নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মাধবীলতা

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৪

ফুলের নাম : মাধবীলতা



অন্যান্য ও আঞ্চলিক নাম : অতিমুক্ত, অতিমুক্তক, অভীষ্টগন্ধক, কামী, কামুক, চন্দ্রবল্লী, পুণ্ড্রক, পুষ্পেন্দ্র, বাসন্তী, বাসন্তীদূতী, বাসন্তীলতা, বিমুক্ত, ভদ্রলতা, ভূজপ্রিয়া, ভূমিমণ্ডপভূষণা, ভ্রমরোৎসব, মণ্ডক, মণ্ডপ, মাধবিকা, লতামাধবী ইত্যাদি।
Common Name : Hiptage
Scientific Name : Hiptage benghalensis

নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায়?
যেন জলে চলে থল কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়।।
কলসে কঙ্কনে রিনিঠিনি ঝনকে,
চমকায় উন্মন চম্পা বনকে,
দলিত অঞ্জন নয়নে ঝলকে, পলকে খঞ্জন হরিণী লুকায়।।
অঙ্গের ছন্দে পলাশ মাধবী অশোক ফোটে,
নূপুর শুনি বনতুলসীর মঞ্জরী উলসিয়া ওঠে।
মেঘ বিজড়িত রাঙা গোধূলি
নামিয়া এলো বুঝি পথ ভুলি,
তাহার অঙ্গ তরঙ্গ বিভঙ্গে কুলে কুলে নদী জল উথলায়।।
----- কাজী নজরুল ইসলাম -----




আমরা অনেকেই মধুমঞ্জরী লতাকে ভুল করে মাধবীলতা নামে চিনি। আমাদের বাংলাদেশে মধুমঞ্জরীই মাধবীলতা নামে বেশি পরিচিত। অথচ দুটি আসলে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ফুল। শুধুকি তাই! প্রায় একই রকম নামে ৪টি ফুল আছে যাদের নিয়ে অনেকেই প্যাচ লাগিয়ে ফেলে। নিচের ছবিতে পাশাপাশি সেই চারটি ফুলের ছবি আর তথ্য রইলো।



আমি মোটামুটি নিশ্চিত আমাদের মধ্যে গড়ে ৮০% লোক এই আসল মাধবীলতা ফুল কখনো দেখিনি। বাংলাদেশে মাধবীলতা বেশ রেয়ার হয়ে গেছে। তাই নামে চিনলেও একে দেখার সুযোগ খুব কম লোকেরই হয়েছে।

তেমনি আজো উদিছে বিধু, মাতিছে মধুযামিনী,
মাধবীলতা মুদিছে মুকুলে--
বকুলতলে বাঁধিছে চুল একেলা বসি কামিনী
মলয়ানীল-শিথিল-দুকূলে।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----




মাধবীলতা ফুল ফোটার সময় বসন্ত ও গ্রীষ্ম ঋতু হলেও কখনো কখনো বর্ষা পর্যন্ত ফোটে। তবে সমস্যা হচ্ছে ফুল ফোটা শুরু হলে খুব অল্প দিনের মধ্যেই সমস্ত ফুল ফুটে যায়। ফলে ফুল দেখার সুযোগ কমে যায়। তাই রবীন্দ্রনাথ কবিতার ভাষায় খিলেছেন-

মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।
এসে হেসেই বলে, "যা ই যা ই যাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
আকাশের তারা বলে তারে, "তুমি এসো গগন-পারে,
তোমায় চা ই চা ই চাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে,
বলে, "আ য় আ য় আয়'॥
বলে, "নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে
বেলা যা য় যা য় যায়।
বলে, "পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,
সময় না ই না ই নাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----



