নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় এই পুরান বাজার জামে মসজিদটির অবস্থান।
চাঁদপুরের পুরান বাজার জামে মসজিদ মোটামুটি বড় ও পুরনো একটি মসজিদ। মসজিদটি দোতলা ভবনের। এ মসজিদের গায়ে রঙিন কাচ ও পাথর দিয়ে দৃষ্টিনন্দন চিনিটিকরির কারুকাজ করা আছে। দোতালা ছাদের এক পাশে মাঝারি আকেরর একটি গম্বুজ রয়েছে।
গম্বুজের চারকোনায় ৪টি ও সামনের এক অংশে আরো ৪টি সহ মোট ৮টি ছোট ছোট মিনার রয়েছে। গম্বুজ ও মিনার গুলিতেও চিনিটিকরির কারুকাজ করা রয়েছে। মসজিদের সামনেই বেশ উঁচু একটি চিনিটিকরির কারুকাজ করা মিনার রয়েছে। বেশ দূর থেকেই শতবর্ষের এ মসজিদের উঁচু মিনারটি দেখতে পাওয়া যায়। তবে চারপাশের গিঞ্জি বাজারের জন্য মসজিদের আসল সৌন্দর্য ম্লান হয়ে গেছে।
মসজিদটি কে বা কারা কখন তৈরি করেছে সে সম্পর্কে আমি কিছুই জানতে পারি নি। ইন্টারনেটে খুঁজেও কোনো তথ্য পাওয়া যায়নি বা আমি পাইনি বলাই ভালো। কারো কাছে এই মসজিদের নির্মাতা বা নির্মাণকাল সম্পর্কে কোনো তথ্য থাকলে আমাকে জানানোর অনুরো রইলো।
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৭ ইং
অবস্থান : পুরান বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর বাংলাদেশ।
GPS coordinates : 23°13'36.4"N 90°38'25.8"E
পথের হদিস : ঢাকার সদরঘাট থেকে লঞ্চ বা সায়দাবাদ থেকে গাড়িতে চাঁদপুর। খেয়া পার হয়ে বা ঘুর পথে রিক্সায় পুরান বাজার জামে মসজিদ।
তথ্য সূত্র : নিজ
=================================================================
আরো দেখুন -
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩
=================================================================
২৯ শে জুলাই, ২০২২ রাত ১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২| ২৯ শে জুলাই, ২০২২ রাত ১:৩১
সোনাগাজী বলেছেন:
ইহার গায়ে সিমেন্টের স্তর?
মনে হয়, ইংরেজ আমলে তৈরি।
২৯ শে জুলাই, ২০২২ রাত ১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
এটি অনেক বেশী পুরনো নয় সেটি বুঝা যায়। পুরনো মসজিদগুলি সবই একতলা, এটি দোতালা।
সামঞ্জস্যপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ও + রইলো।
৩| ২৯ শে জুলাই, ২০২২ রাত ২:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার এই ধরনের পোস্ট গুলো ভালো লাগে। প্রেজেন্টেশন গুণে দেখতে বেশ লাগসে।
২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার ভালো লাগার কথা জানতে পেরে আমি আরো উৎসাহীত হলাম।
ভালো থাকবেন।
৪| ২৯ শে জুলাই, ২০২২ ভোর ৬:০৬
কামাল৮০ বলেছেন: অনেক মসজিদের পাশদিয়ে গেছি কিন্তু উকি দিয়ে দেখা হয় নাই।ভাবছি ছোট খাট মসজিদে না গিয়ে ,যে মসজিদে গেলে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে আসা যায় সেখানেই যাব।
২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
যান, আপনার জন্য শুভকামনা রইলো।
তবে তার আগে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে নিতে হবে। নচেত সবটাই বৃথা হবে হয়তো।
৫| ২৯ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৩
শ্রাবণধারা বলেছেন: ছবিগুলো খুব ভাল লাগলো। মসজিদের স্থাপত্য ধরণ দেখে পুরাতন বলেই মনে হলো। আশ্চর্য যে এর কোন ইতিহাস আপনি খুঁজে পাননি।
২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: খুব বেশী পুরনো হওয়অর কথা না। নির্মান কৈশল দেখেই সেটা আমর মনে হয়েছে।
আসলেই এর কোনো তথ্য আমি খুঁজে পাইনি। এবং এমন আরো অনেক আছে।
৬| ২৯ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৪
জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।
২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৭| ২৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৮
ইমরোজ৭৫ বলেছেন: মেঘনা ব্রীজ এবং দাউদকান্দি ব্রীজের মধ্য বর্তী এলাকাটি আমাদের। আপনাকে দাওয়াত।
২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
ঠিকানা ছাড়া দাওয়াত আমি কবুল করি না।
৮| ২৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৩
নতুন বলেছেন: ছবিগুলি ভালো হইছে +
২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্য ও + এর জন্য।
৯| ২৯ শে জুলাই, ২০২২ রাত ৮:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর মসজিদটা।
২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১০| ২৯ শে জুলাই, ২০২২ রাত ৮:৩২
অপু তানভীর বলেছেন: মসজিদটা কত পুরাতন বলা যাচ্ছে না। তবে লম্বা মিরারটা দেখে দেখে বুঝা যাচ্ছে এটা অতি সম্প্রতি সময়েরও না । বর্তমানে এই রকম মিরারের মসজিদ দেখা যায় না খুব একটা !
২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার ধারনা আপনার বক্তব্য সঠিক।
এটি অতি পুরনো নয়, আবার খুব সাম্প্রতিক কালেও নির্মাণ হয়নি।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২২ রাত ১:২১
স্প্যানকড বলেছেন: সব গুলি ছবি আলাদা ঐতিহ্য বহন করছে। ভালো থাকবেন।