নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আশ্রমে আগামীকাল মিলন মেলা

০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৮


এলাকার সকলেই জানেন আমরা নাগরিতে জমি কিনে আশ্রম তৈরি করেছি। সেখানে আমরা প্রায়ই যাই, পার্টি-পিকনিক হয়। ফেসবুকে ছবি দেখে, ভিডিও দেখে প্রচারনা ভালোই হয়েছে। এলাকার বড় ভাইদের মাঝেও আশ্রম সম্পর্কে বেশ ভালোই আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই দেখতে যেতে চান আশ্রমটা আসলে কি? কি কি আছে সেখানে? দেখতে কেমন? পরিবেশ কেমন?

তাদের এই আগ্রহের কারণে আমরা একটি নৌ-ভ্রমণের আয়োজন করেছি, গন্তব্য আশ্রম। কিন্তু নানান কারণে সময় করে উঠতে না পারার কারণে ঈদের পরপর যাওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে আগামী কাল ০৬/০৮/২০২২ শনিবার করা হয়েছে। লোক সংখ্যা ৪৫ জন। ৩৫ জন যাবো ট্রলারে করে। বাকিরা সড়ক পথে।

বেরাইদ থেকে সকাল ৯ টায় ট্রলার ছেড়ে ইছাপুরা-উলুখোলা হয়ে পৌছানের চেষ্টা করবো আশ্রমে। কিন্তু ইতোমধ্যে জলের লেভেল গেছে নেমে। অন্যদিকে আশ্রমের শেষ যে অংশটুকু ধানক্ষেত পার হয়ে যেতে হয় সেখানে জমে আছে প্রচুর কচুরিপানা। কচুরিপানা ঠেলে, অল্পজলে ট্রলার যাওয়াটা প্রায় অসম্ভব। তবুও আমরা চেষ্টা করবো। যদি শেষ পর্যন্ত নাই পারি ঐপথে যেতে তাহলে ফিড়ে অন্যপথে যাওয়ার চেষ্টা করবো কামিনী ঘাট হয়ে নাগরিতে। সেখানেও যদি পৌছতে ব্যর্থ হই তখন ফিরে এসে নামবো উলুখোলা ঘাটে। উলুখোলা বাজার থেকে ইজিবাইকে ১৫ মিনিট লাগবে আশ্রমে পৌছতে।
তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

যাত্রা পথের ট্রলার ভাড়ার খরচ আমাদের কয়েকজন বড় ভাই মিলে দিয়ে দিয়েছেন।
আরেক বড় ভাই, হাজী আব্দুল মান্নান ভাই আশ্রমকে কয়েকটি চেয়ার কিনে উপহার দিয়েছেন।
দুপুরের কাচ্চি খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন আমাদের মামু হাজী মোঃ দুলাল মিয়া মামু।
আশ্রমের পক্ষে থেকে বড় ভাইদের অশেষ ধন্যবাদ জানাই চমৎকার এই আয়োজনে অংশ নিয়ে আমাদের উৎসাহিত করার জন্য।


খানা-খাজানা
আশ্রমে পৌছনের পরে-
কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা।
আমড়া, জাম্বুরা, কামরাঙ্গা গ্রামের দেশী ফল যা বাজারে পাওয়া যাবে তাও থাকবে। না পাওয়া গেলে নাই।

দুপুরের খানার আয়োজন-
বাসমতি চালের বিফ কাচ্চি, সাথে ডিম, সালাদ, কোমল পানীয়।

বিকেলে-
গাছ পাঁকা কাঠাল।
মুড়ি-চানাচুড়
গরুর দুধের কফি।
ফেরার আগে-
গরুর দুধের পায়েস।


পুকুরে সাঁতার প্রতিযোগিতা থাকবে।
মাঠে ডিগবল প্রতিযোগিতা হবে।
রোদ যদি বেশী থাকে তাহলে হাত পাঁখায় বাতাস প্রতিযোগিতাও হতে পারে। ;)

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: পড়েই মনে হচ্ছে, আয়োজন চমৎকার হয়েছে এবং বাস্তবায়নও সুষ্ঠু হবে।
ফিরে এসে তো ছবি-ব্লগ পোস্ট করবেনই ইন শা আল্লাহ, তা তো জানিই।
শুভকামনা....

০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
৪৫ জনকে ম্যানেজ বা ধারন করার মতো সক্ষমতা এখনো আশ্রমের তৈরি হয়ে উঠেনি।
এর আগেও ৫০+ লোকের আয়োজন হয়েছে, তবে সেটি ছিলো ফ্যামেলি গেদার। এবারেরটা ভিন্ন।
সব কিছু সুষ্ঠ ভাবে সম্পন্ন করাটা বেশ বড় কঠিন হয়ে উঠবে। বিশেষ করে রোদ বেশী থাকলে সকলেই কষ্টের মধ্যে পরবেন।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৯

কামাল৮০ বলেছেন: সুন্দর আয়োজন।সাফল্য কামনা করি।

০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে

৩| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫০

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুণ ব্যাপার!