মাধবীলতা নাম থেকেই বুঝা যায় মাধবী হচ্ছে লতানো গাছ, মূলত বৃক্ষারোহী লতানো গাছ। অন্য বড় কোন গাছকে আশ্রয় করে ছড়িয়ে পরে। মাধবীলতা দীর্ঘজীবী গাছ। মাধবীলতা গাছ যখন অনেক বছরের পুরনো হয় তখন বেশ কাষ্ঠল মোটা হয়ে উঠে। গাছে কোন কাটা থাকে না।



মাধবীলতার ফুল গুচ্ছবদ্ধ ও বিন্যাস সুসংবদ্ধ। মুকুলগুলো সূক্ষ্ম রোমে ভরা। ফুল সাদা রঙের, পাঁচটি পাপড়ি এবং তার মধ্যে পঞ্চম পাপড়িটির গোড়ার দিক হলদেটে। মাধবীলতা ফুল সুগন্ধযুক্ত।

বেনুবন মর্মরে দখিনবাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে--
মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
পাখায় বাজায় তার ভিখারীর বীণা,
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----




ফুল থেকে ফল হয়, বীজ থাকে ২/৩টি এবং তা রোমশ। ফল দেখতে বেশ সুন্দর, মনে হয় ভিন্ন আরেকটি ফুল।
গাছের পাতা বিপরীতমুখী, আয়তকার, বোঁটার দিক থেকে আগা ক্রমশ সরু, সাধারণত ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা হয়। মাধবীলতা অযত্নেও বাড়ে, বীজ থেকে চারা হয়, ডাল কেটে মাটিতে পুঁতে রাখলেও চারা পাওয়া যায়।

মাধবীলতা গাছ বেশ কম দেখা যায়। দেখতে চাই যেতে পারেন রমনা পার্কে, আর আছে মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে।


তথ্য সূত্র : নিজ, বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত ও পরিমার্জিত।
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০১৮ ইং



=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গামার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা,
জবা, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা
জারবেরা, জ্যাকারান্ডা,
ঝুমকোলতা, ঝুমকো জবা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ
শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত অকন্দ
সুলতান চাঁপা, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৮

জুল ভার্ন বলেছেন: মাধবী ফুলের নাম নিয়ে আসলেই অনেক বিভ্রান্তি রয়েছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ঠিক বলেছেন। অনেকেই নিজের ভুল জানাটাকে আকড়ে ধরে থাকতেই বেশী পছন্দ করেন।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৪

ককচক বলেছেন: সুন্দর। সময়সাময়িক কবিরা কি ফুল নিয়ে কবিতা লিখেন না; সময়সাময়িক কবিদের কবিতা ক্যোট করলে কবিরা উপকৃত হইতো, আমরাও তাদের লেখার সাথে পরিচিত হতাম।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
সময়সাময়িক কবিরা ফুল নিয়ে কবিতা লিখেন। বেশ ভাল পরিমানেই লিখেন।
তবে কিনা সেই সব অনেক কবিতায় আমার মনে হয় আবেগ আর উপলব্ধীর কিছুটা ঘাটতি থাকে।
আমি কিন্তু নতুনদের কবিতাও ব্যবহার করি।
এই মুহূর্তে মনে পরছে আমার লেখা কচুরিপানা ফুল পোস্টে আমাদের সামুর ব্লগার ডঃ এম এ আলী সাহেবের কবিতা আমি ব্যবহার করেছি।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

নাহল তরকারি বলেছেন: ভাই। এমন কিছু লেখেন যাতে সমাজের উপকার হয়। আপনার এই ব্লগ সমাজের কি উপকার হয়, আমি জানি না। আপনার ব্লগ গুলো দেখে মনে হয় আমি “বোটানি” নিয়ে পড়তে বসেছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
ব্লগ লিখে সমাজের উপকার করার জন্য আপনারা আছেন তো। আপনারা যা উপকার করছেন তাতেই যথেষ্ট, নতুন কারো না আসলেও চলবে।
আমি ব্লগ লিখি নিজের আনন্দের জন্য, সমাজের উপকার করার জন্য নয়। আমি সমাজের উপকার করি সমাজে থেকেই।
চাইলে সেই ফিরিস্তিও কিছুটা দিতে পারি আপনাকে।
আমার ব্লগ দেখে যদি বোটানি সম্পর্কে সামান্য জ্ঞানও আপনার মধ্যে ঢুকে সেটাই অনেক। B:-/

