নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রাতের গোলাপ - ০৪

২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৩

গোলাপকে ফুলের রাণী বলা হয়। গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসের নান্দনিকতা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধী গোলাপের ঘ্রাণও মানুষের ভালোবাসার কারণ। ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত।



পৃথিবীতে প্রায় ১০০ থেকে ১৫০ প্রাজাতির গোলাপ ফুল রয়েছে। এই সমস্ত প্রজাতির মধ্যে রয়েছে বিভিন্ন উপ-প্রজাতি। সব মিলিয়ে প্রায় ৫৫০টি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে পৃথিবী জুড়ে।

গোলাপের রয়েছে আকারেরর ভিন্নতা, সেই সাথে আছে রং এর ভিন্নতাও।
যেমন - গোলাপী, লাল, হলুদ, সাদা, সবুজ ইত্যাদি। তাছাড়া "গার্ডেন রোজ" নামে বিভিন্ন হাইব্রিড গোলাপেরও উৎপাদন হচ্ছে। যেগুলো একই সাথে একই ফুলের পাপড়িতে দুই বা ততোধিক রঙের হতে পারে।



গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে। অল্প কিছু প্রজাতির আদি বাস ইউরোপ, উত্তর আমেরিকা, ও উত্তরপশ্চিম আফ্রিকা মহাদেশে। গ্রীক উপকথায় আছে প্রেমের দেবী ভেনাস এর পায়ের রক্ত থেকে গোলাপ এর জন্ম। আরব দেশীয় কাহিনীতে আছে সাদা গোলাপকে বুলবুলি পাখি আলিঙ্গন করায় বুলবুলি পাখি গোলাপ এর কাটায় আহত হয়ে বুলবুলি পাখির রক্ত থেকে সাদা গোলাপ থেকে লাল গোলাপ এর জন্ম। হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে বিষ্ণু ব্রহ্মাকে পদ্ম-ই শ্রেষ্ঠ ফুল বললে ব্রহ্মা বিষ্ণুকে স্বর্গে নিয়ে সেখানে হালকা রঙের একটি সুগন্ধি গোলাপ দেখান। গোলাপ সমন্ধে এইরকম অনেক গল্প আছে।



গোলাপ ফুল যে সৌন্দর্যের প্রতীক, তাই নয়। এর রয়েছে বহুমুখী ব্যবহার। গোলাপের পাপড়ি থেকে জ্যাম,জেলি প্রস্তুত করা হয়। পার্সি,চীন ও ভারতে গোলাপজলের প্রচলন ঘটে। সুগন্ধির জন্য গোলাপজল ব্যবহার করা হয়। গোলাপ ফুলের সুবাসকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়। যেমন:পারফিউম,সাবান ইত্যাদি। গোলাপে গেনারিয়ল নামে একটি অ্যারোম্যাটিক অ্যালকোহল জাতীয় পদার্থ পাওয়া যায়। যা এর সুগন্ধের জন্য দায়ী।



গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে --
ফুলের মুধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----





ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।

তথ্য সূত্র : উইকিপিডিয়া


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গামার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা,
জবা, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা
জারবেরা, জ্যাকারান্ডা,
ঝুমকোলতা, ঝুমকো জবা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল-পারুল, নীল-পারুল লতা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া,
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ
শাপলা (সাদা), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত অকন্দ
সুলতান চাঁপা, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা,
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৭

রানার ব্লগ বলেছেন: আমার লাল আর সাদা এই দুই গোলাপের মুগ্ধতা বেশি !!!

২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার কাছে প্রায় সব গোলাই ভালো লাগে। অনেক বেশী ভালো লাগে তা অবশ্য না।
সবুজ গোলাপ দেখেছেন কখনো?

২| ২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ১:২৪

রানার ব্লগ বলেছেন: আমি একবার দেখেছি তবে উহা যে সত্যি সবুজ গোলাপ তা নিয়ে সন্দেহ আছে । এক নার্সারির মালিক পাতার মধ্যে প্যাচানো সবুজ কিছু একটা দেখিয়ে বলেছিলী ইহাই সবুজ গোলাপ !! তারপর আর আমার ওটার চাড়া কেনার রুচি হয় নাই !!!

