নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

গত কিছু দিনের খাঁটি বিনোদন সমূহ - ০১

১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:২২

# ধুম করে মাঝ রাতে তেলের দাম বৃদ্ধি। যাদের গাড়ি বা মটর সাইকেল নাই তার বেশ আমেজে ছিলো। কিন্তু ডিমের দাম বাড়াতে তাদের আবার মাথা গরম হয়ে গেছে।


# আমরা নাকি বেহাস্তে আছি। তবে জান্নাতুল ফেরদৌসে আছি কিনা সেটা জানা যায়নি।

# বাজারে ডিমের হালি ৬০ টাকা +। বেহেস্তে ডিমের দাম কতো সেটা অনেকেই জানতে চেষ্টা করেও ব্যর্থ হলেন।

# বাজারে ১২ হাজার টাকায় এক জোড়া বেহেস্তি শিশু বিক্রয়ের চেষ্টা বিফল হয়েছে।

# অনেকেই এক সপ্তাহ ডিম কেনা বন্ধের আহবান জানালেন। কিন্তু তেলের দাম কমানোর কোনো শটকাট ম্যথড কেউ দিতে পারলেন না।

# শিক্ষিকা ও ছাত্রের বিয়ে, অতপর আত্মহত্য, নাকি হত্যা?

# চা বাগানের শ্রমিকেরা সম্ভবতো বেহেস্তেই আছে। নইলে এই বাজারে ১২০ টাকা মজুরিতে কাজ করে কি করে?

# চা শ্রমিকদের এক দিনের কর্ম বিরতীতে বাগানের লস হয় ২০ কোটি টাকা। ২০,০০,০০,০০০ এর সাথে ১২০ এর হিসাবের সৈন্দর্য আমার উপলব্ধির বাইরে।

# উত্তরায় নির্মাণাধীন Bus Rapid Transit (BRT) project-এর গার্ডার ক্রেন ফেইল করে একটি গাড়ির উপর পড়ে গাড়ির ৪ জন আরোহী নিহত।

# ১০০ কোটি টাকার সিনেমা দিন দ্য ডে সুপার হিট হতে পারলো না। পিছন দিক থেকে পরাণ এসে গল দিয়ে গেলো!!

# তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
হইছি আমি মন পাগেলা বসন্ত কালে

# হাওয়া সিনেমা মুক্তি পাওয়ার আগেই গানে হিট, মুক্তি পাওয়অর পরে হলেও হিট। কেউ কেউ সুর তুললো হাওয়া কোরিয়ান সিনেমা ‘সী ফগে’ এর কপি। বাস্তবে দুটি নাকি সম্পূর্ণ ভিন্ন ভি্ন্ন গল্প?

# মিশা আর অনন্ত জলিলের ক্যাচাল শুরু। বর্ষা আর পরীমনির ক্যাচালের কোনো আপডেট নাই।

# আশীর্বাদ সিনেমার প্রযোজক ও সিনেমার নায়িকা মাহির ক্যাচাল শুরু। মাহির কুকুর না প্রতিদিন ৪টি করে ডিম খেতো সুটিং করতে গিয়ে। অন্যদিকে মহি বলছে তাকে নাকি পানিও দিতো না খেতে!

# ৯ মাস আমেরিকায় থেকে শাকিব খান ঢাকার এয়ারপোর্টে পৌছেই ভুলভাল ইংলিশ বলায় পাবলিক খুব আনন্দ পেয়েছে।

# শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে নিবেদন করে এসেছেন বেহেস্তের ঠিকাদার।


বলেন তো -
ঠোঁটের সাথে ঠোঁট মিললে কি হয়?

ঠোঁটের সাথে ঠোঁট মিললে মুখ বন্ধ হয়, কথা বন্ধ হয়।

এই সহজ জিনিসটা কেউ কেউ বুঝতে চায় না।

বিশেষ ঘোষণা : এই সমস্ত বিনোদনের কোনো সূত্র নাই, শুধুই উত্তপ্ত মস্তিষ্কের প্রলাপ ধরে নিতে পারেন।

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩১

শায়মা বলেছেন: বাহ সব খবর পাওয়া গেলো এক পোস্টে।

এটা তোমার এক কথায় প্রকাশ খবর ব্লগ ভাইয়া।

যাইহোক আমি জানিনা কালা পাখি কানা পাখি গান কেনো মানুষ এত পছন্দ করলো!!


