নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : লাল আকন্দ

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৭

লাল আকন্দ



আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল
জোনাকিতে ভ’রে গেছে; যে-মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ–কোনো সাধ নাই তার ফসলের তরে;
----- জীবনানন্দ দাশ -----



অন্যান্য ও আঞ্চলিক নাম : রক্ত আকন্দ, লাল আকন্দ, অর্ক, সুর্য্যাহবয়, ক্ষীরী, সদাপুষ্প, বিকীরণ, মন্দার, বসুক,অলর্ক, রাজাহব, দিব্যপুম্পিক, হ্রাসভাগনি, অর্কনাম, অর্কপর্শ, বিকীরণ, রক্তপুষ্প, শুরুফল, আস্ফোত।
Common Name : Crown flower, bowstring hemp, crownplant, giant calotrope, Giant Indian Milkweed, Giant Milk Weed, swallow-wort
Scientific Name : Calotropis gigantea



শিবঠাকুরে পূজো সিদ্ধ হয়না বেল পাতা, ধুতরা, আকন্দ ফুল ব্যতিরেকে। আকন্দের পাঁচটি পাঁপড়ি নির্দেশ করে শিবের অপর রূপ পঞ্চাননকে। শিবপূজায় একটি আকন্দ ফুল অর্পন করে ফল পাওয়া যায় স্বর্ণ অর্পনের সমান, এমনটাই বর্ণিত পুরাণে। বলা হয়,

“আকন্দ বিল্বপত্র আর গঙ্গাজল
এই পেয়ে তুষ্ট হোন ভোলা মহেশ্বর।”




আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় ঔষধি উদ্ভিদ। রাস্তা পাশে এবং পরিত্যক্ত স্থানে বেশি পাওয়া যায়। এই গাছ সাধারণত: ৩-৪ মিটার পর্যন্ত উচুঁ হয়ে থাকে। কচি ডাল লোমযুক্ত। পাতা ৪ থেকে ৮ ইঞ্চি লম্বা এবং পাতার নিজের ভাগ ভেলবেটের ন্যায় নরম। তবে মে- জুন মাসে ফল পাকলে ফেটে বীজ বাতাসে ভেসে বেড়ায়। বীজ থেকে বংশ বিস্তর সম্ভব হলেও সাধারণ এর মোথা ও সাকার অংশ থেকে বংশ বিস্তার হয়ে থাকে।

আমাদের দেশে সাধারণত তিন ধরনের আকন্দ দেখতে পাওয়া যায়। লাল আকন্দ, শ্বেত আকন্দ ও ছোট আকন্দ
লাল আকন্দের ফুলের রং সাদার মধ্যে বেগুনি রং এর। শ্বেত আকন্দের ফুলের রং সাদা। এই দুই ধরনের আকন্দই বেশী দেখা যায়। এছাড়া ছোট আকারের আরেক রকম আকন্দ আছে, তবে সেটি খুব একটা দেখা যায় না।



আকন্দ গাছের পাতা বা ডাল ভাঙ্গলে দুধের মত সাদা কষ (তরুক্ষীর) বের হয়। এই কষ খুবই বিষাক্ত। চোখে লাগলে চোখ নষ্ট হয়ে যেতে পারে।

আকন্দের রূপে মুগ্ধ হয়ে জীবনান্দ দাশ লিখেছেন -
"আকন্দফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরন
রৌদ্রের দুপুর ভ’রে;"


আবার বলেছেন

চারিদিকে বাংলার ধানী শাড়ি-শাদা শাঁখা- বাংলার ঘাস
আকন্দ বাসকলতা ঘেরা এক নীল মঠ- আপনার মনে
ভাঙিতেছে ধীরে ধীরে;-চারিদিকে এই সব আশ্বর্য উচ্ছাস;





আর কবিগুরু লিখেছেন -
“আছিলে কাব্যের দুয়োরাণী
পথপ্রান্তে গোপন আঁধারে।
সঙ্গী যারা ছিল ঘিরে তারা সবে নামগোত্রহীন,
কাড়িতে জানে না তারা পথিকের আঁখি উদাসীন।
ভরিল আমার চিত্ত বিষ্ময়ের গভীর আনন্দ,
চিনিলাম তোমারে আকন্দ।”




