নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।
সূর্য ধরার ইচ্ছে
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
এবার গিলে ফেলার ইচ্ছে
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
গিলে ফেলার চেষ্টা
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
[বিকেলের সূর্য
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং
বিকেলের সূর্য
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩, বিদায় বেলায় - ২৪
=================================================================
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৩
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর ছবি।
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৫
সোনাগাজী বলেছেন:
কক্সবাজারের সৈকত এলাকা পরিস্কার?
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
এখন আগের চেয়ে অনেক বেশী পরিস্কার্ একটা সময় খুবই নোংরা ছিল।
মানুষ কিছুটা সচেতন হয়েছে। তবে অসচেতন মানুষেরও অভাব নেই।
৪| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই," বিদায় বেলা" কথাটা শুনলেই
বুকের মাঝে ছ্যাত করে ওঠে!
যা হোক দেন শেষের ছবিগুলো
দারুন হয়েছে।
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১২
মরুভূমির জলদস্যু বলেছেন:
সত্যি বলেছেন।
দিন শেষে বিদায়ের সুরই পাওয়া যায়।
৫| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
আশ্রমের বিকালের সূর্যটা বাধাই করে রাখার মত।
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
কিছুদিন আগে যখন সূর্য ডুবতো তখন দেখার মতো দৃশ্য হতো।
থৈ থৈ বর্ষার জলে সোনালী রং ছড়িয়ে পরতো।
মনে হতো যেনো তরল সোনা।
৬| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ছবি তোলার হাত ভারী চমৎকার।
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
দুই একটা ছবি হয়তো বাইচান্স ভালো হয়ে যায়। আসলে আমি তেমন ভালো ছবি তুলতে পারি না।
৭| ০১ লা আগস্ট, ২০২২ রাত ৯:১৮
কামাল৮০ বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
০১ লা আগস্ট, ২০২২ রাত ৯:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
সময় সব সময়ই বয়ে চলে, তাল মিলাতে কতটুকু পারি!
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো দারুণ।