আমি এক লাইন যেখানে শুনি সেখানেই :-P

১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: গত কিছু দিন দুটি খবর খুব পিড়া দিচ্ছিলো।
প্রথমটি হচ্ছে , উত্তরায় ৪ জন নিহত হওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে চা বাগানে ১২০ টাকা মজুরি।
কোন যুগে আছি আমরা!!!

গানের কথা সরল আর তারচেয়েও সর হচ্ছে সুর, সেই সাথে প্রভাব ফেলেছে চিত্রায়ন। সব মিলিয়ে হিট।
এই ধরনের গান এক সাথে কয়েকজন মিলে সুরে বেসুরে, খালি গলায় গাওয়া যায় বলেই হিট হয়ে যায়।

২| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪২

শায়মা বলেছেন: হুম কিন্তু আমি তবুও :-P

এই গানের গীতিকার সুরকার চিত্রক গাত্রক কেউ শুনলে আমাকে খুন করতে ছুটে আসবে জানি।


তবুও আমি :-P

১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার কাছে ভালো লেগেছে।

৩| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত স্বর্গিয় বিনোদন আর নিতে পারছি না।
একটা গন্ধম ফল দেন আস্ত খাইয়া ফালাই।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
এতো সহজে নিস্তার নাই মনে হয়।
গন্ধম কেনার সক্ষমতা আমাদের অবশিষ্ট আছে কিনা সেটাও বিবেচ্য বিষয়।

৪| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪৮

পোড়া বেগুন বলেছেন:
বাহ! সুন্দর গ্রন্থনা।
এটা বুঝি আপনার নতুন সিরিজ।
প্রতিদিনের ঘটনা নিয়ে প্রতিদিনই কী এই
সিরিজ লিখবেন? শুভ কামনা রইলো।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
হে, এটি নতুন সিরিজ বলতে পারেন।
প্রতিদিন লিখবো না। এতো বিনোদন সহ্য হবে না।
ধনবাদ আপনাকে, আপনার জন্যও শুভকামনা রইলো।

৫| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,





# আমরা নাকি বেহাস্তে আছি। তবে জান্নাতুল ফেরদৌসে আছি কিনা সেটা জানা যায়নি।






চা বাগানের শ্রমিকেরা সম্ভবতো বেহেস্তেই আছে। নইলে এই বাজারে ১২০ টাকা মজুরিতে কাজ করে কি করে?

কি জান্তব নিষ্পেষন!

চা শ্রমিকদের এক দিনের কর্ম বিরতিতে বাগানের লস হয় ২০ কোটি টাকা। ২০,০০,০০,০০০ এর সাথে ১২০ এর হিসাবের সৈন্দর্য আমার উপলব্ধির বাইরে।
করূন বাস্তব। চা বাগানের ১০ হাযার শ্রমিকের বেতন প্রতিদিন ১০০ টাকা বাড়ালে্ও মালিকদের খরচ হবে দৈনিক ১০ লক্ষ টাকা । যদি শ্রমিক প্রতি ২১৮ (১১৮ + ১০০) টাকা রোজ দেয়া হয় তবু্ও কর্ম বিরতিতে বাগানের লস ২০ কোটি টাকা থেকে মালিকদের বেঁচে যাবার কথা ১৯ কোটি ৯০ লক্ষ টাকা। তারপরেও মালিকেরা ঐসব অসহায় মানুষগুলির প্রতি যৌক্তিক হয়না। কি বিচিত্র...............

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমরা আছি মাইনকা চিপায়।
এখন পেষণ করছেন কালাচান। উনারা সরে গেলে আসবে ধলাচান। তেনারা আবার দ্বীগুন উৎসাহে পেষণ শুরু করবেন।

৬| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: মগের মুল্লুক বলে কথা! যেমন হবুচন্দ্র তেমন তার গবুচন্দ্র গং....