আকন্দের ছাল ,পাতা, ফুল ও কষ ঔষধি হিসেবে ব্যবহার হয়।
এটি বায়ুনাশক, উদ্দিপক, পাচক, পাকস্থলীর ব্যথা নিবারক, বিষনাশক, ফোলা নিবারক।
প্লীহা, দাদ, শোথ, অর্শ, ক্রিমি ও শ্বাসকষ্টে উপকারী।


ছবি তোলার সময় ও স্থান : বিভিন্ন সময় নানান যায়গায় বেড়াতে গিয়ে আকন্দের এই ছবিগুলি তুলেছি আমি।



=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল, অপরাজিতা, উর্বশী,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি,
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা,
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শেফালি, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত অকন্দ, সুলতান চাঁপা, সোনাপাতি,
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩
রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২
দাঁতরাঙ্গা-২, দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দোলনচাঁপা-২
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বাগানবিলাস-৩, বাদুড় ফুল-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪, বিড়াল নখা-২, বোতল ব্রাশ-৪
মাধবীলতা-২, মাধবীলতা-৩
রুদ্রপলাশ-২, রুদ্রপলাশ-৩, রাজ অশোক-২, রাজ অশোক-৩, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪, রাধাচূড়া-৫, রঙ্গন-২,
লতা পারুল-২, লতা পারুল-৩, লতা পারুল-৪
শিউলি-২, সুলতান চাঁপা-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষের নাম দিয়ে ফুলের নামকরণের হার কেমন??? দেশি/বিদেশি কিছু উদ্ভট ফুলের নাম বলেন তো।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো, বেশ ভালই আছে ফুলের নামে মানুষের নাম। মেয়েদের নামের হার বেশী।

উদ্ভট ফুলের নাম দিয়ে কি করবেন?
নানান ধরনের উদ্ভট ফুলের নাম আছে। তার মধ্যে শুধি একটি ধরনের নামের কিছু নমুনা দিচ্ছি দেখেন।
ঘোড়ানিম
অশ্বগন্ধা
টাইগার লিলি
শ্বেত চিতা
লাল চিতা
নীল চিতা
রাংচিতা গাছ
বেড়াচিতা
চিতা লিলি
কুকুর চিতা
ছাগলাটি
ছাগলনাদি
ছাগল কুঁড়ি
ছাগলবতী
ভূতনাগিন
নাগকেশর
নাগবল্লী
নাগলিঙ্গম
নাগেশ্বর
নাগ ডোনা
সর্পগন্ধা
শিয়ালকাঁটা
শিয়াল-মুত্রা
শিয়ালমতি
শিয়াল মুখি
কুকুরচূড়া
কুকুরকট
কুকুর চিতা
স্পাইডার লিলি
মাকরিশাল
স্পাইডার
মাকড়শা হুড়হুড়ি
হাতিশুঁড়
হাতিদন্তী বাঁক
ছোট হাতিশুঁড়
বাঘনখা
বাঘাচূড়া
ময়না
পাখি ফুল
বাদুর ফুল
হংসপদি
হংসলতা
তোতাপাখি ফুল
কাউয়াঠুকরী
কাকপায়া ঘাস
কাকমাচি
ইপিকাক ২১২
বার্ড অফ প্যারাডাইস
বকফুল
বকপুষ্প
মোরগফুল
বিলাই খামচি
বিলাই চিমঠি
বিড়ালনখা
বিলাই লেজা
বান্দরমুলা
বান্দরলাঠি
তেলকাঁকড়া
ঝুলন্ত চিংড়ি
অক্টোপাস গাছ
কুরুবক
কাকজঙ্ঘা
কাঁকড়া শৃঙ্গী

গুলি সব গাছের নাম। এদের অধিকাংশেরই ফুল হয়।

২| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৭

ককচক বলেছেন: তথ্যবহুল লেখা...
ফুল সম্পর্কে জানতে হলে আপনার প্রোফাইলের দ্বারস্থ হলেই চলবে।

০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
খুব আহামরি কিছু নয়।
অল্প কিছুই যুক্ত করতে পেরেছি।
আগামীতে আর যুক্ত করার ইচ্ছে আছে।

৩| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর ফুল টা। পোস্ট ভালো লাগলো।

০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য ও ভালো লাগা জানানোর জন্য।

৪| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৭:২৯

কাজী হাসান সোনারং বলেছেন: তথ্যবহুল সুন্দর লেখা! ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

অফ টপিক : কাজী হাসান সোনারং ভাই আপনার নামের শেষে সোনারং কি আপনার এলাকার নাম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.