নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাণী দ্বিতীয় এলিজাবেথ ৬ ফেব্রুয়ারি ১৯৫২ থেকে ৮ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত যুক্তরাজ্য / ইংল্যান্ডের রাণী ছিলেন। জীবনদশায় তিনি প্রায় ৩২ টি দেশের রাণী ছিলেন, যদিও মৃত্যুকালে তার রাজত্ব ছিল ১৪ টি কমনওয়েলথ রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে তাঁর ৭০ বছর ২১৪ দিনের রাজত্ব ছিল দীর্ঘতম। তিনিই ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় যাবত ক্ষমতায় থাকা নারী রাষ্ট্রপ্রধান।
রাণী দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুর পরে ইংল্যান্ডের রাজ সিংহাসনে বসেছেন তার বড় ছেলে ৭৪ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস।
রাজা তৃতীয় চার্লসের পরে সিংহাসনে কে বসবেন?
রাণী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে, রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু? নাকি রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতী, রাজা তৃতীয় চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম?
ইংল্যান্ডের রাজ সিংহাসনে কে বসবে তার একটি ধারা আছে। সহজ করে অল্প কথায় বলতে গেলে বংশের বড় ছেলে সন্তান এবং তার বংশধরেরাই উত্তরাধীকার দৌঁড়ের প্রথম সারিতে থাকবে, দ্বিতীয়-তৃতীয় সন্তানেরা ধারাবাহিক ভাবে পিছনে পরে যাবে।
বর্তমানে রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে তার বড় ছেলে তৃতীয় চার্লস হয়েছেন রাজা। তারপরে এখনো আরো ৬২ জন ব্যক্তি জীবিত আছেন রাজ সিংহাসনে বসার তালিকায় অপেক্ষমান।
এই তালিকার প্রথম ধাপে আছেন ১ থেকে শুরু হয়ে ৭ পর্যন্ত ৭ জন।
দ্বিতীয় ধাপে আছেন ৮ থেকে শুরু হয়ে ১২ পর্যন্ত ৫ জন।
তৃতীয় ধাপে আছেন ১৩ থেকে শুরু হয়ে ১৫ পর্যন্ত ৩ জন।
চতুর্থ ধাপে আছেন ১৬ থেকে শুরু হয়ে ২৩ পর্যন্ত ৮ জন।
পঞ্চম ধাপে আছেন ২৪ থেকে শুরু হয়ে ২৬ পর্যন্ত ৩ জন।
ষষ্ঠ ধাপে আছেন ২৭ থেকে শুরু হয়ে ২৯ পর্যন্ত ৩ জন।
তালিকার প্রথম ধাপের ১ থেকে শুরু হয়ে ৭ পর্যন্ত ৭ জন হচ্ছেন-
(১) উইলিয়াম, প্রিন্স অফ ওয়েলস (রাজা তৃতীয় চার্লসের বড় ছেলে)
- - - - (২) প্রিন্স জর্জ অফ ওয়েলস (প্রিন্স উইলিয়ামের বড় ছেলে)
- - - - (৩) রাজকুমারী শার্লট অফ ওয়েলস (প্রিন্স উইলিয়ামের মেয়ে)
- - - - (৪) প্রিন্স লুইস অফ ওয়েলস (প্রিন্স উইলিয়ামের ছোট ছেলে)
(৫) প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স (রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে)
- - - - (৬) আর্চি মাউন্টব্যাটেন-উইন্ডসর (প্রিন্স হ্যারির বড় ছেলে)
- - - - (৭) লিলিবেট মাউন্টব্যাটেন-উইন্ডসর (প্রিন্স হ্যারির বড় মেয়ে)
তালিকার দ্বিতীয় ধাপের ৮ থেকে শুরু হয়ে ১২ পর্যন্ত ৫ জন হচ্ছেন-
(৮) প্রিন্স অ্যান্ড্রু (রাণী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে)
- - - - (৯) প্রিন্সেস বিট্রিস (প্রিন্স অ্যান্ড্রুর বড় মেয়ে)
- - - - - - - - (১০) সিয়েনা ম্যাপেলি মোজি (প্রিন্সেস বিট্রিসের মেয়ে)
