নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পলাশ ও পারিজাত পরিচিতি

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১০

পলাশ ফুল

২০১৭ সালের কথা। ফেসবুকে আমার শেয়ারর করা পলাশ ফুলের একটি পোস্টে একজন বোন বলেছিলেন পলাশ ও মান্দার ফুল আলাদা করে চিনতে পারার সুবিধার জন্য একটা লেখা লিখতে। লিখবো কথা দিয়েও বরাবরের মতোই আমি সেটি ভুলে গিয়েছিলাম। বেশ কয়েক মাস পরে মান্দার ফুলের একটা ছবি শেয়ার করলে সেই বোনটি পলাশ ও মান্দার এর বিষয়টি আবার আমাকে মনে করিয়ে দেন। তাই সেবার আবার ভুলে যাওয়ার আগেই এই লেখাটা লিখে ফেসবুকে শেয়ার করে ছিলাম। এখন সেই লেখাটি সামুতে প্রকাশ করছি। তাই এই লেখাটি স্বাভাবিক ভাবেই সেই বোনটিকে উৎসর্গ করা হলো।

পারিজাত বা মান্দার ফুল

পলাশ ও পারিজাতের তথ্যগত তফাৎ
পলাশের Scientific Name : Butea monosperma
মান্দারের Scientific Name : Erythrina variegata
তবে দুইজনের পরিবার একই - Fabaceae

পলাশের Common Name : Flame of the Forest, Parrot tree, Bastard Teak, battle of Plassey tree, Bengal kino, palas tree.
মান্দারের Common Name : Tiger's Claw, Indian Coral Tree, Coral Tree, Sunshine Tree, Lenten tree.

পলাশের অন্যান্য ও আঞ্চলিক নাম : কিংশুক, কির্স্মী, যাজ্ঞিক, ব্রহ্মপাদপ, ক্ষারশ্রেষ্ঠ, রক্তপুষ্প, ত্রিবৃত ও সমিদুত্তম। ধারা, কেসু, ঢাক, লস (ভারত)।
মান্দারের অন্যান্য ও আঞ্চলিক নাম : কটকিংশুক, কণ্টকী, নিম্ববৃক্ষ, পারিভদ্র, পালতেমাদার, পালদেমাদার, পালিধামাদার, প্রভদ্রক, বুনো পলাশ, মন্দার, মাদার, মান্দর, রক্তপুষ্প ইত্যাদি।

এইতো গেলো নামের বিষয়। এখানে বলে রাখি, পলাশ ও মান্দারের আলাদা আলাদা কয়েক প্রকারের ফুল আছে। আমরা সেগুলি নিয়ে আলাপ করবো না। আজ শুধু সাধারনত যে পলাশ ও মান্দার আমরা দেখে থাকি তাদের আলাদা করে চেনাল চেষ্টা করবো।

আমি ৫টি ভাগে জোড়ায় জোড়ায় ১০টি ছবি দেখাবো। যার মধ্যে প্রথেম ২টি ছবি হাতে আঁকা, যা নেট থেকে সংগ্রহ করা। ৩য় ও ৪র্থ ছবির একটি করে ২টি ছবি নেট থেকে সংগ্রহ করা। এবং বাকি ৬টি ছবি বিভিন্ন সময় আমার নিজের তোলা। এই ছবি কয়টি দেখলেই আশাকরি পলাশ ও মান্দারকে সহজেই আলাদা আলাদা করে চেনা যাবে।
















তাছাড়া শেষের ৪টি ছবিও নেট থেকে সংগ্রহ করা। তাদের প্রথম ৩টি হচ্ছে তিন রকমের মান্দার ফুলের আর শেষেরটি হচ্ছে হলুদ পলাশের।
মান্দার ফুল


মান্দার ফুল


মান্দার ফুল


হলুদ পলাশ


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গামার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা,
জবা, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা
জারবেরা, জ্যাকারান্ডা,
ঝুমকোলতা, ঝুমকো জবা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ
শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত অকন্দ
সুলতান চাঁপা, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২২

অপ্‌সরা বলেছেন: মান্দার বা পারিজাতের ইংলিশ নাম কি বটলব্রাশ!


মান্দার নামটা কেমন বিছছিরি।

কিন্তু পারিজাণ নামটা কি সুন্দর!!!!!!!

পারিজাতের কেশন নিয়ে
ধরায় শসী ছড়ায় কি য়ে .....

ইন্দ্রপুরীর কোন রমনী বাসর প্রদীপ জ্বালো!!

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বোতল ব্রাশ আর মান্দার বা পারিজাত ভিন্ন ভিন্ন ফুল।

চেনে কবিতা / গানের প্রায় অচেনা কথা

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ॥
পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে--
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো ॥
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা,
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা।
পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ।
ইন্দ্রপুরীর কোন রমণী বাসরপ্রদীপ জ্বালো ॥


সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: নীলগিরিতে দেখেছি। পাতার চেয়ে ফুল বেশি গাছ গুলোতে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
পলাশ ও পারিজাত দুটই ফুল ফোটার সময় পাতা ঝরিয়ে ফুলে ফুলে সেজে উঠে।
পাহাড়ে এদের বেশ দেখা মেলে।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফাগুনে আগুনরাঙা
পলাশের তুলনাই হয়না।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৮

অঙ্গনা বলেছেন: দুইটা দেখতে সেইম মনে করছিলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সেইম না, তফাত আছে দেখতেই পাচ্ছেন।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৮

অপ্‌সরা বলেছেন: ছায়ানটের ফাল্গুন বন্দনায় বাঁজে ....

