নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির খেয়াল - ০৪

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৫

১ : হেলিয়ামফোরা

ভেনিজুয়েলার সুন্দর এই উদ্ভিদটির রূপ দেখে আপনি যেমন বিমহিত হবেন, তেমনি এটি জেনে অবাক হবেন যে সুন্দর এই উদ্ভিদটি শিকারি মাংসাশী উদ্ভিদ। এর নাম হেলিয়ামফোরা পুলচেলা (Heliamphora pulchella).
ছবি : ফেসবুক




২ : পোঁকা

মানুষ-মুখী এই পোঁকার নাম Man-faced Stink Bug. এরা বেশ ভালোই দুর্গন্ধ ছড়ায়।
ছবি : ফেন্ডার মালায়া




৩ : লেডিবাগ

আপনি জানলে অবাক হবেন দুনিয়াতে প্রায় ৫,০০০ বিভিন্ন প্রজাতির লেডিবাগ রয়েছে। এরা লেডিবিটল বা লেডিবার্ড বিটল নামেও পরিচিত। এগুলি বিভিন্ন রঙ এবং প্যাটার্নের হয়। অনেক যায়গায় এদের সৌভাগ্য প্রতিক হিসেবে বিবেচনা করা হয়।
ছবি : ফেসবুক




৪ : ডিমের জগৎ

আমাদের পৃথিবীতে কতো শত সহস্র প্রজাতির পাখি রয়েছে! একেক পাখির ডিম একেক রকমের। কারো ডিম বড়, কারটা ছোট, কারো ডিম সাদা, কারো সবুজ, কারো নীল। পাখির ডিমের অবিশ্বাস্য রকমফেরের খুবই ছোট একটা নমুনা এটি!
ছবি : ফেসবুক




৫ : ডাম্বো অক্টোপাস

পৃথিবীর মহাসাগরগুলির গভীরে বিস্ময়কর রহস্যময় প্রাণীদের বাস। তাদের মধ্যে একটি হচ্ছে (Dumbo octopuses) ডাম্বো অক্টোপাস। এরা সমুদ্রের কমপক্ষে ১৩,০০০ ফুটগ ভীরতায় বাস করে। ডাম্বো অক্টোপাস প্রাকৃতিকভাবে বিরল, অর্থাৎ এদের সংখ্যা খুবই কম। অন্যদিকে বিশাল সমুদ্রে মিটিং এর সময় নিজেদের সঙ্গীদের খুঁজে পাওয়াটা খুবই অনিন্চিত। তাই প্রকৃতিই তাদের বিকাশটা অন্য রকম করে দিয়েছে। একটি মহিলা ডাম্বো অক্টোপাস পুরুষের সাথে যখন মিলিত হয় তখন সে পুরুষের শুক্রাণু গুলি নিজের ভিতরে দীর্ঘসময়ের জন্য সঞ্চয় করে রাখতে পারে। পরে প্রয়োজন মতো মহিলা ডাম্বো অক্টোপাস তাদের সবচেয়ে উন্নত ডিম্বাণুতে শুক্রাণু স্থানান্তর করতে পারে অনুকুল পরিবেশ পেলে।
ছবি : ফেসবুক



=======================================================================
প্রকৃতির খেয়াল - ০১, প্রকৃতির খেয়াল - ০২, প্রকৃতির খেয়াল - ০৩
=======================================================================

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কতগুলো ছবি আসতেছে না উপরে দুইটা আসছে

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: এমনতো হওয়অর কথা নয়। আমিতো সব গুলিই দেখতে পাচ্ছি।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২১

সোনালি কাবিন বলেছেন: ঝলমলে রঙিন একটি পোস্ট ।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি কি ৫টি ছবিই দেখতে পাচ্ছেন?

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৫

সোনালি কাবিন বলেছেন: লেখক বলেছেন: আপনি কি ৫টি ছবিই দেখতে পাচ্ছেন?

