নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

২০২০ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৬

প্রতি বছর বলিউডে কতো কতো হিন্দি সিনেমা রিলিজ হয়!!

হিন্দি সিনেমা কিছু কিছু দেখি আমি। খুব বেশি বিচার বিবেচনা না করেই দেখি। দেখা শুরু করার পরে ভালো না লাগলে সামান্য দেখেই ছেড়ে দেই। কিছুটা ভাল লাগলে পুরটাই দেখি। আবার কোনো কোনো সিনেমা হয়তো একধিকবারও দেখা হয়ে যায়। ২০২০ সালে রিলিজ হওয়া হিন্দি সিনেমা গুলির মধ্যে আমি সর্ব সাকুল্যে ৭টি সিনেমা দেখেছি। এদের কোনোটিই দ্বিতীয় বার দেখার মতো মনে হয় নি। সিনেমা গুলি হচ্ছে-


০১। Baaghi 3

রনি এবং বিক্রম দুই ভাই। বিক্রম যখন সিরিয়া যায় তখন তাকে কিডনেপ করা হয়। রনি তার অপহৃত ভাইকে বাঁচাতে রক্তাক্ত তাণ্ডব শুরু করে।
২ ঘন্টা ২৩ মিনিটে সিনেমাটি মেলা কষ্টে টেনে টেনে দেখে শেষ করেছি আমি।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - টাইগার শ্রফ, রিতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর।




০২। Malang

অদ্বৈত গোয়ায় বেড়াতে গিয়ে পরিচিত হয় সারার সাথে। সারা একজন মুক্ত-প্রাণ মেয়ে, সে মুক্ত জীবনযাপন করেন। দুজনের প্রমে ও প্রনয় ঘটে। তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে একজন দুর্নীতিবাজ পুলিশের কারণে। পরে অদ্বৈত তাদের সাথে অন্যায়ের প্রতিশোধ নেয় নায়ক।
২ ঘন্টা ৪০ মিনিটের এই সিনেমাটিও আমার ভালো লাগেনি মোটোও।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - আদিত্য রায় কাপুর, দিশা পাটানি, অনিল কাপুর, কুনাল খেমু।




০৩। Mrs. Serial Killer

মিস্টারী, থ্রিলার, ক্রাইম, ড্রামা সিনেমা এটি। ভালো হতে হতেও কেনো যেনো ভালো হলো না। একজন সাইকো সিরিয়াল কিলার ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তার ওয়াইফ মনে করে তার প্রাক্তন প্রেমিক যে পুলিশ অফিসার সেই ইচ্ছে করে তার স্বামীকে ফাসিয়েছে। ফলে উকিলের পরামর্শে সে নিজেই সিরিয়াল কিলার সেজে আরেকটি খুনের নাটক সাজায়। এর ফলে প্রকৃত সিরিয়াল কিলার ডাক্তার ছাড়া পেয়ে যায়।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - জ্যাকুলিন ফার্নান্দেজ, মনোজ বাজপেয়ী।




০৪। Panga

ভারতের একজন জাতীয় পর্যায়ের নারী কাবাডি খেলোয়াড়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে পাঙ্গা সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমায় দেখানো হয় বিয়ে-সন্তান ও সংসারে কারণে একজন উদিয়মান নারী কাবাডি খেলোয়াড়ের তার লখ্য থেকে প্রথমে সরে গেলেও পরে তার স্বামী সন্তানের ভালবাসা এবং সমর্থনের কারণে ঠিকই সফলতা আসে।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - কঙ্গনা রানাউত, নীনা গুপ্তা।




০৫। Shakuntala Devi

শকুন্তলা দেবীকে বলা হতো হিউম্যান কম্পিউটার। প্রাথমিক কম্পিউটার যখন তৈরি কয়েছে সেই সময় শকুন্তলা দেবী যেকোনো কম্পিউটারের আগেই যেকোনো জটিল অংক কোনো রকম যন্ত্রের সাহায্য ছাড়াই সমাধান করে ফেলতে পারতেন। শকুন্তলা দেবীর জীবনের উপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি হয়েছে।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - বিদ্যা বালান, যীশু সেনগুপ্ত।




০৬। Tanhaji -The Unsung Warrior

এই সিনেমাটি ১৮ শতকের মহারাষ্ট্রীয় মারাঠি সামরিক নেতা তানাজি মালুসারের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এটিও দ্বিতীয়বার দেখার মতো সিনেমা আমার কাছে মনে হয়নি।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - অজয় দেবগন, সাইফ আলি খান, কাজল।