০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
সব কিছু ভালোয় ভালোয় শেষ করতে পরলেই দারুন ব্যাপার হবে।

৫| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৭

শেরজা তপন বলেছেন: শুভ কামনা রইল- আশা করি সব ভালয় ভালয় হবে।

০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

৬| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: বেস্ট অফ লাক। উপভোগ্য হোক।

০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

৭| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই এটা কি দাওয়াত দিলেন না
লোভ লাগালেন? রাত ৯টায় বলে দিলেন
ওঠ ছেড়ি তোর বিয়া!
ইচ্ছা থাকলেও এত কম
সময়ের নোটিশে অনেকেরই
যাওয়া সম্ভব হবেনা। অবশ্য
যদি কারা কারা যাবে তা যদি
আগেই নির্ধারণ করা থাকে তা
হলে ভিন্ন কথা। তবে একথা সত্য
আমার মতো অনেকেই আয়োজনের
লোভনীয় খাবার না খেতে পেয়ে
হা- পিত্যেশ করবে আমার মতো।
দোয়া করি আপনাদের যাত্রা ও
খাবার দাবারের আয়োজন
সুন্দর হোক।

০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
এইটা শুধুই এলাকর বড় ভাইদের নিয়ে আয়োজন।
তাই আগে জানানোর কিছু ছিলো না ব্লগে, তাই দাওয়াতও নাই।
পরে আবার হবে নিশ্চয়ই।

৮| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
এইটা শুধুই এলাকর বড় ভাইদের নিয়ে।

তা হলে আমাদের জাননোর দ কি রকার ছিলো!
শুধু চুড়ির রিনিঝিনি শব্দ শুনাইয়া দিলে ব্যথা দিলেন!

০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
ব্যথা আরো বাকি আছে, ফিরে এসে সচিত্র পোস্ট হবে। B-)

৯| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৮

অপু তানভীর বলেছেন: কিছু ভিডিও করিয়েন । ফেসবুক পেইজে আরও কিছু ভিডিও এড করিয়েন । আপাতত কেবল দেখেই স্বাদ মেটাই !

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভিডিও তো আমি করিনা খুব একটা, তবুও এবার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য।

১০| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১:৪০

ককচক বলেছেন: শুভকামনা। সবকিছু যেন ঠিকঠাকভাবে হয়

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

১১| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ৩:২৫

কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন! যাত্রা আনন্দময় হোক!
আগামীকাল আমরাও যাচ্ছি পিকনিকে, আমাদের অফিস থেকে আয়োজন করা হয়েছে, ফ্যামিলিসহ এলাউ! রাফটিং করব সকালে আর দুপুরে বারবিকিউ পার্টি হবে পাহাড়ের উপরে!

০৬ ই আগস্ট, ২০২২ ভোর ৪:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আরে বাহ!!
আপনাদের জন্যও রইলো শুভকামনা।

১২| ০৬ ই আগস্ট, ২০২২ সকাল ৭:৫২

কাজী হাসান সোনারং বলেছেন: সুন্দর আয়োজন, সুন্দর ভাবনা। কামিনী ঘাট নামটা বেশ সুন্দর।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ঐ এলাকয়া আমরা প্রথমে কামিনী ঘাটেই গিয়েছিলাম। যায়গাটা এতটাই পছন্দ হয়ে যায় যে আমার সেদিনই সিদ্ধান্ত নেই ঐ এলাকায় জমি কনবো। সেখানেই আজ আশ্রম।

১৩| ০৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২২

মিরোরডডল বলেছেন:




পাগলা, শিরোনামের ছবির যে ডেকটা ওখানে কিছু বাগানবিলাস ফুল করা যায় ।
এই ছবির মতো ।
চার কর্নারে টবের মাঝে রেখেই করা যায় । লতা হয়ে ছড়িয়ে যাবে পুরো রেলিং জুড়ে ।




০৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আইডিয়া মন্দ নয়, আমার পছন্দ হয়েছে। চেষ্কার করবো।
ধন্যবাদ।

১৪| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৮

রানার ব্লগ বলেছেন: পুরা আশ্রমের ছবি দেন দেখি !!

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ।
নিচের লিংগুলিতে আশ্রম সম্পর্কে অনেক তথ্য ও চিত্র পাবেন।
আশ্রম নিয়ে সামুতে প্রথম পোস্ট : প্রায় কাল্পনিক একটি রাতের চিত্র
বৃষ্টি বিলাস
গল্প কিন্তু গল্প না
বর্ষার জলে অবগাহন চিত্র
শীত বিলাস ২০২২
এবার আগাম জোয়ার এসেছে!!
আশ্রমের পুকুরে দ্বিতীয় দফায় মাছ ধরা হলো
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে....
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... (ছবি ব্লগ)
আশ্রম বিলাস
আশ্রমে গিয়ে বিপাকে
আশ্রমে দিন-রাত্রি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.