নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। বাতাসীর ভয়!
হাট থেকে বাড়ি ফিরছিল বটুক মাঝির মেয়ে বাতাসী। হঠাৎ দেখল তাদের পাশের বাড়ির ছেলে নিমাইও হাট থেকে ফিরে যাচ্ছে। বাতাসী — নিমাইদা, তােমার সঙ্গে বাড়ি ফিরি। আপত্তি নেই তো?
নিমাই — আপত্তি কি, চল।
সন্ধ্যা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে একটা নির্জন জঙ্গলে এসে বাতাসী বলল
বাতাসী — এখানে তােমাকে আমার ভয় হচ্ছে। তুমি যদি আমাকে একা পেয়ে জোড় করে কিছু করে বসে!
নিমাই — কি বােকার মতো কথা বলছিস তুই! দেখছিস না আমার দু্ইহাতই বন্ধ। এক হাতে শাবল, মুরগী, বালতি, অন্য হাতে ছাগলটা। কি করে কিছু করা সম্ভব?
বাতাসী — বা রে, আমি যেন ছেলেদের চিনি না। তুমি বুঝি ইচ্ছে করলে শাবলটা মাটিতে গেঁথে ছাগলটা তার সঙ্গে বাঁধতে পারো না, আর বালতিটা উল্টো করে তার নিচে মুরগীটাকে রাখতে পারো না? তােমাদের চালাকি আমি জানি না ভাবছো?
২। আমার কাছে যন্ত্র আছে।
রন্টির বাড়িতে সার্চ করে পুলিশ জাল নোট ছাপার মেশিন পেয়ে গেল । তাকে গ্রেফতার করতে গেলে রন্টি পুলিশকে বলল-
রন্টি - আমাকে গ্রেফতার করতে চান কেন? আমার কাছে তো একটাও জাল টাকার নোট পাননি।
পুলিশ - কিন্তু জাল নোট ছাপার যন্ত্রপাতি তো পেয়েছি।
রন্টি - তাহলে একটি মেয়েকে রেপ করার দায়েও আমাকে গ্রেফতার করুন।
পুলিশ - আপনি কি কোন মেয়েকে রেপ করেছেন?
রন্টি - না করিনি, তবে রেপ করার যন্ত্র আমার কাছে আছে!
৩। নোংরা ছবি
ডাক্তার পােশেন্টকে বললেন, আমি ছবি একে দেখাবো, আপনি ছবি দেখে কি মনে হয় জানাবেন আমাকে।
ডাক্তার একটা চক্র আঁকে বললেন, এটা কি?
পেশেন্ট : ছিঃ ছিঃ একটা ছেলে ও একটা মেয়ে যাতা করছে।
ডাক্তার এইবার একটা চতুভূজ আঁকে বললেন, এটা কি?
পেশেন্ট : মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে যা তা করছে।
ডাক্তার এবার একটা স্বস্তিকা চিহ্ন আঁকে বললেন, এটা কি?
পেশেন্ট : দুটো ছেলে ও একটা মেয়ে যা তা করছে।
ডাক্তার এবার গম্ভীর কণ্ঠে বললেন, আপনার উপযুক্ত চিকিৎসার দরকার। আপনার মন খুবই নােংরা।
পেশেন্ট : আমার মন নোংরা? আপনি নিজে নােংরা-নােংরা অসভ্য ছবি আঁকছেন আর বলছেন কিনা আমার মন নাের?
৪। গান
রন্টির স্ত্রী - আমি যখন গান গাইতে শুরু করি তুমি বারান্দায় ছুটে যাও কেন?
রন্টি - যাতে প্রতিবেশীরা ভুল করে না ভেবে বসে যে আমি তােমাকে পেদাচ্ছি আর তুমি চেঁচাছো, সেজন্যে।
৫। একবার
গিয়াস নতুন বিয়ে করে বৌকে নিয়ে টাঙ্গায় করে গ্রামের বাড়িতে যাচ্ছিল। ঘােড়াটা চলতে চলতে একবার হোঁচট খেলো।
গিয়াস বলল — একবার।
খানিকবাদে ঘােড়া আবার হোঁচট খেলো।
গিয়াস বলল - দু’বার।
গ্রামের রাস্তা খারাপ থাকায় ঘােড়াটা আবার হোঁচট খেলো।
গিয়াস বলল - তিনবার।
তিনবার বলেই পকেট থেকে রিভলবার বার করে দুম করে গুলী করে ঘােড়াটাকে মেরে ফেললো। স্বামীর নৃশংসতা দেখে নতুন বৌ রেগে চেঁচিয়ে উঠল - মেরে ফেললে ঘােড়াটাকে? তুমি এত নিষ্ঠুর, এত অমানুষ, জানােয়ারের অধম তুমি, তুমি একটা পিশাচ।
গিয়াস শুধু চোখ ঘুড়িয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলল - একবার।
সাথে সাথে সব ঠান্ডা।
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০১
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০২
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৩
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৪
সূত্র: শচীন ভৌমিক এর লেখা থেকে সংগৃহীত।
১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার হিসাবে ১ নাম্বারটা বেষ্ট!
