নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফল ফলাদি - ১০

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩২

বেদানা, আনার বা ডালিম
Common Name : Pomegranate
Binomial name : Punica granatum

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/১০/২০১৯ ইং

জাম, জামরুল, কদবেল। আতা, কাঠাল, নারকেল। তাল, তরমুজ, আমড়া।
কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই। বরই দিলাম আর কি চাই?

এই লেখাটি ধার করা, বলছি যেটা বাদ পরা।
আম, আনারস, লিচু চাই। মিষ্টি তেঁতুল কোথায় পাই?
পাকা নারকেল কচি ডাব। কমলা, কলা, মিষ্টি গাব।
খেঁজুর, চুকাই, চালতা। জাম্বুরা আর মাল্টা।
ডেউয়া, ডুমুর, দুরিয়ান। ড্রাগনফল আর রামবুটান।
বৈঁচি, বাঙ্গী, করমচা। লটকন, লেবু, ফলসা।
নামটি যাহার বেদানা, তার ভেতরেই সব দানা।
নাসপাতি, পিচ, স্ট্রবেরী। কি-উয়ি, চেরী, ব্লাকবেরী।
আঙ্গুর, আপেল, আমলকী। পঞ্চাশটি ফল হলো কি?
সংগৃহীত


বিলাতি গাব
Common Name : Velvet apple, Velvet persimmon, Kamagong, Mabolo tree
Scientific Name : Diospyros discolor

ছবি তোলার স্থান : মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং



মিষ্টি জলপাই

আমার ছাদে এই একটি জলপাইই ধরে ছিলো।
ছবি তোলার স্থান : ছাদ বাগান, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৮/২০১৮ ইং




আতা
অন্যান্য ও আঞ্চলিক নাম : সীতা ও শরিফা বা সরিফা।
Common Name : Custard-apple, Sugar-apple, sugar-pineapple or sweetsop.
Scientific Name : Annona squamosa L

ছবি তোলার স্থান : ছাদ বাগান, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৩/০৫/২০২১ ইং



আমড়া / Hog Plum

ছবি তোলার স্থান : ছাদ বাগান, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/১২/২০২০ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮
ফল ফলাদি - ০৯

=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৮

কামাল৮০ বলেছেন: বেদেশি ফল থেকে দেশি ফল অনেক উত্তম।পশু পাখি নিয়ে কবে পোষ্ট দিবেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
কামাল৮০ বলেছেন: বেদেশি ফল থেকে দেশি ফল অনেক উত্তম।পশু
সহী বলেছেন। তবে এখনকার বাচ্চারা দেশী ফল খুব একটা পায় না, খায়ও না।

পশু পাখি নিয়ে কবে পোষ্ট দিবেন?
প্রথম পাতা থেকে ফল সরে গেলেই পাখির পোস্ট।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেদানা, ডালিম আর আনার কি একই ফল?
আমিতো জানতাম এরা আলাদা আলাদা ফল।
যেমন আতা ফল আর সরুফল!

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
নূর মোহাম্মদ নূরু বলেছেন: বেদানা, ডালিম আর আনার কি একই ফল?
এই সেরেছে!! লেগেছে প্যাঁচ।
আমিতো এই সব বিষয়ের লোক নই, আমার পড়াশোনাও নেই এইগুলি নিয়ে। নিজের ভালো লাগা থেকে যতটুকু জানি সেটাই লিখি। আমরা ভুলও হতে পারে।

তবে উইকি বলছে -
বেদানা, আনার বা ডালিম এর বৈজ্ঞানিক নাম: Punica granatum, ইংরেজি নাম: pomegranate । এটি Lythraceae পরিবারের Punica গণের অন্তর্ভুক্ত ফলের গাছ।
আমাদের দেশের ডালিম গুলি হয় ছোট ছোট। বিদেশ থেকে আসে যেগুলি সেগুলি হয় বড় বড়। তফাত হচ্ছে জাতে। ফল একই। তাই যে নামেই ডাকেন সবাই একই ফল।

নূর মোহাম্মদ নূরু বলেছেন: যেমন আতা ফল আর সরুফল!
আতা কাহিনী নামে আমার একটা পোস্ট আছে। সেটি পড়ে দেখতে পারেন।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৯

