নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সুন্দরী সুন্দরবন - ০৪

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১১


ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং


আমি এখন পর্যন্ত ৩ বার গেছি সুন্দরবন ভ্রমণে। প্রথমবার শুধু করমজল আর কিছু খাল ঘুরে চলে আসতে হয়েছিলো। দ্বিতীয় বার খুলনা থেকে জাহাজে (আসলে ছোট লঞ্চ) করে কটকা পর্যন্ত বেড়িয়েছি। দুই রাত ছিলাম জাহাজেই। অসাধারন একটি ট্রিপ ছিলো সেটি। তৃতীয় বার গিয়ে ছিলাম সাতক্ষীরার নীলডুমুর হয়ে পুটনির দ্বীপ পর্যন্ত। সেবারও ট্রলারে ২ রাত ছিলাম বনের ভিতরেই। তেমন কোনো প্রাণীর দেখা না পাওয়ার আপসুস অবশ্য রেয়ে গেছে এখনো। আরো কয়েকবার যাবার ইচ্ছে আছে।
ভ্রমণকালে ভয়ঙ্কর সুন্দরী সুন্দরবনের প্রচুর ছবি তুলেছি আছে, ছবিগুলি খুব একটা ভালো হয়নি অবশ্য।



২। নদীর ধারে সবুজ লম্বা লম্বা গোল পাতা

ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং




৩। নদীর ধারে সবুজ লম্বা লম্বা গোল পাতা

ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং




৪। ঘন ঝোপ-ঝার

ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং




৫। সুন্দর বনের ভিতরে গোলপাতা

ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সুন্দরী সুন্দরবন – ০১
সুন্দরী সুন্দরবন – ০২
সুন্দরী সুন্দরবন – ০৩

=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৪

শাহ আজিজ বলেছেন: আমি টুরিস্ট নিয়ে ২০০৮ সালে গেছি । আমার গ্রামের বাড়ি সুন্দরবনের সাথেই রামপালে । ৭৭ সালে প্রথম যাই সুতারখালিতে বন্ধুর খামার বাড়িতে । এপার ওপার সুতারখালি আর বন । আরও অনেক ঘটনায় গেছি বনে । বনের একটা আলাদা হাঁকডাক আছে , কান পাতলে শোনা যায় ।

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
বনকে নিভির ভাবে পাওয়ার সুযোগ আমাদের খুবই কম। সুন্দরবনকে পাওয়ার সুযোগ নাই বললেই চলে।
তারপরেও যতটুকু পাওয়া যায় তাতেই তৃপ্ত হতে হয়। মনে ভাবি সেটাই কম কি!!

২| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো একটা চমৎকার ছবি ব্লগ। সময়ে চেয়ে নেবো।

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ।
আপনার জন্য উন্মুক্ত রইলো।

৩| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০১

জুল ভার্ন বলেছেন: খুব ভালো লাগলো। বেশ কয়েকবার সুন্দর বন বেড়াতে, শিকার করতে গিয়েছি।

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
শিকার করতে!!
কি কি শিকার করতে পেরেছিলেন?

৪| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৮

মোগল সম্রাট বলেছেন:
আমার বাড়ির উপ্রে দিয়া গেলেন। কইলে তো আমিও যাইতাম। :)

যাই হোক গতবার হারবাড়িয়া থেকে ঘুরে আসছিলাম । আপনার ছবি দেখে মনে পড়ে গেলো

আর ব্লগার শাহ আজিজের বাড়ি রামপালে আজ জানলাম, আমার বাড়ি তার পাশের থানায়। দেশি লোক ব্লগে দেইখ্য খুশি লাগতাসে। B-)

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
আরো বাহ!
ঐ এলাকায় আপনারা দুইজ আছেন!
আগামী ডিসেম্বর জানুয়ারিতে আবার যাওয়ার প্লান করতিছি কিন্তু।

৫| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৬

অপু তানভীর বলেছেন: সুন্দরবনে এই নিয়ে আমিও গিয়েছি তিনবার । একবার অনেক ছোট বেলাতে । আরেকবার ২০১২ সালে আরেকবার ২০১৯ সালে । সুন্দরবনের আলাদা একটা সৌন্দর্য্য আছে যা অন্য কোথায় পাওয়া যায় না । বিশেষ করে দুইধারে জঙ্গল নিয়ে যখন ট্রালার সামনে এগিয়ে যায় তখন খুবই চমৎকার লাগে !

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার হিসাবে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর, আরামদায়ক এবং ভ্রমণের একটি পরিপূর্ণ প্যাকেজ হচ্ছে সুন্দরবন ট্রিপ।

৬| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

পোড়া বেগুন বলেছেন:
আসসালামু আলাইকুম।
আমি ব্লগে নতুন।
সবার সহযোগীতা চাই

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে

৭| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: একদম উপরের ছবিটি সুন্দর। স্থানটা মনোরম।

১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
এটি সুন্দরবনের ভিতরে বন্যপ্রাণীদের পানিয় জলের জন্য তৈরি করা একটি মিঠা পানির পুকুরের মাঝে মাচার ছাউনি। যায়গাটা আসলেই অসম্ভব সুন্দর।

৮| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৫

কামাল৮০ বলেছেন: বন বলতে শাল বনে গিয়েছি পিকনিক করতে।অভিজ্ঞতা খুব খারাপ ছিল।পাগলা পানি আর তাসে খেলা নিয়ে মারামারি আর থামাতে পারি না।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
হা হা হা
শাল বনে পিকনিক মানেই তাস আর পাগলা পানি, এইটা প্রায় ইউনিভার্সেল ট্রুথ। বোট পিকনিকেও তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.