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৭
জুল ভার্ন বলেছেন: কর কি কর কি নন্দ লাল...... বলে কেউ আবার তেড়েমেরে এসে মন্তব্য করবে- দস্যুও জুলভার্ন এর মতো ব্লগটাকে পর্ণ সাইট বানিয়ে ফেলেছে...(অবশ্য জুলভার্ন এর যা দোষ, অন্যদের তা গুণ)!
১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: গত কাল সারাদিন ছোট একটি বোটপিকনিকে ছিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেলো। শরীর খুব ক্লান্ত, গোসল সেরে ঢুকলাম সামুতে। পুরনো মন্তব্যে প্রতিউত্তর করলাম। ফেসবুকে একটি পোস্ট করালাম, সামুতে এই পোস্টি করলাম, একে একে নতুন পোস্ট গুলি দেখে আপনাটি দিয়ে পড়া শুরু করলাম। সম্ভবতো আধা আধী পড়ে ছিলাম। তারপর ঘুমে চোখ বুজে আসলো। তাই শেষ না করেই চলে গেছি ঘুমতে। আজ এই মাত্র ঘুম উঠে ফ্রেশ হয়ে অনলাইনে ঢুক লাম।
আপনার লেখা যতটুকু পড়েছি তাতে যে সাহিত্যরস ও শব্দের নিখুত প্রয়োগ দেখেছি তাতে আপনাকে ১০০তে ১০০ দিবো। তবে এই নাম্বারিং অবশ্যই প্রাপ্ত মনষ্কদের পক্ষ থেকে। বয়ষ্ক নিষ্পাপ শিশুরা আপনাকে -১০০ দিতে পারে।
৩| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই আমারও বলতে ইচ্ছা হলোঃ
"দুই পিচ্চি খেলতেছে। সভাবতই দুই টারই প্যান্ট নাই। হঠাৎ মেয়ে পিচ্চিটা ছেলে পিচ্চিটার ওইটা ধরে টানতে লাগলো। তখন ছেলে পিচ্চিটা মন খারাপ করে বললঃ
টানো আরো বেশি করে টানো, নিজেরটা তো ছিড়ছো এখন আসছো আমারটা ছিড়তে!!!!"
জুল ভার্ন ভাই এটা কী পর্ণো?
১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
হা হা হা
এর কাছা কাছি মনে হয় আরো আছে!
৪| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৩
কামাল৮০ বলেছেন: আপনি এই নিমাই ফিমাইদের কোথায় পান।আমি দেখছি, এসব কাজ করে বেড়ায় রহিম করিমরা ।যারা কিনা ৯৫%।আর আপনি ৫% নিয়ে টানাটানি করছেন।তারা আছে দৌড়ের উপর।
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি যে % এর কথা বলেছেন উলটো হলো না?
৫টির মধ্যে ১টিতে উনারা আছে, বাকি ৪টাতেতো আমরাই!!
নাকি আপনি শুধু প্রথমটাই দেখেছেন, বাকিগুলি পড়েননি?
৫| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:১০
কামাল৮০ বলেছেন: মৌলিক না তাই এই সমস্যা।
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: হতে পরে।
৬| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪৫
পোড়া বেগুন বলেছেন:
ভাইয়া শরম পাইছি!
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
শরমের কিছু নাই।
৭| ১৮ ই আগস্ট, ২০২২ ভোর ৫:৫২
ককচক বলেছেন: হা হা হা...
৫ নং চুটকিটা যেনো 'বাসর রাতের বিড়াল মারার' প্রবাদের ভাব সম্প্রসারণ!
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
তা বলা যায়।
৮| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১২
শূন্য সারমর্ম বলেছেন:
সব বাতাসীরা এভাবে যদি বেঁচে যেত ভালো হত।
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
তাই নাকি?
৯| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৮
ফুয়াদের বাপ বলেছেন: ১ নং এর মতো বোকা টাইপের নিমাই আর এই নেট-যুগে নাই রে ভাই। ৪ নং অনেক স্বামী বেচারা এর ভুক্তভোগী।
@ নূর মোহাম্মদ নূরু ভাই...হাহাহাহা-বেশ মজারু
১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
বাতাসীরাও এখন এতো প্যাচায়া কথা বলে না।
স্বামীরা এখন গানে নয়, টিকটকের ঠেলায় আছে।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ৪ নং বেশ।