নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।
== ২ ==
নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
== ৩ ==
সমুদ্র–কল্লোল নির্ঝর–কলতান –
হে বিরাট, তোমার উদার জয়গান;
ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারি জয়।।
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
== ৪ ==
নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
== ৫ ==
রূপসিন্ধু মাঝে হেরি অরূপ তোমায়,
হৃদয় ভরিয়া গেল সুধার ধারায়!
কোন্ মৃত্তিকায় খুঁজি কোন তীর্থ-নীরে,
স্ব-প্রকাশ বিরাজিত বিশ্বের মন্দিরে—
----- কুসুমকুমারী দাশ -----
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯, সমূদ্র-সৈকতে - ১০
=================================================================
১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
শেষ ছবিটা সুন্দর না।
২| ১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সমুদ্র সৈকত মানেই সুন্দর অনুভূতি।
১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার খুবই পছন্দে।
৩| ১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৩
অপু তানভীর বলেছেন: ২০১৯ সালে গিয়েছিলাম ইনানীতে ! একাই । ব্রিজের ছবিটা দেখে মনে পড়লো । এই একবারই গেছি ইনানীতে । আগে অবশ্য আরও দুইবার গিয়েছিলাম । তবে তখন ইনানীতে যাওয়া হয় নি !
১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
ইনানীতে বেশ কয়েকবার গেছি আমি।
ধন্যবাদ আপনাকে মন্তবের জন্য।
৪| ১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৫
জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবি!
১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তবের জন্য।
৫| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৬
শেরজা তপন বলেছেন: দারুন উপভোগ্য সব ফটোগ্রাফ! আকাশের মেঘ বলে শরত এসেছিল
১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আকাশের ছবি আমি খুব একটা ভালো তুলতে পারি না। আসলে কোনো ছবিই আমি খুব একটা ভালো তুলতে পারি না। দুই একটা ভুলে ভালে ভালো হয়ে যায়।
৬| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: ৩ নং ছবির ফ্রেমিং পারফেক্ট।
সমুদ্র আমারও প্রিয়।
১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
আসলে আমি খুব একটা ভালো ছবি তুলতে পারি না। আমি প্রফেসনাল কেউ নই। স্মৃতি ধরে রাখার জন্য মূলতো ছবি আমার তোলা। দুই একটা ভুলে ভালে ভালো হয়ে যায়।
৩ নাম্বার ভালো হয়েছে জেনে আনন্দিত হলাম।
ধন্যবাদ আপনাকে।
৭| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৪
কামাল৮০ বলেছেন: শেষ ছবিটা বড় করেও ভালো বুঝা যায় না।ছবিটা একটু ফেড।
১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিতো বড় করার উপায় নেই!
আমি ছবি পোস্ট করার আগে ২-৩ দফায় ছোট করেনেই। প্রথমে ১১-১২ এমবি এর ছবি ২-৪ এমবিতে চাপায়ে নিয়ে আসি। পরে আবার রিসাইজ করে আরো ছোটো করি। ছোট ছবি আপনি টানলেও বড় করতে পারবেন না। ফেটে যাবে।
এই ছবিতে বড় করে দেখারও কিছু নাই।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৬
কামাল৮০ বলেছেন: প্রতিটা ছবিই সুন্দর।