর একটা হিসাব দেখা যাচ্ছে । যদিও সব নেই !!
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটি বিষয়ভিত্তিক তালিকা। নির্দিষ্ট বিষয়ের কোনো পোস্ট আশা করছি বাদ যায়নি। যদি তেমন কোনোটি থাকে তাহলে জানাবেন।
৮| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১
শেরজা তপন বলেছেন: ফের জোর কষ্ট করেছেন- ধন্যবাদ মহাশয়।
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তেমন কিছু না জনাব।
৯| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪
জুন বলেছেন: সংকলন করা কিন্তু অনেক কষ্টকর একটি কাজ জলদস্যু। আমার দুটো পোস্ট এ অনেক মন্তব্য জমে আছে কিন্ত অনিচ্ছাকৃত দেরির জন্য আন্তরিক দুঃখিত আমি।
ফিরে এসেছি ঝড় দেখে সুস্থ ভাবেই। এই নিন একটি ছবি দিলাম আমি আর আমার ছেলে ঝড় শুরু হওয়ার আগে বীচ থেকে ফিরছি। ক্যামেরায় ছেলের বাবা
সংকলন করা কিন্তু অনেক কষ্টকর একটি কাজ জলদস্যু। আমার দুটো পোস্ট এ অনেক মন্তব্য জমে আছে কিন্ত অনিচ্ছাকৃত দেরির জন্য আন্তরিক দুঃখিত আমি।
ফিরে এসেছি ঝড় দেখে সুস্থ ভাবেই। এই নিন একটি ছবি দিলাম আমি আর আমার ছেলে ঝড় শুরু হওয়ার আগে প্রচন্ড বাতাস আর বৃষ্টিতে ভিজে বীচ থেকে ফিরছি। ক্যামেরায় ছেলের বাবা, হোটেলের বারান্দা থেকে
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই ছাতায় খুব একটা কাজ হওয়ার কথা নয়।
১০| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:১৯
জুন বলেছেন: এই ছাতাটা নিয়েছিলাম রোদ ঠেকাতে, ঝড় নয়। কিন্ত আমরা যে চারদিন ছিলাম তাতে রোদের দেখা কমই পেয়েছি। মেঘাচ্ছন্ন আকাশ ছিল যা আমার খুব প্রিয়।
০১ লা নভেম্বর, ২০২২ রাত ১০:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সার তীরে নিরাপদে থেকে উত্তল সাগর আর ঝড় দেখার মজাই আলাদা। যদিও একবার আমি ঝড়ের সময় সাগরের মহনায় ছিলাম। সেই অভিজ্ঞতা যার হয়নি সে কখনোই উপলব্ধী করে উঠতে পারবে না।
১১| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:২৬
জুল ভার্ন বলেছেন: অনেক পরিশ্রমী পোস্ট।
০১ লা নভেম্বর, ২০২২ রাত ১০:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তেমন কিছু না। সময় একটু বেশী লাগে, এটুকুই।
১২| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ১২:১২
নেওয়াজ আলি বলেছেন: আপনি তীক্ষ্ণ নজর রেখে কাজটি করেছেন।
০২ রা নভেম্বর, ২০২২ রাত ১২:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তীক্ষ্ণ নজর না হলেও নজর রেখেছি তাতে কোনো সন্দেহ নেই।
১৩| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ১২:৪৬
অপু তানভীর বলেছেন: গতমাসে গল্প সেকশনটা ছিল না । এই মাসে দেখা যাচ্ছে সেটা রয়েছে ।
তবে আরেকটা সেকশন থাকা জরুরী বলে মনে করি । সেটা হচ্ছে ফিচার সেকশন । আশা করি সামনের সেটা যোগ হবে ।
০২ রা নভেম্বর, ২০২২ রাত ১২:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্য ও পরামর্শের জন্য। তবে ফিচার সেকশন করতে গেলে কিছু ঝামেলা হতে পারে। কোন পোস্টটি ফিচারে যাবে সেটি নিয়ে টেনশনে পরে যেতে পারি।
১৪| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ১:০০
অপু তানভীর বলেছেন: আরে এতো টেনশন নেওয়ার কোন দরকার আছে নাকি ! এটা একটা ব্লগ সংকলন পোস্ট । একটু এদিক ওদিক হতেই পারে । কোন সমস্যা নেই ।
০২ রা নভেম্বর, ২০২২ রাত ১:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ, তাহলে চেষ্টা করে যেতে পারে।
১৫| ০২ রা নভেম্বর, ২০২২ ভোর ৬:০২
সোহানী বলেছেন: অনেকদিন পর সংকলন চোখে পড়লো। আসলে এটা একটা দরকারী পোস্ট অন্তত আমার জন্য। ধন্যবাদ
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ৯:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টটি আপনার পছন্দ হয়েছে এবং কাজ লাগতে পারে বুঝে আনন্দিত হলাম।
১৬| ০২ রা নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: এলাম। দেখলাম। চলে গেলাম।
০২ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এসে, দেখে, জানান দিয়ে যাওয়অর জন্য ধন্যবাদ।
১৭| ০৩ রা নভেম্বর, ২০২২ ভোর ৬:৫২
Naznin71 বলেছেন: খুবই ভালো আয়োজন। এক পোস্টে সব পোস্ট পাওয়া যাবে, আপনার কষ্ট স্বার্থক হয়েছে এবং সময়ও জলে যায়নি। অনেক অনেক ধন্যবাদ অমূল্য সময় এর জন্য
০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ১১:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্যের জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫
আরইউ বলেছেন:
ধন্যবাদ। বিজি পাঠকদের জন্য এমন সংকলন পোস্ট খুব কাজে দেয়, জলদস্যু। সারা মাসে মিস করা পোস্টগুলো এক জায়গায় পাওয়া যায়।
দু'টি কুইক অবজারভেশঃ
১. রাজীব নূরের পোস্টটির বিরুদ্ধে কপি-পেস্টের অভিযোগ উঠেছিল। কতৃপক্ষ পোস্টটি সরিয়ে নিয়েছেন।
২. সেপ্টেম্বার মাসের সংকলনের লিংকটি এখানে দিয়ে দিন দয়াকরে।