০৭। Thappad

অমৃতা এবং বিক্রম সুখী বিবাহিত। বিক্রম একটি স্বনামধন্য কোম্পানিতে কাজ করে যখন অমৃতা একজন গৃহিণী এবং তার জীবন শুধুমাত্র বিক্রমকে ঘিরেই আবর্তিত হয়। বিক্রম পদোন্নতি পায়ে লন্ডনে অফিসে বস হয়ে চলে যাবে। তাই সে বাসায় একটি পার্টি দেয়। পার্টি চলার সময় বিক্রম খবর পায় লন্ডন অফিসে তা বস না করে অন্য একজনের আন্ডারে দেয়া হয়েছে। বিক্রম তার সহকর্মীর সাথে পার্টিতেই তর্ক করে মারামারির পর্যায়ে চলে যায়। তখন অমৃতা তাকে থামানোর চেষ্টা করছে। বিক্রম তখন তাকে একটি থাপ্পর (চড়) মারে। ঘটনাটি অমৃতাকে মানসিক ভাবে খুবই আহত করে। সে বিক্রমকে ছেড়ে তার বাবা-মায়ের কাছে চলে যায়। সে আইনগত ভাবে বিষয়টি আদালতে নিয়ে যায় এবং সেপারেশন নেয়।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - তাপসী পান্নু, দিয়া মির্জা, কুমুদ মিশ্রা, রত্না পাঠক শাহ।



আমার দৃষ্টিতে এই ৭টি সিনেমার মধ্যে সিরিয়াল করলে প্রথম ৩টি সিনামা হবে -
১। Panga
২। Thappad
৩। Mrs. Serial Killer



=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩
আমার দেখা হলিউড মুভি - ০৪

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপাহিরো মুভি
সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি Predators
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি The Predator

আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"

The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি

=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: পাংগা দেখেছি ফুল। আর গুলো অল্প একটু দেখে দেখতে ইচ্ছা করেনি।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: Thappad আর Mrs. Serial Killer দেখতে পারেন।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বর্তমান যুগের হিন্দি সিনেমা দেখা হয় না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আবার আদি কালের গুলি কম দেখেছি।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৪১

সোহানী বলেছেন: নাহ্ হিন্দি ছবি নেটফ্লিক্স ছাড়া খুব একটা দেখা হয় না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মোটামুটি দেখা হয়।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৬

জুল ভার্ন বলেছেন: আলোচ্য একটা সিনেমাও দেখিনি। আসলে এখন আর হিন্দি সিনেমা দেখা হয়না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো করেছেন। কোনো ছবিই খুব একটা ভালো হয়নি।
Panga আর Thappad দেখা যায় শুধু।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬

শেরজা তপন বলেছেন: বাহ প্রচুর হিন্দি ছবি টবি দেখছেন ইদানিং! :)
নেটফ্লিক্স এর বাইরে অন্য কোন ছবি দেখা হচ্ছে না। আসলে ছবি দেখা হয় না সব বন্ধ হয়ে গেছে!!

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার বেকার সময়ের অভাব নেই।
কন্যাদের দিনে দুবার কখনো একবার স্কুল থেকে আনাই আমার একমাত্র ডিউটি।
সামুতে সময় দেয়ার পরে বাকি সময় সিনেমায়।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৫

মুদ্‌দাকির বলেছেন: পাঙ্গা দেখতে বসেছিলাম, খুব বোরিং ৪০ মিনিট পর্যন্ত দেখেছি।
থাপাড় দেখেছি ভালোই। বাকি গুলো দেখি নাই!!

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: সব গুলো মুভির দেখেছি। আমার দৃষ্টিতে ৩ ও ৭ নম্বরটা দারুন মুভি।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: বাগি থ্রি তামিল সিনেমার রিমেক। আসলটা বেশি ভাল ছিল । এটা কাজের না তেমন । মিসেস সিরিয়াল কিলারটা চলে মোটামুটি । তানহাজি এভারেজ । থাপ্পাড়টা সব থেকে ভাল । প্রত্যেক মেয়ের থাপ্পাড় মুভিটা দেখা উচিৎ ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ও মুভি গুলি সম্পর্কে আলোচনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.