নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
কিয়ামত কায়েম হবে না যতক্ষন দুটি বড় দল পরস্পরে মহাযুদ্ধে লিপ্ত না হবে। উভয় দলের দাবি হবে অভিন্ন।
আর যতক্ষন ত্রিশের কাছাকাছি মিথ্যাবাদী দাজ্জাল এর প্রকাশ না পাবে। তারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর প্রেরিত রাসুল বলে দাবি করবে এবং যতক্ষন ইলম তুলে নেওয়া না হবে।
আর ভূমিকম্প অধিক হারে না হবে।
আর যামানা (কাল) সংক্ষিপ্ত না হবে এবং (ব্যাপক হারে) ফিতনা প্রকাশ না পাবে।
আর হারজ ব্যাপকতর হবে। হারজ হল হত্যা।
আর যতক্ষন তোমাদের মাঝে ধন-সম্পদ বৃদ্ধি না পাবে। তখন সম্পদের এমন সয়লাব শুরু হবে যে, সম্পদের মালিক তার সাদাকা কে গ্রহণ করবে- এ নিয়ে চিন্তাগ্রস্থ হয়ে পড়বে। এমন কি যার নিকট সে সম্পদ পেশ করবে সে বলবে আমার এ মালের কোনই প্রয়োজন নেই।
আর যতক্ষন মানুষ সুউচ্চ প্রাসা’দ নির্মাণের ক্ষেত্রে পরস্পরে প্রতিযোণিতায় অবতীর্ন না হবে।
আর যতক্ষন এক ব্যাক্তি অপর ব্যাক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে হায়! আমি যদি এ কবরবাসীর স্থলে হতাম এবং যতক্ষন সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে।
যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং সকল লোক তা দেখবে। এবং সেদিন সকলেই ঈমান আনবে। কিন্তু সে দিন তার ঈমান কাজে আসবে না, যে ব্যাক্তি এর আগে ঈমান আনেনি। কিংবা ইতিপূর্বে যারা ঈমান আনেনি কিংবা ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি (৬ঃ ১৫৮) আর অবশ্যই কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে দু’ব্যাক্তি (পরস্পরে বেচাকেনার উদ্দেশ্যে) কাপড় খুলবে। কিন্তু তারা বেচাকেনা ও গুটিয়ে রাখা শেষ করতে পারবে না।
অবশ্যই কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে, এক ব্যাক্তি তার উটের দুধ দোহন করে নিয়ে ফিরেছে কিন্তু সে তা পান করতে পারবে না।
কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে, এক ব্যাক্তি তার হাওয আস্তর করছে, কিন্তু সে পানি পান করাতে পারবে না।
অবশ্যই কিয়ামত এমন (অতর্কিত) অবস্থায় কায়েম হবে যে, এক ব্যাক্তি মুখের কাছে লোকমা তুলবে কিন্তু সে তা আহার করতে পারবে না।
সূত্র :
সহীহ বুখারী : (ইসলামিক ফাউন্ডেশন) হাদীস নাম্বার : ৬৬৩৬ এবং আন্তর্জাতিক হাদীস নাম্বার : জানা নেই
ঘোষণ :
শিরনামে "গল্প" বলতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতৃক বর্ননাকৃত ঘটনাকে বুঝানো হয়েছে।
ছবি : সংগৃহীত
=================================================================
হাদীসের গল্প : ০০১ : জাস্সা-সাহ ও দাজ্জাল
হাদীসের গল্প : ০০২ : দোলনায় কথা বলা তিন শিশু
হাদীসের গল্প : ০০৩ : তিন যুবকের গল্প
হাদীসের গল্প : ০০৪ : যামিনদার হিসাবে আল্লাহ্ই যথেষ্ট
হাদীসের গল্প : ০০৫ : খাযির (আঃ) ও মুসা (আঃ) এর ঘটনা
হাদীসের গল্প : ০০৬ : মি’রাজ
হাদীসের গল্প : ০০৭ : কিয়ামতের দিন
হাদীসের গল্প : ০০৮ : নবীজির পানি পান করারনো ঘটনা
হাদীসের গল্প : ০০৯ : নবীজির দুধ পান করারনো ঘটনা
হাদীসের গল্প : ০১০ : কিয়ামতের দিন আল্লাহর দর্শন