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৪

শেরজা তপন বলেছেন: নাহল তরকারি বলেছেন, ভাই। এমন কিছু লেখেন যাতে সমাজের উপকার হয়। আপনার এই ব্লগ সমাজের কি উপকার হয়, আমি জানি না। আপনার ব্লগ গুলো দেখে মনে হয় আমি “বোটানি” নিয়ে পড়তে বসেছি।
~ আপনার এইটা ভাল না লাগলে পইড়েন না। সমস্যা চুকে গেল। আপনি যা লিখছেন তা দিয়ে সমাজ আর তাবৎ বিশ্বের এমন কি উপকার হয়েছে বলতে পারবেন? (আমিও এমন কিছু লিখিনি)
আপনি একদিন এমন একটা ছবি তুলে ব্লগে পোষ্ট দিয়েনতো ভাই। উঁনার ছবিগুলো মৌলিক!
আপনার যে কোন ধরনের মন্তব্য দেবার রাইট আছে যদি সেটা ভদ্রতার সীমা অতিক্রম না করে। কিন্তু আমার মনে হচ্ছে, গতকাল উনি আপনার পোস্টে 'উইকি' আর 'ইউকি' শিখিয়েছেন বলে আপনি ইচ্ছে করে তাকে খুব ভদ্র সুক্ষভাবে অপমান করছেন।
আসুন আমরা সবাই সুস্থ্যধারার ব্লগিং করি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
ইমরোজ তরকারির পোস্ট বা মন্তব্য নিয়ে রিয়েক্ট করার কিছু নাই ভাইজান। উনার বয়স বেড়েছে সত্যি মনটা (ব্লগিংটা) শিশুর মতো রয়ে গেছে। 8-|

আমারি ভুল হয়েছে, উইকি আর ইউকি নিয়ে এতোটা প্যাচানো উচিত হয়নি।
লেখায় টাইপো যে কারোই হতে পারে, আমারও প্রচুর হয়। তবে উনার ভুল গুলি টাইপো না।
এর আগে ঞ্জ আর জ্ঞ পার্থক্য উনি ধরতে পারে নাই।
উনার ভুল ভাল লেখা দেখে আমি কিছুটা বিরক্ত হয়েই উনাকে উইকি আর ইউকি নিয়ে প্যেঁচিয়ে
ছিলাম।

তবে আমার চামড়া গন্ডারের মতো মোটা, আমাকে অপমান করার মতো জ্ঞান ইমরোজ তরকারির এখনো হয়নি। যাদের সেই জ্ঞান আছে তাদের একজন তো সরাসরি পোস্ট করেই অপমান করেছে। আমি কোনো অভিযোগ করিনি, শুধু উনার নীচুতা দেখে অবাক হয়েছি।

এবং আমি সত্যি বলেছি- আমি ব্লগ লিখি নিজের আনন্দের জন্য, সমাজের উপকার করার জন্য নয়। আমি সমাজের উপকার করি সমাজে থেকেই। তার জন্য ব্লগে আসতে হয় না। ব্লগে মোটামুটি সকলেই সচেন ব্যক্তি, তাদের আলাদা করে সচেতন করার যোগ্যতাও আমার নেই।

মন্তব্যে সাপোর্ট করার জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় তপন ভাই।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২২

শূন্য সারমর্ম বলেছেন:



