নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : কাঁটামুকুট

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫৪



অন্যান্য ও আঞ্চলিক নাম : কন্টকমুকুট
Common Name : Crown of thorns, Christ plant, Christ thorn
Scientific Name : Euphorbia milii


নামের সাথে চমৎকার মিল এই কাঁটামুকুট ফুলের। কাঁটাময় গাছে চমৎকার ফুল ফুটে থাকে কাঁটার মাঝে মুকুটের মতোই। বলা হয়ে থাকে যীশুকে ক্রুসবিদ্ধ করার সময় মাথায় এইরকম কাঁটাজাতীয় একটা মুকুট পরানো হয়েছিলো। তাই এর আরেক নাম Christ thorn.



গ্রিক চিকিৎসক ইউফোরবাস এবং ফরাসি দ্বীপ লা রিইউনিয়নের গভর্নর ব্যারোঁ মিলিয়ঁস (Baron Milius) এর নাম অনুসারে গাছটির Scientific নাম রাখা হয় Euphorbia milli.



কাঁটামুকুট বিরূপ পরিবেশে ও প্রতিকূল পরিস্থিতিতে এবং কোন রকম যত্ন ছাড়াই গাছটি টিকে থাকতে পারে, তবে বীজ থেকে কাঁটামুকুট জন্মানো কঠিন। কাটিং থেকে বংশবৃদ্ধি করা সহজ। শাখা-প্রশাখা কম বর্ধনশীল, অরণ্যময় গুল্ম, সারা বছর ধরে ফুল ফুটলেও শীতকালে বেশি ফুটতে দেখা যায। রোদ পেলে বেশ ফুল ফোটে, রোদ না পেলে ফুল কিছুটা কম ফুটে। তাছাড়া ফুল না ফুটলেও শুধু এই গাছেরই আলাদা একটা সৌন্দর্য আছে বলে এটি অফিসে বা বাসা বাড়িতে ছোট পরিসরে টবে লাগানো হয়।



কাঁটামুকুট ফুল ছোট থেকে মাঝারি সাইজ পর্যন্ত নানান আকারের হতে পারে। পাপড়ি লাল, গোলাপী, হলুদ, সাদাটে ইত্যাদি নানান রঙের দেখা যায়। ফুলের পাপড়ি সংখ্যা দুটি। বড় ফুল গুলির পাপড়ি দুটি নিজেদের মাঝে এমন ভাবে প্যাঁচিয়ে থাকে যে দেখে মনে হয় চারটি পাপড়ি।

গাছের ডাল, পাতা বা ফুল ছিড়লে সাদা বিষাক্ত কষ বের হয়। ভাঙ্গা অংশ থেকে কষ দীর্ঘক্ষণ ধরে ঝরতে থাকে। কাঁটামুকুটের কাঁটাও বেশ বিষাক্ত। গায়ে কাঁটা বিধলে বেশ জ্বালা করে।

কাঁটামুকুট মূলত আমেরিকা, আফ্রিকা ও মাদাগাস্কার অঞ্চলের উদ্ভিদ হলেও বর্তমানে বিশ্বের প্রায় সকল স্থানেই পাওয়া যায়। কথিত আছে, ভারতের কেরালায় যে ইহুদিরা বসবাস করেন তারাই ইসরায়েল থেকে কাঁটামুকুট ভারতে এনেছেন। অনেকেই কাঁটামুকুটকে ক্যাকটাস বলে ভুল করেন। কাঁটামুকুটের বাহ্যিক রূপ দেখতে ক্যাকটাসের মত হলেও এরা আসলে ক্যাকটাস নয়।



ছবি তোলার সময় ও স্থান : বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় ছুবি গুলি তুলেছি আমি। বেশীরভাগ ছবিই মুঠো ফোনের ক্যামেরায় তোলা।


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল, অপরাজিতা, উর্বশী,
এরোমেটিক জুঁই
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প,
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা,
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল-পারুল, নীল-পারুল লতা,
পপী, পুন্নাগ, পারুল লতা
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রাণীচূড়া, রসুন্ধি লতা
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ
শাপলা (সাদা), শিউলি, শেফালি, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত অকন্দ, সুলতান চাঁপা, সোনাপাতি,
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩
রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাঁতরাঙ্গা-২, দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪, বিড়াল নখা-২, বোতল ব্রাশ-৪
রুদ্রপলাশ-২, রুদ্রপলাশ-৩, রাজ অশোক-২, রাজ অশোক-৩, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪, রাধাচূড়া-৫, রঙ্গন-২,
শিউলি-২, সুলতান চাঁপা-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার অফিসেও আছে কিন্তু নাম জানা ছিলনা। ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এটি মোটামুটি যত্ন ছাড়াই টিকে থাকে। রোদ পেলে বেশ ফুল ফোটে, রোদ না পেলে ফুল কিছুটা কম ফুটে। তাছাড়া ফুল না ফুটলেও শুধু এই গাছেরই আলাদা একটা সৌন্দর্য আছে বলে এটি অফিসে বা বাসা বাড়িতে ছোট পরিসরে টবে লাগানো হয়।

২| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফুল সম্ভবত দেখেছি কিন্তু নাম জানা ছিলোনা।

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌
এই ফুল বা গাছ না দেখতে পাওয়ার তেমন কোনো কারণ নেই। আগে দেখে থাকার সম্ভবনাই শতভাগ।
এখন নাম জানা রইলো। এবার নতুন চোখে দেখবেন।

৩| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৮

জুল ভার্ন বলেছেন: চমৎকার ফুল কন্টকমুকুট! এখনো চাক্ষুষ দেখা হয়নি।

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেকি কথা!!
এই ফুলতো খুবই সহজ লভ্য, প্রায় সব বাগানেই দেখতে পাওয়া যায়।

৪| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই ভয় পাইয়ে দিছিলেন আর একটু হলে!
আমি মনে করেছিলাম কাটামুণ্ডু! দস্যু ভাই কার
মূণ্ডু কাটলেন সেই ভয় ছিলো।
তবে ফুল্টা সুন্দর!

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
হা হা প গে
আমারওতো ভাল হইবার স্বাদ জাগে মনে।

৫| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৬

ইমরোজ৭৫ বলেছেন: ছবিগুলা দেখতে ভালই।

১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ।

৬| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:০১

কামাল৮০ বলেছেন: আজো দেখিনি।

১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
খুবই কমন একটি গাছ। দেখেছেন হয়তো লখ্য করেন নি।

৭| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৪

জুন বলেছেন: ক্যাম্বোডিয়ার নমপেনের রাজবাড়িতে ফুটে আছে কন্টক মুকুট । তবে গেটের বাইরে । বাস্তুশাস্ত্র মতে কাটা যুক্ত গাছে ঘরে বা আংগিনায় রাখতে হয় না । পরিবারে অশান্তি হয় নাকি । ওরা আবার এগুলো অনেক বিশ্বাস করে ।

১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রচুর ফুল ফুটেছে।
আমার এলাকায় মসজদের পাশের একটি বাড়িতে লিলিপুট সাইজের ফুল ফোটে এর, প্রচুর ফোটে।

বাস্তুশাস্ত্র মতে কাটা যুক্ত গাছে ঘরে বা আংগিনায় রাখতে হয় না বিষয়টা জানা ছিলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.