- - - - (১১) প্রিন্সেস ইউজেনি (প্রিন্স অ্যান্ড্রুর ছোট মেয়ে)
- - - - - - - - (১২) আগস্ট ব্রুকসব্যাঙ্ক (প্রিন্সেস ইউজেনির ছেলে)
তালিকার তৃতীয় ধাপের ১৩ থেকে শুরু হয়ে ১৫ পর্যন্ত ৩ জন হচ্ছেন-
(১৩) প্রিন্স এডওয়ার্ড (রাণী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে)
- - - - (১৪) জেমস ভিসকাউন্ট সেভার্ন (প্রিন্স এডওয়ার্ডের ছেলে)
- - - - (১৫) লেডি লুইস উইন্ডসর (প্রিন্স এডওয়ার্ডের মেয়ে)
তালিকার চতুর্থ ধাপের ১৬ থেকে শুরু হয়ে ২৩ পর্যন্ত ৮ জন হচ্ছেন-
(১৬) প্রিন্সেস অ্যান (রাণী দ্বিতীয় এলিজাবেথের মেয়ে)
- - - - (১৭) পিটার ফিলিপস (প্রিন্সেস অ্যানের ছেলে)
- - - - - - - - (১৮) সাভানা ফিলিপস (পিটার ফিলিপসের বড় মেয়ে)
- - - - - - - - (১৯) ইসলা ফিলিপস (পিটার ফিলিপসের ছোট মেয়ে)
- - - - (২০) জারা টিন্ডাল (প্রিন্সেস অ্যানের মেয়ে)
- - - - - - - - (২১) মিয়া গ্রেস টিন্ডাল (জারা টিন্ডালের বড় মেয়ে)
- - - - - - - - (২২) লেনা এলিজাবেথ টিন্ডাল (জারা টিন্ডালের ছোট মেয়ে)
- - - - - - - - (২৩) লুকাস ফিলিপ টিন্ডাল (জারা টিন্ডালের ছেলে)
তালিকার পঞ্চম ধাপের ২৪ থেকে শুরু হয়ে ২৬ পর্যন্ত ৩ জন হচ্ছেন-
(২৪) ডেভিড আর্মস্ট্রং (রাণী দ্বিতীয় এলিজাবেথের ছোট বোন প্রিন্সেস মার্গারেটের ছেলে)
- - - - (২৫) চার্লস আর্মস্ট্রং-জোনস (ডেভিড আর্মস্ট্রংএর ছেলে)
- - - - (২৬) লেডি মার্গারিটা আর্মস্ট্রং-জোনস (ডেভিড আর্মস্ট্রংএর মেয়ে)
তালিকার পঞ্চম ধাপের ২৭ থেকে শুরু হয়ে ২৯ পর্যন্ত ৩ জন হচ্ছেন-
(২৮) লেডি সারাহ চট্টো (রাণী দ্বিতীয় এলিজাবেথের ছোট বোন প্রিন্সেস মার্গারেটের মেয়ে)
- - - - (২৮) স্যামুয়েল চট্টো (লেডি সারাহ চট্টোর বড় ছেলে)
- - - - (২৯) আর্থার চট্টো (লেডি সারাহ চট্টোর ছোট ছেলে)
রাণী দ্বিতীয় এলিজাবেথ এর বাবা রাজা ষষ্ঠ জর্জ এবং তার পরবর্তী বংশধরদের তালিকায় এই ২৯ জন আছেন সিংহাসনের দাবিদার।
অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথ এর বাবা রাজা ষষ্ঠ জর্জ এর বড় ভাই রাজা অষ্টম এডওয়ার্ড এর পরবর্তী বংশধরদের তালিকায় আছেন আরো ৩৩ জন। তাদের তালিকা আর দিলাম না এখানে।
সূত্র : সকল তথ্য ও ছবি বিভিন্ন ওয়েব সাইট থেকে সংগৃহীত।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক অনেক দিন পরে আপনাকে দেখতে পেলাম।
স্বাগতম আপনাকে।
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আসলেই খারাপ না।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৮
অপু তানভীর বলেছেন: ইংল্যান্ডের একটা ব্যাপার সব থেকে ভাল লাগে সেটা হচ্ছে ব্লাড লাইনে যদি মেয়ে আসে তাহলে সেই হবে প্রধান । এটা বলতে গেলে অন্যান্য দেশের ক্ষেত্রে কল্পনাই করা যায় না । আমাদের পুরুষ সমাজ কোন নারীতে তাদের শাসক হিসাবে মেনেই নিতে পারে না । দরকার হলে ৬ বছরের নাবালককে শাসক বানাতে রাজি তবুও কোন যোগ্য নারীকে নয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
কিছু পাহাড়ি উপজাতী আছে যেখানে নারীরাই উত্তরাধিকারী হয়। সেটি কেমন?