=================================================================
১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৩৭
কামাল৮০ বলেছেন: গ্রন্থের নামঃ সহীহ মুসলিম (ইফাঃ)
হাদিস নম্বরঃ (7142)
অধ্যায়ঃ ৫৫/ ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
পরিচ্ছদঃ ২৩. কিয়ামত নিকটবর্তী হওয়া
৭১৪২। আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তখন তাঁর নিকট মুহাম্মাদ নামক এক আনসারী বালক উপিস্থিত ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়মত সংগঠিত হয়ে যাবে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)গ্রন্থের নামঃ সহীহ মুসলিম (ইফাঃ)
হাদিস নম্বরঃ (7142)
অধ্যায়ঃ ৫৫/ ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
পরিচ্ছদঃ ২৩. কিয়ামত নিকটবর্তী হওয়া
৭১৪২। আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তখন তাঁর নিকট মুহাম্মাদ নামক এক আনসারী বালক উপিস্থিত ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়মত সংগঠিত
হয়ে যাবে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: এই হাদিস সম্পর্কে আলেমদের কোনো বক্তব্য কি আছে?
আমার মনে হয় ২ ধরনের বক্তব্য থাকতে পারে।
১। হাদিসটি ম্যানুপুলেট করা হয়েছে।
২। সহীহ বুখারীতে নেই। (আছে কিনা আমার জানা নেই, যদি থাকে তাহলে এটি বলবে না।)
এই দুটি ছাড়া অন্যকোনো বক্তব্য থাকলে সেটে জানার ইচ্ছে রইলো।
ধন্যবাদ আপনাকে এই হাদিসটি শেয়ার করার জন্য।
৩| ১৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪১
শাহনেওয়াজ আলম বলেছেন: তোমার অন্যান্য লেখার লিনক গুলা ক্লিক করলে আসেনা কেনো??
১৯ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
না আসার কোনো কারণ দেখতে পেলাম না। সব কয়টি লিংকই কাজ করছে।
৪| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৫
আরোগ্য বলেছেন: হাদিস গুলোর সাথে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা আকারে লিখা যেত। হয়তো বিতর্ক এড়ানোর জন্য শুধু মূল বক্তব্য তুলে ধরেছেন। শেষ অনুচ্ছেদ পড়ে পম্পেই নগরীর ধ্বংসাবশেষ মনে পড়ে গেল।
ইনশাআল্লাহ বাকী পর্বগুলো সময় করে পরে নিবো।
১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি এই সিরিজে শুধু এমন সব হাদিস দিচ্ছি যেগুলি বিশ্বাস করা কিছুটা কঠিন।
আপনি চাইলে এগুলি বিশ্বাস করতে পারেন। আবার ইচ্ছে না করলে অবিশ্বাসও করতে পারেন। কারণ এই হাদিস গুলির সত্যতা সম্পর্কে সঠিক জ্ঞান আপনার বা আমার নেই।
৫| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৭
পোড়া বেগুন বলেছেন:
বর্তমানে অনেকেই আই হাদিসগুলো মানতে চায়না।
তারা একে রুপকথার গল্প মনে করে। আল্লাহ সকলকে
সহি বুঝ দান করুন
১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
কথা ঠিক বলেছেন।
তবে তাদের কথাও সবটা ফেলে দেয়া যায় না।
হাজার হাজার জাল হাদিস আছে, বানানো হাদিস আছে। কোনটা সঠিক আর কোনটা জাল বুঝা মুশকিল।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৭:১৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার! +