জগতারন বলেছেন:
ফুল নিয়ে পোষ্টগুলো পেয়েছি।
পুরা কৃতি মসজিদ নিয়ে আপনার পোষ্টগুলো পেয়েছি।
এবার দেশের নদিগুলোর পরিচয় জানতে চাই (সেই সাথে যতসব মাছ-এরও) আপনার পোষ্ট-এর মাধ্যমে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
নদী সম্পর্কে আমারো কোনো পোস্ট নেই। আমি নদী সম্পর্কে তেমন কিছু জানি না। তাই তেমন কিছু লিখিনি। আমাদের গুণী ব্লগার রাজীব নূর সাহেব বলেছেন তিনি বাংলাদেশের প্রায় সব নদীতেই নাকি নৌভ্রমণ করেছেন। আমি তা করিনি। তাই নদী নিয়ে পোস্ট করা আমার জন্য কষ্টসাধ্য হবে। মাছও আমি খুবই কম চিনি।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: সবগুলোই ফেভারিট।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: দেশী ফল আমারও পছন্দ।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: (নূর মোহাম্মদ নূরু বলেছেন: বেদানা, ডালিম আর আনার কি একই ফল?
ওক্কে আমার একখান প্রশ্ন আছে;
প্রিয় জলদস্যু ভাই, চীনা হাঁস,পাতি হাঁস, বেলে হাঁস এইগুলা রান্নার পরে ক্যামনে চেনা যায়?)

প্রায় সবগুলা বাড্ডার ছবি- আপনার বাসার সন্নিকটে?

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
রান্না করে আমার কাছে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করেন, পরীক্ষা করে ফলাফল জানিয়ে দিবো। B-)
ভালো কথা, রান্নাটা ঢাকায় করিয়েন। আপনি রান্না করলে সেটি এই পর্যন্ত আসার চান্স নাই। :(

দুটি আমার ছাদে, দুটি বন্ধুর ছাদে। পাশাপাশি বাড়ি আমাদের।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা আতাফল

এটা শরিফা

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার পোস্টে বিস্তারিত লেখা আছে। একবার কষ্ট করে পড়ে দেখতে পারেন।
আমি বলবো আপনি ভুল জানেন।
আপনার ইচ্ছে হলে ভুলটি শুধরে নিতে পারেন। ইচ্ছে না হলে আপনার ভুল জানা সহই আপনাকে অভিনন্দন।
আপনার ভুল শুধরানোর জন্য কোনো তর্কে যাবার ইচ্ছে আমার নেই।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তথাস্ত! তবে তাই হোক।
কোনো তর্কে যাবার ইচ্ছে আমারও নেই।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৯

শেরজা তপন বলেছেন: ঠিক আছে।
অনেকেই মনে করে আমি প্রবাসী। ঠিক নয়
আমি আপনার ধারে কাছেই আছি :)

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
এ!!! এইসব এখন কি বলেন!!! B:-)

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৫

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশীয় ফলের তুলনা নাই।
আমার ছাদ বাগানের বেদানা নিয়ে আমিও কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ছাদে যায়গা নাই। কোনো রকমে গাদা গাদি করে কিছু গাছ রেখে দিয়েছি, যত্ন ছাড়াই।
আমার ছোট বোনের ছাদে অতি চমৎকার একটি ফুলের বাগান আছে।
আমার মেঝো বোনের ছাদে বিশাল এক ফুল এবং ফলের বাগান আছে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: বেদানা বলতে গেলে ভালই লাগে খেতে । তবে গাব খাই না একদম । আতা এক সময়ে খেতাম খুব । নানী বাড়িতে একটা আতা গাছ ছিল । তবে আপনার এই আতাটা অনেকটা মেওয়ার মত মনে হচ্ছে ! যদিও অনেকে মেওয়া আর আতা একই ফল হিসাবে ধরে ! আমড়া আমার এখনও অনেক পছন্দের । সিজনে নিয়মিতই খাওয়া হয় !

ছবির ভেতরে আমড়ার ছবিটা ভাল লেগেছে সব থেকে বেশি ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে ফল ধরে ধরে মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.