নামের মত ফুলটি সুন্দর নয়, নামের সঠিক মর্যাদা পায়নি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সৌন্দর্যতো আপেক্ষেকি!
এভাবে ভাবেন - এই রকম দেখতে আর কি কি ফুল আপনি দেখেছেন?
এবার দেখেন ফুলটি অন্য ফুলের তুলনায় অনন্য হয়ে যাচ্ছে।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর কিন্তু অনেক এই ফুল।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার কাছেও সুন্দরীই মনে হয়।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫১

কামাল৮০ বলেছেন: ফুলের সাথে মিল রেখে কবিতার উধৃতি দেয়া কঠিন কাজ।সেটা আপনি করছেন।এটার রহস্য কি।কম্পিউটার কিছুটা সাহায্য করে, না কি স্মৃতি।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
ফুলের সাথে মিল রেখে কবিতার উধৃতি দেয়া কঠিন কাজ কথা সত্যি।
কাজটি করছি লেখাকে আকর্ষণীয় করার জন্য।
স্মৃতি খুব সামান্যই, প্রযুক্তি আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: মধুমঞ্জুরীলতা বেশী সুন্দর।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, মধুমঞ্জুরীলতাও সুন্দর, তবে মাধবীলতা ভিন্ন রকম।
মধুমঞ্জুরীলতার মতো আর ১০-১২ ফুল আপনিও দেখেছেন। মাধবীলতা ফুলের মতো আর একটি ফুলও আপনি দেখেননি।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাধবীলতা কখনো দেখি নি :( কিন্তু বিখ্যাত গানটা শুনেছি, অনেক প্রিয়ও, আমি গাইতেও পারি :)

মাধবীলতা গো, মাধবীলতা
আজ তুমি আছ কত না মধুর সুখে



মালতিলতা কি একই ফুল?




১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্ত্যে গান দুটি শেয়ার করার জন্য।
প্রথম কথা হচ্ছে, হাতে গোনা অতি অল্প কিছু লোক এই মাধবীলতাকে চেনেন।
দ্বিতীয় কথা হচ্ছে যারা চেনেন তাদের অনেকেই আবার এই ফুলটিকে সরাসরি দেখার সুযোগ পান নি।
অতি অল্প সময়ের জন্য ফুলটি ফোটে, এবং এই ফুলের গাছ অতি অল্পই আছে।

মালতীলতা ভিন্ন একটি ফুল। আপনার গানে যে ফুলটি ব্যবহার করেছেন সেটি নয়।
আমি পোস্টে চারটি ফুলের তথ্যসহ একটি ছবি দিয়েছি। সেখানে চারটি ফুলের ছবিও তথ্য ছিলো।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: মধুমঞ্জুরী লতাকেই আমি মাধবীলতা বলে জানতাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এইটাই বেশীরভাগ লোক ভুল জানে।
আপনি সঠিক ফুলটি চিনে নিলেন।
অভিনন্দন আপনাকে।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: মাধবী-মালতী-মাধুরী-মধুমঞ্জুরী , সবগুলিই তাদের চমতকার সব নামের মত চমতকার রঙের ফুল।

এমনিতে হয়ত দেখেছি তবে কোনটার কোন নাম তা জানতাম না।
ভাল লাগলো আপনার মাধ্যমে তাদের সাথে পরিচিত হতে পেরে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
মধুমঞ্জুরী দেখেছেন কোনো ভুল নেই।
মালতী দেখার সম্ভবনাও বেশ আছে।
মাধবী আর মাধুরী দেখার চান্স বেশ কম।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৯

রানার ব্লগ বলেছেন: view this link

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: গানটি চমৎকার। তবে এখানে পোস্টে মাধবী লতা ফুলের কথা বলা হয়েছে। আর গানটিতে বলেছে মধুমালতীর কথা।
অ.ট. আপনার গল্পটি পড়ছি, শেষ হয়নি এখনো।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৩

রানার ব্লগ বলেছেন: ভুল গান দেয়ার জন্য দুঃখীত !!!

view this link

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
হা হা হা
এইবার ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.