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
রাজতন্ত্র কি দিচ্ছে বৃটেন ও বিশ্বকে?
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: কি দিয়েছে না দিয়েছে সেটি নিয়ে আমার কোনো আগ্রহ নেই।
চাইলে সেই সব নিয়ে আপনি একটি পোস্ট লিখতে পারেন।
লিখবেন?
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৬
অপু তানভীর বলেছেন: দুটি ব্যাপার কিন্তু এক না । আমাদের দেশে আমার জানা মতে তিনটি উপজাতি মাতৃতান্ত্রিক । এখানে নিয়মই নারীরা প্রধান হবে । কিন্তু ব্রিটেনের ব্যাপার হচ্ছে সেখানে নারী পুরুষ প্রধান নয়, বরং সন্তান, একজন মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে । নারী পুরুষের মধ্যে পার্থক্য করা হচ্ছে না ।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
অবশ্যই দুটি আলাদা জিনিস।
ইংল্যান্ডের ধারা বিষয়টাও ভালো না। দ্বিতীয় সন্তানকে গুরুত্বহীন করা হচ্ছে।
বড় ভাইয়ের পরে তার ছেলে উত্তরাধীকার না হয়ে বরং ছোট ভাই উত্তরাধিকার হওয়াটাই ভাইলো ছিলো। যদিও তাতে কিছুটা জটিলতা সৃষ্টি হতো। তবে সেটি সমাধান করারটাও কঠিন হতো না।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৬
জুল ভার্ন বলেছেন: পদাধিকারবলে রাজা-রানি হওয়ায় কোনো মাহাত্ম্য নাই। তার উপর সেটা যদি হয় শুধুমাত্র নিয়মরক্ষা!
পোস্টে প্লাস।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: তবুও ঐতিহ্যবাহী এই প্রথা এখনো ওরা সম্মানের সাথে টিকিয়ে রেখেছে সেটি কম কথা নয়।
পোস্টে প্লাসের জন্য ধন্যবাদ আপনাকে।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিন্স উইলিয়াম।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: উইলিয়াম ৬২ জনের একজন। তার পরে আরো ৬১ জন আছে।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৩
বিটপি বলেছেন: প্রিন্স লুইয়ের পরের সিরিয়াল প্রিন্স হ্যারি হয় কি করে? সে তো রাজপরিবারের সমস্ত উপাধি পরিত্যাগ করে আমেরিকার পাস্পোর্ট হোল্ডার হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: সব সূত্রেইতো প্রিন্স হ্যারি আছে! কেনো কিভাবে আছে তা জানি না।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫০
রানার ব্লগ বলেছেন: তাহার পরে আবার রাজা । তাহার পরে আবার রাজা । তাহার পরে রাজার বিয়ে । তাহার পরে রানি অন্তঃসত্বা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
খ্যাক খ্যাক খ্যাক
তাহার পরে কি?
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৩
কামাল৮০ বলেছেন: আমি রাজতন্ত্রের পক্ষের লোক না,আমি গনতন্ত্রের পক্ষের লোক।বৃটেনের ছোট ছোট কিছু দ্বীপ আছে।সেগুলির দখলদারী বজায় রাখতে এই চাতুরী।তার মধ্যে প্রধান ফকল্যান্ড।
১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
হতে পারে, আমার ঠিক জানা নেই।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আমার নিকট মন্দলাগে না।