রক্তিম অংশুক মাথে,
কিংশুক কঙ্কণ হাতে,
মঞ্জীর-ঝঙ্কৃত পায়ে
সৌরভ-মন্থর বায়ে
বন্দন-সঙ্গীত-গুঞ্জন-মুখরিত
নন্দন কুঞ্জে বিরাজো॥


অংশুক কিংশুক ভাগ্যিস হিংসুকও এসে যায়নি! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আর একটু আগাইলে হিংসুক পর্যন্ত পৌছে যেতো।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই বুঝি সেই মান্দার গাছ,
নারীদের তাড়া খেয়ে পুরুষদের
এই গাছে চড়তে হবে। কারন
মান্দার গাছের কাটার আঘাতও তুচ্ছ মনে
হবে নারীদের যন্ত্রনার কাছে!

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
মান্দার আর পলাশ দুটই আছে। তাড়া খেলে মান্দার গাছে উঠবেন, আর সোহাগের সময় পলাশ ফুল উপহার দিবেন। ;)

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের তাড়া খাবার সময় শেষ।
আগামী কোন এক প্রজন্ম মেয়েদের
তাড়া খাবে। এখনই তারা শতকরা
দুই জন বেশী পুরুষদের থেকে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনতে পাই বাংলাদেশের শেষ গনগোননায় নারী-পুরুষের সংখ্যা না কি মান!?

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি ফুলপ্রেমী হবার প্রেরণা কারও কাছ থেকে পেয়েছেন?

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: না, কারো কাছ থেকে প্রেরণা পাইনি।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। তথ্য বহুল।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেকদিন পরে মন্তব্য করার জন্য।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানটাতে পারিজাতের কথা আছে। লাইনটা বলেন দেখি। :)

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:



তোমারই দুয়ারে তবু তার যাওয়া আসা,
বালুচরে চলে আশা লয়ে বাঁধা বাসা।।
স্বপ্নেরও তরীখানি টানিবে না সে তো জানি
মাধুরীতে ভরা স্বর্গের পারিজাত
মোর জীবন পারে
স্মরণের তীরে কেন ডাকো
কেন ডাকো আজি তারে।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৭

বিটপি বলেছেন: আমার মেয়েকে পলাশ, হিজল আর শিমুল গাছ দেখাতে চাই। কওন মাসে কোথায় নিয়ে গেলে ভাল হবে?

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: পলাশ ফোটে ফেব্রুয়ারিতে। শিমুলও সেই সময়েই ফোটে। হিজল ফুল ফোটে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে।
পলাশ রামনাতে পাবেন। ভাল হয় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে তে গেলে। প্রচুর পলাশ গাছ লাগিয়েছে ডিভাইডারে। কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভেও প্রচুর গাছ আছে। বান্দরবানে গেলেও প্রচর পলাশ এবং শিমুল দেখতে পাবেন।

শিমুল দেখার জন্য শিমুল বাগানে যেতে পারেন। সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ বিঘার বেশি জায়গা জুড়ে যাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠেছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান।

হিজলও পেয়ে যাবেন রমনাতেই।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২১

জুল ভার্ন বলেছেন: অতন্ত্য সুন্দর একটা ছবি ব্লগ। মান্দার ফুলের সাথে পলাশ, শিমুল এবং রুদ্রপলাশের পার্থক্য সুস্পষ্ট। +

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: এই পোস্টে শুধু মান্দার আর পলাশের তফাত দেখিয়েছি।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৭

রানার ব্লগ বলেছেন: পলাশ ফুটেছে শিমুল ফুটেছে

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার গানটি শেয়ার করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর। পার্থক্যটা সহজেই বুঝা যায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: দারুন সব ছবি !
দুইটা ই প্রিয় ফুল আমার। মান্দার ফুল হাতের নাগালে পাওয়া। ঢাবি ক্যাম্পাস
সরোওয়ার্দি উদ্দ্যানে পলাশ বইমেলার সময়ে সংগ্রহ করেছি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
রামপুরা ব্রিজের দক্ষিণ কোনায় একটি মান্দার গাছ ছিলো। গাছটাতে টকটকে লাল ফুল ফুটতো। কিযে সুন্দর লাগতো ফুল ফুটলে।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: মান্দার ফুল আমি দেখি আগে । তবে পলাশ ফুল দেখেছি খুব । আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুর আছে । সেই পুকুর পাড়েই আছে একটা বিরাট গাছ । আমাদের এলাকাতে এই গাছ কে বলে পাকড়া গাছ । পাকড়া ফুল ! প্রচলিত আছে পাকড়া গাছে ভুত থাকে বেশি !

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
পলাশ গাছে ভূতের খবরতো পাইনি, তবে মান্দার গাছের সম্ভবতো কিছু বদনাম আছে।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

১৭| ১৫ ই মে, ২০২৪ রাত ১০:১৩

জ্ঞানের টোকাই বলেছেন: নতুন কিছু জানতে পারলাম। ধন্যবাদ !:#P

১৬ ই মে, ২০২৪ দুপুর ১২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.