নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৮

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫০



১। নির্মল হেয়ার কাটিং সেলুন।
একটি যুবক এসে জিজ্ঞেস করল : চুল কাটাবার সিরিয়ালে কয়জন আছে?
নির্মল : পাঁচ জন।
ঠিক আছে, বলে যুবকটি চলে গেল। কিন্তু পরে কখনও চুল কাটতে এল না।

দু-তিনদিন পর আবার সেই যুবক এসে প্রশ্ন করল : চুল কাটাবার সিরিয়ালে কয়জন আছে?
নির্মল : সাত জন।
আজকেও যুবকটি জিজ্ঞেস করে চলে গেল, পরে কখনও চুল কাটতে এল না। এরকম কয়েক দিন পর পরই ঘটতে থাকল।

আরেকদিন এসে ছেলেটি যেই একই প্রশ্ন করে জবাব শুনে চলে গেল নির্মল তখন তার কর্মচারী কালুকে যুবকটির পিছু নিতে পাঠাল। খানিক বাদে কালু ফিরে এলো।
নির্মল : কি রে দেখেছিল কোথায় যায়?
কালু : তোমার বৌরয়ে কাছে।



২। তুমি কোথায় ছিল?
পঞ্চাশ বৎসর বয়েসের আমাদের এক মন্ত্রী মশাই এক ককটেল পার্টিতে কুড়ি বছরের সুন্দরী এক মডেলের হাত জড়িয়ে ধরে বললেন - সুইটি, আমার জীবনে এতকাল তুমি কোথায় ছিলে?
সুন্দরী মডেল মেয়েটি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে মধুর হেসে বলল – আপনার জীবনের প্রথম ত্রিশ বৎসর আমি জন্মাইই নি।




৩। স্লিপিং পিল
ডাক্তার : আপনার স্বামীর সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। এই নিন স্লিপিং পিল।
ভদ্রমহিলা : আমার স্বামীকে এই পিল কখন দেবো?
ডাক্তার : স্বামীকে দেবেন না। এটা শোবার সময় আপনি নিজে নেবেন। তাহলেই আপনার স্বামীর বিশ্রাম হবে।



৪। কোণারকের ভাস্কর
রন্টি কক্সবাজারে হানিমুনে গেছে ওর বৌকে নিয়ে।

রন্টির স্ত্রী : আলো বন্ধ করে দাও।
রন্টি : না। আহা, ঈশ্বর যেন নিজের হাতে তোমার রূপ গড়েছেন। মেঘের মতো কালো চুল, টলটলে দীঘির মতো চোখ, দুধেআলতা গায়ের রঙ, টিকলো নাক, কমলা লেবুর কোয়ার মতো ঠোঁট য্নে রসে টসটস করছে, দীর্ঘ গলা, অজন্তার ফ্রেসকোর মতো স্তন, সরু সিংহীর মতো কোমর, মসৃণ তলপেট, ধনুকের বাঁকের মতো নিটোল নিতম্ব, কলাগাছের মতো পা।
সত্যি বলছি ডার্লিং, আজ যদি কোণারক মন্দির যাঁরা তৈরি করেছেন সেরকম ভাস্কর পেতাম তবে তাঁদের ডেকে এনে শ্বেত পাথরে তোমার নগ্ন মূর্তি গাড়িয়ে রাখতাম।

রন্টির পাশের রুমে ছিলো দুই বন্ধু। তারা আবার দেয়ালে কান লাগিয়ে রন্টির সব কথা শুনছিল। এই সময় সেই দুই বন্ধু দৌড়ে এসে রন্টির দরজায় করাঘাত করলো।

রন্টি : কে?
দুই বন্ধু : কোণারক থেকে আমরা দু’জন ভাস্কর এসেছি।




৫। আমাদের এটাই নিয়ম
হোটেলে ৩ রাত থেকে বিল শোধ করতে এসে বিল দেখে রন্টির চোখ চড়কগাছ।
রন্টি : এত টাকা? খাবারের আলাদা বিল? কিন্তু ম্যানেজার সাহেব, আমরা তো হোটেলে একদিনও খাই নি!!
ম্যানেজার : তাতে কি? খাবার হোটেলে ছিল। খান আর না খান বিল দিতেই হবে। আমাদের এটাই নিয়ম।
রন্টি : আমার স্ত্রীর সঙ্গে তিন রাত কাটবার জন্য আপনাকেও টাকা দিতে হবে।
ম্যানেজার : আপনার স্ত্রীর সঙ্গে রাত কাটানোর জন্য? এ আপনি কি বলছেন? আপনার স্ত্রীকে আমি স্পর্শ পর্যন্ত করি নি!!
রন্টি : তাতে কি? আমার স্ত্রী হোটেলেই ছিল। আপনি তার সঙ্গে রাত কাটান বা না কাটান বিল দিতেই হবে। আমাদের এটাই নিয়ম।




জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০১
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০২
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৩
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৪
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৫
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৬
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৭
সূত্র: শচীন ভৌমিক এর লেখা থেকে সংগৃহীত।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২৩

কামাল৮০ বলেছেন: চুল কাটার বিষয় আসলেই আমার মিস্টার বিনের কার্টুনটার কথা মনে পড়ে যায়।আসলেই দুষ্ট চুটকি

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশী না অল্প একটু দুষ্ট

২| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: না, না আপনি মানুষের বউরে নিয়া এতো সোনাবাজী করতারেন না! এইটা ঠিক না! একদম ঠিক না!

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এ!!! সোনাবাজী!!

৩| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:১৫

শেরজা তপন বলেছেন: কোণারক- প্রথবার শোনা!
স্লিপিং পিলটা সঠিক থেরাপি :)

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেলুনেরটা সবচেয়ে বেশী কমন।

৪| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:২৫

জুল ভার্ন বলেছেন: তিন নম্বরটা ইন্টেলিকচুয়াল থেরাপি.... =p~

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঐ বিষেয়ে কিছু না বলাই ভালো।

৫| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: ভালোই লাগলো।

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ।

৬| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০৭

জগতারন বলেছেন:
৩। স্লিপিং পিল
ডাক্তার : আপনার স্বামীর সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। এই নিন স্লিপিং পিল।
ভদ্রমহিলা : আমার স্বামীকে এই পিল কখন দেবো?
ডাক্তার : স্বামীকে দেবেন না। এটা শোবার সময় আপনি নিজে নেবেন। তাহলেই আপনার স্বামীর বিশ্রাম হবে।


এর চেয়ে ভালো কোন নির্মল চুকটী হয় না।

৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম।

৭| ৩০ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:৫৩

সোহানী বলেছেন: ভালো লাগলো।

৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ।

৮| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কৌতুক পড়ে মজা পেলাম।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.