# হ্যাঁ

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ছবি আপু কেনো দেখতে পাচ্ছেন না, বুঝলাম না।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৬

জুল ভার্ন বলেছেন: চমতকার পোস্ট। হেলিয়ামফোরা সম্পর্কে আগেও কিছুটা ধারনা পেয়েছিলাম ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে একটা ডকুমেন্টারি দেখে। +

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
এদের চাচাতো ভাই মাছি ফাঁদ উদ্ভিদ নিয়ে একটি পোস্ট আমি সামুতে করেছিলাম অনেক আগে। বাকিদের পোস্ট গুলি আলসেমী করে করা হয় নাই।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: সব সুন্দরীরাই মনে হয় বিপজ্জনক :-B
একে কিছু দিন আগে পেপারে দেখলাম। আর ২ নং ছবিটার সৌন্দর্যে আর অভিনবত্বে মুগ্ধ জলদস্যু।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
এইটা সত্যি বলছেন সব সুন্দরীরাই বিপজ্জনক। বরং একটু বেশীই বিপজ্জনক। /:)

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় জুনাপু।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন:



মরুভূমির জলদস্যু

ধুসর ’মরুভূমির জলদস্যু’ নিক
বালিতে জলের উগ্র উপস্থিতি যেন
তপ্ত অরুণের তাপে, তেমন আছেন
অসুন্দর প্রতিরোধে অনন্য সত্ত্বায়।
তাঁর রুচিময়তায় দেখেছি অধীক
রয়েছে রত্ন প্রবাল। কেউ চিনবেন
তাঁকে স্নিগ্ধ আচরণে। তাঁকে জানবেন
মতিময় গতিময় দীপ্তিময়তায়।
পাঠক এখানে পায় খানিক প্রশান্তি
নয়ন জুড়ানো সৃষ্টি রূপের উদ্ভব
পোষ্টের প্রতিটি প্রান্তে। অহেতুক ক্লান্তি
এখানে কখনো নেই। এখানে নিরব
হট্টগোল গন্ডগোল সব গোলমাল
এখানে চমৎকার আছে বেশামাল।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এতো রূপকথার মতো।
ধন্যবাদ বললে কম বলা হয়, শুধু কৃতজ্ঞতা জানালাম।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ছবি ব্লগ। অবাক দুনিয়া।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

শেরজা তপন বলেছেন: দুই নম্বরটা পহেলাবার দেখলাম। ১ নং ছবি চমৎকার- ভাল ফটোগ্রাফার।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। ২ নাম্বারটি আসলেই বিচিত্র।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৬

ইসিয়াক বলেছেন: অদ্ভুত সুন্দর।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:



পাখির সব ডিমই খাওয়া যায়? মেন ফেইস বাগের দূর্গন্ধ কেমন হয়?

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পাখির সব ডিমই খাওয়া যাওয়ার কথা।
দূর্গন্ধ কেমন হয় সেটা বলতে পারলাম না।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান , চমতকার সব ছবির জন্য ধন্যবাদ।


সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর , তা সে পোকা হউক কিংবা গাছ বা অন্য কিছু।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রকৃতিতে কত রহস্যই না লুকিয়ে আছেঁ!
সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে খুব অল্প ধারনাই আছে আমাদের।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৮

কামাল৮০ বলেছেন: অনেক কিছু্ই প্রথম দেখলাম আজকে।আগে দেখা হয় নাই।এই জন্য ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি অনেক কিছুই প্রথম দেখে-জেনে এখানে জানাচ্ছি ভাইজান।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৫

অপ্‌সরা বলেছেন: লেডিবাগের সাথে কুঁচফলের মিল আছে তাই না!!!

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এই ভাবে কখনো দেখি নাই।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৯

অপু তানভীর বলেছেন: প্রথম দুটো ছবি দেখে সত্যই অবাক হলাম । Heliamphora লিখে ইউটিউবে সার্চ দিয়ে কয়েকটা ভিডিও দেখলাম । তবে ছবির মত এমনটা খুজে পেলাম না অবশ্য । ম্যান ফেসড বাগটাও দেখলাম । এটা বেশ চমৎকার মনে হল!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার এই সামান্য পোস্ট আপনার আগ্রহ জাগিয়েছে দেখে ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫১

পোড়া বেগুন বলেছেন:
আপনার সৌজন্যে অনেক অজানা, অচেনা ও প্রকৃতির আজব কিছু দেখতে পাই সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সাথে থেকে, দেখে মন্তব্য করার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবগুলো ছবিই দারুণ তবে প্রথম ছবিটা আমাকে মুগ্ধ করেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্টে ভালো লাগা জানানোর জন্য।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:৪৮

সোহানী বলেছেন: দারুনতো.......

২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.