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
কথায় আছে-
পড়েছো মোঘলের হাতে, খানা খেতে হবে সাথে।
উপায় নাই গোলাম হোসেন।

৭| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৯

কামাল৮০ বলেছেন: বেহেস্তেও বৈষম্য।
জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে।এটা নিয়ে কথা বললে আল্লাহকে অপমান করা হয়।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
জন্ম মৃত্যু আল্লাহর হাতে তাতে কোনো সন্দেহ নেই।
তবে আপনি যদি পথের মাঝ খান দিয়ে হাঁটেন, নিম্ন মানের বাড়ি বানান, সাঁতার না জেনে নদীতে নামেন তখন বিষয়টা ভিন্ন রকম হয়।

৮| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৯

শেরজা তপন বলেছেন: ভাবতেই ভাল লাগছে- এই জান্নাতে বাস খুব দীর্ঘ হবার নয়।


সংশোধন
~উত্তরায় নির্মাণাধীন মেট্রো রেলের গার্ডার ক্রেন ফেইল করে একটি গাড়ির উপর পড়ে গাড়ির ৪ জন আরোহী নিহত ( Bus Rapid Transit (BRT) project)

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। শুধরে নিয়েছি।
জান্নাত বাসের মেয়াদ অবদি টিকে থাকাটাই যুদ্ধের মতো।

৯| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৪

অপু তানভীর বলেছেন: বেহেস্তে শুধু সুখ আর সুখ । কোন দুঃখ কষ্ট শোক এখানে নেই ।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
অবশ্যই নাই।
আপনি যদি দুঃখ কষ্ট শোক অনুভব করেন তাহলে বুঝবেন আপনি বেহেস্তবাসের জন্য উপযুক্ত নন।

১০| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৩

কামাল৮০ বলেছেন: তখন কি আর আল্লাহর হাতে থাকে না।তকদিরে বিশ্বাস না করলে কাফের হবার সম্ভাবনা থাকে। "
“আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।"
৮১:২৯
আমার ইচ্ছাও তারই ইচ্ছা।

২০ শে আগস্ট, ২০২২ রাত ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: তকদির আর স্বেচ্ছাচারিতার মাঝে খুব চিকন একটা পার্থক্য আছে।
আল্লাহর হুতুম ছাড়া কিছুই হয় না, তাই বলে আপনি একজনকে ছুড়ি মেরে বা গুলি করে হত্যা করে বলবেন আল্লাহর হুকুমে এই হত্যা করেছেন তাতো চলবে না।
বিষয়টা লিখে বুঝানো কষ্ট। খুব সহজ করে অল্প কথায়া লিখলে লিখা যায় এভাবে-
আল্লাহ তকদিরে লিখে রেখেছন বলেই ঐ ৪জন চাপা পরে মারা গেছেন বিষয়টি তা নয়। বরং আল্লাহ জানেন ঐদিন ঐ সময়ে কিছু লোক গাফিলতি করবে, ঠিক ঐ সময়েই গাড়িতে করে যাওয়অর সময় এই ৪জন চাপা পরে মারা যাবে।
এখানে আপনাকে বুঝতে হবে আল্লাহ লিখে রেখেন বলেই এমন হচ্ছে সেটা নয়। বরং আল্লাহ জানেন এটাই হবে এবং সেটাই লিখে রেখেছেন।

আপনি যে ইচ্ছার কথা উল্লেখ করেছেন সেটি ভিন্ন আলোচনা। মানুষ এবং জ্বীনকে আল্লাহ অতি অল্প পরিমানে নিজের ইচ্ছায় চলার শক্তি দিয়েছেন।

১১| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৯

কামাল৮০ বলেছেন: আল্লাহ যেটা আগেই লিখে রেখেছেন,সেটার ব্যতিক্রম করা কি মানুষের সাধ্য আছে।

২০ শে আগস্ট, ২০২২ রাত ১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি ব্যাতিক্রম করে কি করবেন সেটাই আল্লাহ লিখে রেখেছেন।

১২| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সব নির্মল বিনুদন একসাথে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০২২ রাত ১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
তবে কিছু কিছু বাদ পরে গেছে।

১৩| ২০ শে আগস্ট, ২০২২ রাত ২:২২

কামাল৮০ বলেছেন: তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন: আল্লাহ তা‘আলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে লিখেছেন। তিনি বলেছেন, সে সময় আল্লাহর ‘আর্শ পানির উপরে ছিল।
(ই.ফা. ৬৫০৭, ই.সে. ৬৫৫৮
হাদিসের মান সহী

২০ শে আগস্ট, ২০২২ রাত ২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আল্লাহ (সম্ভবতো) লওহে মাহফুজ একটি কলম সৃষ্টি করে লিখার নির্দেশ দিলেন মহা বিশ্বে যা কিছু ঘটবে তার সব কিছু। আপনি কি করবেন সেটাই আপনার তাকদির। আপনি যা করবেন সেটাই আল্লাহ লিখে রেখেছেন।