২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি ২ রকম সবুজ গোলাপ দেখেছি। একটি আপনার বর্ণনার মতোই দেখতে অতি-বিতিকিচ্ছিরি? অন্যটি বেশ ভালো।

৩| ২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাতের গোলাপ নাম দেখে দুঃখজনক স্মৃতি মনে পড়ে গিয়েছে। আমাদের কলাবাগানের বাড়িতে তখন হাফ ওয়াল বাউন্ডারি ছিলো, বাউন্ডারির ভেতর বেশ খালি জায়গা ছিলো বাগান হিসেবে। ২১ শে ফেব্রুয়ারি, ২৬ শে মার্চ ১৬ই ডিসেম্বর মধ্যরাতে মানুষ যে শুধু ফুল ছিড়ে নিয়ে যেতো তা নয়! গাছ ভেঙ্গে গাছ উপড়ে নিয়ে যেতো। বাগান তছনছ করে শেষ করে দিয়ে যেতো।


২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের পাশের বাড়িতেও ছো্ট্ট একটা বাগানেরমতো ছিলো। আমরাও সেখান থেকে ফুল তুলতাম। তারা কখনোই বাড়ির দরজা খুলেতাড়া করতো না। বাতি জালিয়ে বারান্দায় এসে দাঁড়ানোর আগেই সবাই চম্পট দিতো। তবে বাগান কেউ নষ্ট করতো না। চুরির দলের সাথে আমি থাকলেও দেয়াল টপকে বাড়ি ভিতরে কখনো আমি যেতাম না।

৪| ২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৭

অপু তানভীর বলেছেন: আপনাকে একটা গোপন কথা বলি । আমার কেন জানি কোন কালেই এই গোপাল ফুল ঠিক পছন্দ না । কেন পছন্দ না সেটাও একটা রহস্য ! তবে এর গন্ধ বেশ পছন্দ !

তা রাতের গোপাল নাম দিলেন কেন ? ছবি রাতে তোলা এই জন্য নাকি এই ফুল রাতে ফোটে কেবল, এই কারণে ? #:-S

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
গোলপ আমার অপছন্দ নয়।
রাতে ফোটার কারণে নয়, বরং আমি ছবিগুলি রাতে তুলেছি বলেই নাম দিয়েছি রাতের গোলাপ।

৫| ২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৬

জুল ভার্ন বলেছেন: যত প্রকারের গোলাপ আছে- আমার কাছে গোলাপী গোলাপই শ্রেষ্ঠ!

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: কেউ কেউ লাল গোলাপকেই বেশী পছন্দ করেন।

৬| ২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৫

জুন বলেছেন: গোলাপ ফুলের সুগন্ধী মাখা পোস্ট :)

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
গোলাপের সুগন্ধীর কেমন ভিন্ন একটা ভাব থাকে।

৭| ২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৩

ইসিয়াক বলেছেন: গোলাপি থোকা থোকা ইরানি গোলাপ আমার সব চাইতে পছন্দের।
চমৎকার পোস্ট।

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: থোকা থোকা গোলাপ দেখতে আসলেই চমৎকার লাগে।

৮| ২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: কালো গোলাপ নিয়ে কোন পোস্ট করেছিলেন নাকি? কালো গোলাপ সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কালো গোলাপ নিয়ে কোনো লেখা আমি লিখিনাই।
আসলে কালো গোলাপ বলে কিছু নেই। কৃত্রিম ভাবে কিছু কালো গোলাপ তৈরি করা হয়।
প্রাকৃতিক ভাবে একটি গোলাপই শুধু কালো হয়। এবং সেটি একটি নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও নিয়ে গেলে সেটিতে লাল গোলাপ হয়। মোটামুটি বিস্তারিত ভাবে একটি পোস্ট অবশ্য করা যায়।
ধন্যবাদ আপনাকে।

৯| ২৮ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




যে প্রশ্নটা করতে চেয়েছিলুম অপু তানভীর তা আগেই করে ফেলেছেন! উত্তরটাও পেয়েছি।

যাকগে.... আপনার গোলাপ ফুল দেখে আমার নিজের তোলা গোলাপের ছবি দিতে লোভ সামলাতে পারলুম না...


২৮ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!
চমৎকার ছবি তুলেছেন। ফুলট দেখতে সুন্দর, আর রংটি আরো সুন্দর।

১০| ২৮ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৯

কামাল৮০ বলেছেন: কালো গোলাপ নিয়ে কিছু লিখুন।

২৮ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
কালো গোলাপ নিয়ে কোনো লেখা আমি লিখিনাই এখনো।
আসলে কালো গোলাপ বলে কিছু নেই। কৃত্রিম ভাবে কিছু কালো গোলাপ তৈরি করা হয়।
প্রাকৃতিক ভাবে একটি গোলাপই শুধু কালো হয়। এবং সেটি একটি নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও নিয়ে গেলে সেটিতে লাল গোলাপ হয়। মোটামুটি বিস্তারিত ভাবে একটি পোস্ট অবশ্য করা যায়।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.