নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির খেয়াল - ০৩

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৭

১ : সামুদ্রিক শামুক

আমাদের মহাসাগরগুলিতে প্রায় লক্ষাধিক বিভিন্ন ধরণের সামুদ্রিক ঝিনুক বা শামুক রয়েছে। আদের মধ্যে এটি সবচেয়ে আকর্ষণীয় বলা চলে। এর নাম ভেনাস কম্ব মিউরেক্স (Venus comb murex), বৈজ্ঞানিক নাম মুরেক্স পেকটেন (Murex pecten), এরা শিকারী সামুদ্রিক শামুকের একটি প্রজাতি।
ছবি : উইকিপিডিয়া




২ : মাশরুম

মাশরুমের এই ছবি দেখে প্রথমেই আমার কাছে মনে হয়েছে মোলায়েম আইক্রিমের উপরে মধু আর জেলি দিয়ে সাজিয়ে রেখেছে। প্রকৃতপক্ষে এগুলি 'গটেশন' (guttation) নামক একটি প্রক্রিয়ার কারণে হয়েছে। এই প্রক্রিয়ায় এটি মাশরুম তার ভিতরে থাকা অতিরিক্ত জল বাইরে বের করে দেয়।
ছবি : ফেসবুক




৩ : আটলান্টিক ভৌতিক কাঁকড়া

নাম তার Atlantic ghost crabs বাংলা করলে তো আটলান্টিক ভৌতিক কাঁকড়া-ই হয়! এই ধরনের কাঁকড়ারা তাদের চোখ ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। আর এই কারণেই সম্ভবতো তাদের এমন অদ্ভূত নাম রাখা হয়েছে।
ছবি : স্টিফান ল্যাংহান্সে




৪ : বোম্বে বুশ ব্যাঙের ডিম

মিটিং সিজনে বোম্বে বুশ ব্যাঙ (Bombay Bush Frog) গুলির পুরুষরা কিছু ডাল বা পাতার উপর বসে বারবার ডাকতে থাকে।
সেই ডাক শুনে মহিলা ব্যাঙ ঠিক যে জায়গা থেকে পুরুষটি ডাকছিল সেখানে গিয়ে কিছু ডিম পেরে চলে যায়। তারপর পুরুষ ব্যাঙটি সেখানে ফিরে এসে সেই ডিমগুলিকে নিষিক্ত করে। ১২ থেকে ১৫ দিন পর ডিম থেকে এই ব্যাঙের বাচ্চাগুলি বেরিয়ে আসে। এরা ভারতের পশ্চিমাঞ্চলে স্থানীয় বাসিন্দা।
ছবি : গিরিশ গৌড়া




৫ : ফল খেকো বাদুড়

ছবিতে যাকে দেখছেন সে ফল খেকো বাদুর। এদের প্রধান খাবার ফল, সেই সাথে এরা ফুলও খায়। ফল খেয়ে এরা ফলের বীজ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ছবি : সীতারাম রাউল


=======================================================================

প্রকৃতির খেয়াল - ০১
প্রকৃতির খেয়াল - ০২
=======================================================================

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যথারীতি সুন্দর পোস্ট। প্লাস।

ভেনাস শামুক দেখে কী এক ধরনের গাছের মতো মনে হচ্ছিল শুরুতে।

মাশরুম দেখে আমারও মনে হয়েছিল আইস্ক্রিমের উপর মধু ও জেলি! আহ, ২০১৬ সালের ১০-১৫ নভেম্বরের পর আর আইস্ক্রিম খাওয়া হয় নি :( একটুকরো আইসক্রিম মাড়িতে কামড় লাগার ফলে আমি ঘায়েল হয়ে যাই, তারপর কত দুর্বিষহ অভিজ্ঞতা :(

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর এই মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্রষ্টার অসাধারণ সৃষ্টি!

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪০

নাহল তরকারি বলেছেন: শুধু ছবিগুলো দেখলাম। লেখাগুলো পড়ি নাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কষ্ট করে ছবি দেখছেন সেইটাই অনেক।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই সবগুলো ছবিই ব্যাপোক সৌন্দর্যের তবে মাশরুম দেখে প্রথম চকোলেট কেকের ছবিই চোখের সামনে ভেসে উঠেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তবের জন্য।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩২

অপ্‌সরা বলেছেন: ভাইয়া আমি তো ভেবেছিলাম গলন্ত আইসক্রিমের উপরে বেদানার দানা। :)

কিন্তু ব্যাঙের ডিম দেখে আমি :-P

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
দেখেই মনে হয় খবই সুস্বাদু হবে, বাস্তবেতো তা নয়।

ব্যাঙের ডিমে অলরেডি ছানা বসে আছে।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ছবি গুলো অসম্ভব সুন্দর।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তবের জন্য।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:



বাদুড় ছাড়া দেশে বাকিগুলো দেখার উপায় নেই।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এই ভাবেতো ভাবি নাই।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৭

কামাল৮০ বলেছেন: আত্মরক্ষার হাতিয়ার।আত্মরক্ষার প্রয়োজনে এসব হয়েছে।হাজারো প্রাণী আত্ম রক্ষা করতে না পেরে বিলিন হয়ে গেছে।সৌন্দর্য উপভোগ করে মানুষ।প্রকৃতি করে না।কিন্তু সেই মানুষ তার প্রয়োজনে সৌন্দর্য নষ্ট করে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
খুবই সত্যি কথা বলেছেন আপনি।
সুন্দর এই মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৬

শেরজা তপন বলেছেন: মাশরুমের ছবিগুলো দেখে মনে হোল কাচা চিবিয়ে খাই :)
ওই শামুকের উপরে পা পড়লে যাচ্ছেতাই অবস্থা হবে!
ব্যাঙ্গাচির ছবি চমৎকার- ধন্যবাদ ফটোগ্রাফার গিরিশ গৌড়া-কে

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর এই মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.