১৪| ২০ শে আগস্ট, ২০২২ রাত ২:৩০

কামাল৮০ বলেছেন: এপরেও যদি কিছু বলেন সেটা হবে স্ববিরোধী।ইসলাম বিশ্বাসের ধর্ম যুক্তির ধর্ম না।ইসলামে যুক্তি তর্ক নিশেধ।জানবেন আর মানবেন।

২০ শে আগস্ট, ২০২২ রাত ২:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে যতটুকু বুঝার ক্ষমতা দেয়া হয়েছে তার চেয়ে বেশী আপনি বুঝবেন না, তার চেয়ে বেশী আমিও বুঝবো না।

১৫| ২০ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০৭

কাছের-মানুষ বলেছেন: সব বিনোধন একসাথে পেলাম। ভাল কালেকশন।

২০ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
তবুও কিছু কিছু বাদ পরে গেছে।

১৬| ২০ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

প্রলাপ থেকে ভালো কিছু বের হলে, প্রলাপই ভালো।

২০ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো কিছু বের হওয়ার সুযোগ কম।

১৭| ২০ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যকথার ভাত নেই
সৎলোকের খাঁট নেই
কথা সত্যের ঘুম নেই!
অসৎলোকের সত্য নেই

২০ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
পুরনো সত্যি কথা

১৮| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৪

অক্পটে বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রীদের শৌচাগারে মদ্যপ অবস্থায় ঢুকে এক ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের মামলায় গ্রেপ্তার হাটহাজারী সরকারি কলেজের সাবেক ছাত্র সাইফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষক যৌন হয়রানিমূলক প্রস্তাব দিয়েছেন বলে ছাত্রী অভিযোগ করেছেন।


বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিজের হলের কাছেই যৌন হয়রানির শিকার ছাত্রী।



এসব রোগিদের চিকিৎসা কি?

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার জানা নাই।

১৯| ২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৫

ঢাবিয়ান বলেছেন: আরেকখানা খাটি বিনোদন -
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাঁদের বিদেশে বন্ধু আছে, কোনো প্রভু নেই। আওয়ামী লীগের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। =p~ =p~

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রতিনিয়তোই এমন বিনদোন তৈরি হচ্ছে।
এতো জোকার কোনো দেশের সব সার্কাসে মিলিয়েও নাই মনে হয়।

২০| ২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৯

ঢাবিয়ান বলেছেন: ঠিক আছে মুছে ফেলুন

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মন্তব্যে বলি নাই তো!!
আপনার উপরে [email protected] নামে একজন মন্তব্য করেছে দেখেন। সেখানে তার ইউটিউব লিংক দেয়া। এর আগেও দেখেছি এমন মন্তব্য আসলে সেগুলি মডুরা নিজ দায়িত্বে মুছে দেয়।

২১| ২০ শে আগস্ট, ২০২২ রাত ৯:১১

কামাল৮০ বলেছেন: এইটা কোন কথা।আল্লাহ লিখে রেখেছেন আগে,আর সেই মতো আমি করছি।আর সেই কাজের জন্য আমি দায়ী।

২০ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি সেই উলটো পথেই হাঁটছে।
আল্লাহ লিখে রেখেছন বলে আপনি করছেন না। বরং আপনি যেটা করবেন সেটা আল্লাহ জানেন বলেই লিখে রেখেছেন।

২২| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:০৯

কামাল৮০ বলেছেন: পাবলিশারঃ আল্লামা আলবানী একাডেমী
গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ৩৫/ সুন্নাহ
হাদিস নাম্বার: 4703
৪৭০৩। মুসলিম ইবনু ইয়াসার আল-জুহানী (রহঃ) সূত্রে বর্ণিত। একদা উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলোঃ ‘‘যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন…’’ (সূরা আল-আ‘রাফঃ ১৭২)। বর্ণনাকারী বলেন, আল-কা‘নবী এ আয়াত পড়েছিলেন। উমার (রাঃ) বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান আল্লাহ আদম (আঃ)-কে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তাঁর পিঠ বুলিয়ে তা থেকে তাঁর একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে।
অতঃপর আবার তাঁর পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! তাহলে আমলের কি মূল্য রইলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান।(1)
সহীহ, পিঠ বুলানো কথাটি বাদে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

আমাদের কোন স্বাধীন ইচ্ছা নাই।আল্লাহই আমাদের দ্বারা সব রকমের কাজ করিয়ে নেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.